ETV Bharat / bharat

সংসদ চত্বরে ধরনা চলবে, জানিয়ে দিলেন বিক্ষোভরত সাংসদরা - গান্ধি মূর্তির পাদদেশে ধরনা

রাতভর চলল ধরনা । উঠল স্লোগান। চলল গান । সংসদ চত্বরে কার্যত একজোট হতে দেখা গেল বিরোধীদের । সকালে বিক্ষোভরত সাংসদদের জন্য চা নিয়ে আসেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ।

সারারাত ধরনা বিরোধীদের
Farm bill protest
author img

By

Published : Sep 22, 2020, 7:26 AM IST

Updated : Sep 22, 2020, 8:50 AM IST

দিল্লি , 22 সেপ্টেম্বর : কৃষি বিল নিয়ে বিক্ষোভ দেখানোয় গতকালই আট সাসংদকে সাসপেন্ড করেছেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু । আর এরপরই গান্ধিমূর্তির পাদদেশে ধরনায় বসেন তাঁরা ৷ সেখানে যোগ দেন অধীর চৌধুরি, দিগ্বিজয় সিং, সুপ্রিয়া সুলে, হিবি ইডেন সহ অন্য কয়েকজনও । সারারাত ধরে এই ধরনা চলে ৷ কার্যত একজোট হতে দেখা যায় বিরোধী দলগুলিকে । আজ সকালে কংগ্রেস সাংসদ বিপুন ভোরা জানিয়ে দেন, তাঁদের এই ধরনা চলবে ।

গতকাল সাসপেন্ড হওয়ার পর প্রথমে সংসদকক্ষ ছাড়তে চাননি আট সাংসদ । বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । পরে গান্ধিমূর্তির পাদদেশে এসে জড়ো হন । সেখানেই ধরনায় বসেন । রাতভর সেখানে অবস্থানে বসবেন বলে সিদ্ধান্ত নেন তাঁরা । ধীরে ধীরে খাবার, বালিশ, বিছানার ব্যবস্থা করা হয় ৷ ব্যবস্থা করা হয় দু'টি পাখার । আসে ইডলি, চা , সোডার বোতল । সারারাত ধরে চলে গান ৷ দেখতে দেখতে সংসদ চত্বর শাসক বিরোধী আন্দোলনের মঞ্চে পরিণত হয় ৷

সাংসদদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই দিকটা নিশ্চিত করা হয়েছিল ৷ একজন সাংসদ বলেন , ’’কোনও কারণে যদি জরুরি পরিস্থিতি তৈরি হয় তার জন্য অনেকে এসে আমাদের অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের ফোন নম্বর দিয়ে গিয়েছিল ৷ ’’

এই প্রতিবাদ-বিক্ষোভ কখন শেষ হবে এই বিষয়ে জানতে চাইলে AAP নেতা সঞ্জয় সিং বলেন , তাদের সাসপেনশন প্রত্যাহার করার উপর তা নির্ভর করছে । আর আজ সকালে বিক্ষোভরত সাংসদদের জন্য চা নিয়ে আসেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ।

  • Delhi: Rajya Sabha Deputy Chairman Harivansh brought tea for the Rajya Sabha MPs who are protesting at Gandhi statue against their suspension from the House. pic.twitter.com/syT19AxEgD

    — ANI (@ANI) September 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস সাংসদ বিপুন বোরা বলেন, "সরকারের তরফে কেউ আমাদের খোঁজ নেননি। বিরোধীদের অনেকেই খোঁজ নিয়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন । আমরা এই ধরনা চালিয়ে যাব।"

  • No one from the government has come to enquire about us. Many Opposition leaders came to enquire about us and to show solidarity with us. We are going to continue this demonstration: Congress MP Ripun Bora https://t.co/EZyz5SxWRa

    — ANI (@ANI) September 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার কৃষি বিলের বিরোধিতায় রাজ্যসভায় সরব হয় বিরোধীরা ৷ ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং-এর উপস্থিতিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান কয়েকজন সাংসদ । তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, AAP সাংসদ সঞ্জয় সিং, কংগ্রেস সাংসদ রিপুন বোরা ডেপুটি চেয়ারম্যানের মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে । এমনকী ডেরেক ও'ব্রায়েনের বিরুদ্ধে রাজ্যসভার রুলবুক ছিঁড়ে দেওয়ার অভিযোগ তোলা হয় । এর জেরে গতকাল মোট আট সাংসদকে সাতদিনের জন্য সাসপেন্ড করেন চেয়ারম্যান ৷ সাতদিনের জন্য যেসব সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তাঁরা হলেন- তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, CPI(M)-র কে কে রাগেশ ও এলামারান করিম, আম আদমি পার্টির সঞ্জয় সিং, কংগ্রেসের রাজু সাতাব, সইদ নাজির হুসেন ও রিপুন বোরা ৷

