ETV Bharat / bharat

নির্ভয়া মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার

সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Feb 7, 2020, 12:59 PM IST

Updated : Feb 7, 2020, 1:44 PM IST

12:52 February 07

নির্ভয়া মামলায় পরবর্তী শুনানি 11 ফেব্রুয়ারি হবে ৷ জানাল সুপ্রিম কোর্ট ৷

দিল্লি, 7 ফেব্রুয়ারি : নির্ভয়া গণধর্ষণ মামলার পরবর্তী শুনানি হবে মঙ্গলবার ৷ আজ সুপ্রিম কোর্টে এই নির্দেশ দেওয়া হয় ৷ কারণ ওই দিন বেলা 2টোয় পাতিয়ালা হাউজ় কোর্টের সময়সীমা শেষ হচ্ছে ৷

গত বুধবার দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, সাতদিন সময় পাবে নির্ভয়া কাণ্ডের দোষীরা ৷ এই সময়ের মধ্যে যা যা আইনগত আবেদন করার তা করে নিতে হবে ৷ তার পর একদিনও বেশি সময় দেওয়া হবে না ৷

এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানাল, মঙ্গলবার সাতদিনের সময়সীমা শেষ হওয়ার পরই এই বিষয়ে পরবর্তী রায় শোনানো হবে ৷ বর্তমান পরিস্থিতি যা, তাতে দোষী পবন ছাড়া আর কারও কোনও আবেদন করার সুযোগ নেই ৷ কিন্তু, দোষীদের চারজনকেই একই সঙ্গে ফাঁসি দিতে হবে ৷ এই নিয়মের বেড়াজালেই আটকে রয়েছে যাবতীয় প্রক্রিয়া ৷

12:52 February 07

নির্ভয়া মামলায় পরবর্তী শুনানি 11 ফেব্রুয়ারি হবে ৷ জানাল সুপ্রিম কোর্ট ৷

দিল্লি, 7 ফেব্রুয়ারি : নির্ভয়া গণধর্ষণ মামলার পরবর্তী শুনানি হবে মঙ্গলবার ৷ আজ সুপ্রিম কোর্টে এই নির্দেশ দেওয়া হয় ৷ কারণ ওই দিন বেলা 2টোয় পাতিয়ালা হাউজ় কোর্টের সময়সীমা শেষ হচ্ছে ৷

গত বুধবার দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, সাতদিন সময় পাবে নির্ভয়া কাণ্ডের দোষীরা ৷ এই সময়ের মধ্যে যা যা আইনগত আবেদন করার তা করে নিতে হবে ৷ তার পর একদিনও বেশি সময় দেওয়া হবে না ৷

এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানাল, মঙ্গলবার সাতদিনের সময়সীমা শেষ হওয়ার পরই এই বিষয়ে পরবর্তী রায় শোনানো হবে ৷ বর্তমান পরিস্থিতি যা, তাতে দোষী পবন ছাড়া আর কারও কোনও আবেদন করার সুযোগ নেই ৷ কিন্তু, দোষীদের চারজনকেই একই সঙ্গে ফাঁসি দিতে হবে ৷ এই নিয়মের বেড়াজালেই আটকে রয়েছে যাবতীয় প্রক্রিয়া ৷


Burhanpur (Madhya Pradesh), Feb 07 (ANI): A student of Seva Sadan College in Madhya Pradesh's Burhanpur stabbed his female batchmate and jumped from the 3rd floor of the college building after stabbing himself. Both have been hospitalised in crucial situation. The incident took place on February 06. Police has started the investigation into the matter. A police official said, "We're investigating. The spot and CCTV footage are being examined. One team has visited the hospital."


Last Updated : Feb 7, 2020, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.