ETV Bharat / bharat

"সামথিং ওয়েন্ট রং, ট্রাই এগেইন"; বিভ্রাট টুইটারে - টুইট

রাত 8টা নাগাদ বিভ্রাট শুরু হয় । ভারতীয় ব্যবহারকারীরা টুইটারের হোম পেজটি লোড করতে না পারার অভিযোগ করেছিলেন ।

Twitter Outage In India
Twitter Outage In India
author img

By

Published : Oct 28, 2020, 9:33 PM IST

দিল্লি, 28 অক্টোবর : বিভ্রাট টুইটারে । আজ সন্ধেয় ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের একাধিক ব্যবহারকারী টুইটার অ্যাকাউন্ট খুলতে গিয়ে সমস্যায় পড়েন ।

ডাউন ডিটেক্টর অনুযায়ী, ভারতীয় ব্যবহারকারীরা টুইটারের হোম পেজটি লোড করতে না পারার অভিযোগ করেছেন । আজ রাত 8টা নাগাদ বিষয়টি শুরু হয় । জানা গিয়েছে, এই সোশাল মিডিয়া সাইটে ব্যবহারকারীদের ফিড রিফ্রেশ করার অনুমতি মিলছিল না । সমস্যাগুলি কেবল ওয়েব ভার্সনেই নয়, আইফোন এবং অ্যান্ড্রয়েডের টুইটার অ্যাপেও দেখা দিচ্ছিল ।

ডাউন ডিটেক্টর এমন একটি সাইট যা রিয়েল-টাইম স্ট্যাটাস এবং আউটেজের তথ্য সরবরাহ করে । ডাউন ডিটেক্টর অনুযায়ী, টুইটের নতুন ফ্রেশ ফিড দেখানোর পরিবর্তে এই মাইক্রো ব্লগিং সাইটে একটি পপ-আপ মেসেজ দেখাচ্ছে- "সামথিং ওয়েন্ট রং, ট্রাই এগেন ।"

দিল্লি, 28 অক্টোবর : বিভ্রাট টুইটারে । আজ সন্ধেয় ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের একাধিক ব্যবহারকারী টুইটার অ্যাকাউন্ট খুলতে গিয়ে সমস্যায় পড়েন ।

ডাউন ডিটেক্টর অনুযায়ী, ভারতীয় ব্যবহারকারীরা টুইটারের হোম পেজটি লোড করতে না পারার অভিযোগ করেছেন । আজ রাত 8টা নাগাদ বিষয়টি শুরু হয় । জানা গিয়েছে, এই সোশাল মিডিয়া সাইটে ব্যবহারকারীদের ফিড রিফ্রেশ করার অনুমতি মিলছিল না । সমস্যাগুলি কেবল ওয়েব ভার্সনেই নয়, আইফোন এবং অ্যান্ড্রয়েডের টুইটার অ্যাপেও দেখা দিচ্ছিল ।

ডাউন ডিটেক্টর এমন একটি সাইট যা রিয়েল-টাইম স্ট্যাটাস এবং আউটেজের তথ্য সরবরাহ করে । ডাউন ডিটেক্টর অনুযায়ী, টুইটের নতুন ফ্রেশ ফিড দেখানোর পরিবর্তে এই মাইক্রো ব্লগিং সাইটে একটি পপ-আপ মেসেজ দেখাচ্ছে- "সামথিং ওয়েন্ট রং, ট্রাই এগেন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.