ETV Bharat / bharat

পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাস কোয়ারানটিন সেন্টার - Corona Safety

পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাস কোয়ারানটিন সেন্টারে রূপান্তরিত করা হবে ৷ এমনটাই নির্দেশ প্রশাসনের ৷

Two hostels of Punjab University converted to quarantine
পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাস কোয়ারান্টাইনে রূপান্তর
author img

By

Published : Apr 29, 2020, 2:59 PM IST

চণ্ডীগড়, 29 এপ্রিল : দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ তাতে কম পড়ছে কোয়ারানটিন সেন্টার ৷ সেই ঘাটতি মেটাতেই এবার পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাস কোয়ারানটিন সেন্টারে রূপান্তরিত করা হবে ৷ এমনটাই নির্দেশ প্রশাসনের ৷

বিশ্ববিদ্যালয়ের তরফে এমানুয়েল নাহার জানান, প্রশাসন চারটি ছাত্রাবাস চেয়েছিল, দুটি দেওয়া হয়েছে ৷ বাকি কাজ চলছে ৷

স্বাস্থ্য দপ্তর সূত্রে এখনও পর্যন্ত চণ্ডীগড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা 56, কোরোনায় মৃত্যুর ঘটনা একটাও ঘটেনি ৷ তবে দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 30 হাজার ছাড়াল। গত সাত দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন 10 হাজার মানুষ । এ দিকে মৃত্যুও ছাড়িয়েছে এক হাজার ।

চণ্ডীগড়, 29 এপ্রিল : দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ তাতে কম পড়ছে কোয়ারানটিন সেন্টার ৷ সেই ঘাটতি মেটাতেই এবার পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাস কোয়ারানটিন সেন্টারে রূপান্তরিত করা হবে ৷ এমনটাই নির্দেশ প্রশাসনের ৷

বিশ্ববিদ্যালয়ের তরফে এমানুয়েল নাহার জানান, প্রশাসন চারটি ছাত্রাবাস চেয়েছিল, দুটি দেওয়া হয়েছে ৷ বাকি কাজ চলছে ৷

স্বাস্থ্য দপ্তর সূত্রে এখনও পর্যন্ত চণ্ডীগড়ে কোরোনা আক্রান্তের সংখ্যা 56, কোরোনায় মৃত্যুর ঘটনা একটাও ঘটেনি ৷ তবে দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 30 হাজার ছাড়াল। গত সাত দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন 10 হাজার মানুষ । এ দিকে মৃত্যুও ছাড়িয়েছে এক হাজার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.