ETV Bharat / bharat

কলকাতা থেকে বিহারে ফেরার পথে দুর্ঘটনা, মৃত 2 - একমা থানা

শনিবার রাতে কলকাতা থেকে চাপড়ার উদ্দেশে রওনা দেন তাঁরা । আজ সকালে পালমোর কাছে একটি বড় গাড়ি পিছন থেকে ধাক্কা মারে তাঁদের গাড়িতে । নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়িটি ।

car accident in Giridih
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি
author img

By

Published : Oct 5, 2020, 6:30 PM IST

গিরিডি, 5 অক্টোবর : কলকাতা থেকে বিহারের চাপড়ায় যাওয়ার পথে দুর্ঘটনা । গিরিডি থানা এলাকার পালমো গ্রামের কাছে একটি গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় আর একটি গাড়ি । দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও পাঁচজন । মৃত অনুপম সিং ও চিন্টু পান্ডে চাপড়া জেলার একমা থানা এলাকার বাসিন্দা ।

অনুপম সিংয়ের বাড়ি একমা থানার হরপুরে । তিনি একটি জিম চালাতেন । চিন্টু পান্ডের বাড়ি ছিতারওয়ালি গ্রামে । সাত যুবক একমা থেকে একটি ছোটো গাড়ি করে দিঘায় ঘুরতে গেছিলেন । দিঘা থেকে তাঁরা কলকাতায় এসেছিলেন । শনিবার রাতে কলকাতা থেকে চাপড়ার উদ্দেশে রওনা দেন তাঁরা । আজ সকালে পালমোর কাছে একটি বড় গাড়ি পিছন থেকে ধাক্কা মারে অনুপম-চিন্টুদের গাড়িতে । নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়িটি ।

আরও পড়ুন : বালুরঘাটে বাইক-মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত 2

দুর্ঘটনায় আহতদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন । গাড়ি থেকে বাইরে বের করা হয় আহতদের । এরই মধ্যে খবর পাঠানো হয় গিরিডি থানায় । দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় অনুপমের । বাকিদের গিরিডি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় চিন্টু পান্ডে । বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা চলছে ।

গিরিডি, 5 অক্টোবর : কলকাতা থেকে বিহারের চাপড়ায় যাওয়ার পথে দুর্ঘটনা । গিরিডি থানা এলাকার পালমো গ্রামের কাছে একটি গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় আর একটি গাড়ি । দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও পাঁচজন । মৃত অনুপম সিং ও চিন্টু পান্ডে চাপড়া জেলার একমা থানা এলাকার বাসিন্দা ।

অনুপম সিংয়ের বাড়ি একমা থানার হরপুরে । তিনি একটি জিম চালাতেন । চিন্টু পান্ডের বাড়ি ছিতারওয়ালি গ্রামে । সাত যুবক একমা থেকে একটি ছোটো গাড়ি করে দিঘায় ঘুরতে গেছিলেন । দিঘা থেকে তাঁরা কলকাতায় এসেছিলেন । শনিবার রাতে কলকাতা থেকে চাপড়ার উদ্দেশে রওনা দেন তাঁরা । আজ সকালে পালমোর কাছে একটি বড় গাড়ি পিছন থেকে ধাক্কা মারে অনুপম-চিন্টুদের গাড়িতে । নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়িটি ।

আরও পড়ুন : বালুরঘাটে বাইক-মারুতির মুখোমুখি সংঘর্ষে মৃত 2

দুর্ঘটনায় আহতদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন । গাড়ি থেকে বাইরে বের করা হয় আহতদের । এরই মধ্যে খবর পাঠানো হয় গিরিডি থানায় । দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় অনুপমের । বাকিদের গিরিডি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয় চিন্টু পান্ডে । বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.