ETV Bharat / bharat

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, পলাতক অভিযুক্ত শিক্ষক - delhi

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক টিউশন শিক্ষকের বিরুদ্ধে । এদিকে দিল্লিতে এক পৃথক ঘটনায় 14 বছর বয়সী মেঘালয়ের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ।

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, পলাতক অভিযুক্ত শিক্ষক
author img

By

Published : Aug 10, 2019, 3:26 PM IST

জয়পুর, 10 অগাস্ট : পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক টিউশন শিক্ষকের বিরুদ্ধে । ঘটনাটি রাজস্থানের ভালওয়ারির । পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক পলাতক । POCSO আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে । অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে ভালওয়ারি থানার পুলিশ ।

তদন্তকারী অফিসার চানারাম বলেন, "অভিযুক্ত ওই শিক্ষক টফির লোভ দেখিয়ে শিশুটিকে মন্দিরের পিছনে নিয়ে যায় । তার পর সে ধর্ষণ করে । নির্যাতিত শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন ।"

এদিকে দিল্লিতে এক পৃথক ঘটনায় 14 বছর বয়সী মেঘালয়ের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে । সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের নাম ভুপিন্দর সিং ও ওম প্রকাশ ।

জয়পুর, 10 অগাস্ট : পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক টিউশন শিক্ষকের বিরুদ্ধে । ঘটনাটি রাজস্থানের ভালওয়ারির । পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক পলাতক । POCSO আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে । অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে ভালওয়ারি থানার পুলিশ ।

তদন্তকারী অফিসার চানারাম বলেন, "অভিযুক্ত ওই শিক্ষক টফির লোভ দেখিয়ে শিশুটিকে মন্দিরের পিছনে নিয়ে যায় । তার পর সে ধর্ষণ করে । নির্যাতিত শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন ।"

এদিকে দিল্লিতে এক পৃথক ঘটনায় 14 বছর বয়সী মেঘালয়ের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে । সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের নাম ভুপিন্দর সিং ও ওম প্রকাশ ।

New Delhi, Aug 10 (ANI): Amid the growing voices within Congress to appoint a non-Gandhi and a democratically elected party president, United Progressive Alliance (UPA) chairperson Sonia Gandhi who took part in the Congress Working Committee (CWC) meeting on August 10, said that she and her son Rahul Gandhi won't be part of consultations to decide on next party chief. "Now consultation (to decide next party chief) is going on and naturally me and Rahul ji cannot be a part of it," the veteran Congress leader told reporters in Delhi after leaving the CWC meeting.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.