দিল্লি , 22 সেপ্টেম্বর : কৃষি বিল নিয়ে বিক্ষোভ দেখানোয় গতকালই আট সাসংদকে সাসপেন্ড করেছেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু । আর এরপরই গান্ধিমূর্তির পাদদেশে ধরনায় বসেন তাঁরা ৷ সেখানে যোগ দেন অধীর চৌধুরি, দিগ্বিজয় সিং, সুপ্রিয়া সুলে, হিবি ইডেন সহ অন্য কয়েকজনও । সারারাত ধরে এই ধরনা চলে ৷ কার্যত একজোট হতে দেখা যায় বিরোধী দলগুলিকে । আজ সকালে কংগ্রেস সাংসদ বিপুন ভোরা জানিয়ে দেন, তাঁদের এই ধরনা চলবে ।

গতকাল সাসপেন্ড হওয়ার পর প্রথমে সংসদকক্ষ ছাড়তে চাননি আট সাংসদ । বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । পরে গান্ধিমূর্তির পাদদেশে এসে জড়ো হন । সেখানেই ধরনায় বসেন । রাতভর সেখানে অবস্থানে বসবেন বলে সিদ্ধান্ত নেন তাঁরা । ধীরে ধীরে খাবার, বালিশ, বিছানার ব্যবস্থা করা হয় ৷ ব্যবস্থা করা হয় দু'টি পাখার । আসে ইডলি, চা , সোডার বোতল । সারারাত ধরে চলে গান ৷ দেখতে দেখতে সংসদ চত্বর শাসক বিরোধী আন্দোলনের মঞ্চে পরিণত হয় ৷

সাংসদদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই দিকটা নিশ্চিত করা হয়েছিল ৷ একজন সাংসদ বলেন , ’’কোনও কারণে যদি জরুরি পরিস্থিতি তৈরি হয় তার জন্য অনেকে এসে আমাদের অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের ফোন নম্বর দিয়ে গিয়েছিল ৷ ’’

এই প্রতিবাদ-বিক্ষোভ কখন শেষ হবে এই বিষয়ে জানতে চাইলে AAP নেতা সঞ্জয় সিং বলেন , তাদের সাসপেনশন প্রত্যাহার করার উপর তা নির্ভর করছে । আর আজ সকালে বিক্ষোভরত সাংসদদের জন্য চা নিয়ে আসেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ।

  • Delhi: Rajya Sabha Deputy Chairman Harivansh brought tea for the Rajya Sabha MPs who are protesting at Gandhi statue against their suspension from the House. pic.twitter.com/syT19AxEgD

    — ANI (@ANI) September 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেস সাংসদ বিপুন বোরা বলেন, "সরকারের তরফে কেউ আমাদের খোঁজ নেননি। বিরোধীদের অনেকেই খোঁজ নিয়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন । আমরা এই ধরনা চালিয়ে যাব।"

  • No one from the government has come to enquire about us. Many Opposition leaders came to enquire about us and to show solidarity with us. We are going to continue this demonstration: Congress MP Ripun Bora https://t.co/EZyz5SxWRa

    — ANI (@ANI) September 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার কৃষি বিলের বিরোধিতায় রাজ্যসভায় সরব হয় বিরোধীরা ৷ ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং-এর উপস্থিতিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান কয়েকজন সাংসদ । তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, AAP সাংসদ সঞ্জয় সিং, কংগ্রেস সাংসদ রিপুন বোরা ডেপুটি চেয়ারম্যানের মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে । এমনকী ডেরেক ও'ব্রায়েনের বিরুদ্ধে রাজ্যসভার রুলবুক ছিঁড়ে দেওয়ার অভিযোগ তোলা হয় । এর জেরে গতকাল মোট আট সাংসদকে সাতদিনের জন্য সাসপেন্ড করেন চেয়ারম্যান ৷ সাতদিনের জন্য যেসব সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তাঁরা হলেন- তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, CPI(M)-র কে কে রাগেশ ও এলামারান করিম, আম আদমি পার্টির সঞ্জয় সিং, কংগ্রেসের রাজু সাতাব, সইদ নাজির হুসেন ও রিপুন বোরা ৷

Last Updated : Sep 22, 2020, 8:50 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.