তিরুবনন্তপুরম, 26 জুলাই : শ্রীবারি দর্শন চালিয়ে যাওয়ার পক্ষেই তিরুমালা তিরুপতি দেবস্থানম (TTD) পরিচালনা কমিটি । এমনকী শুক্রবার অগাস্ট মাসে দর্শনের জন্য অনলাইনে টিকিটও প্রকাশ করেছে কমিটি ।
TTD-র প্রায় 140 জন কর্মী কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন । তাঁদের অর্ধেকেরও বেশি কোয়ারানটিন থেকে সদ্য ফিরেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন ।
তিরুমালায় কর্মীরা কোরোনায় আক্রান্ত হওয়ার পর কর্মকর্তারা তিরুপতিকেও কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেছিলেন । প্রভু বালাজি দর্শনের জন্য ভক্তদের আগমনও কম করা হয়েছে ।
যদিও প্রতিদিন 9 হাজারেরও বেশি টোকেন ভক্তরা নিয়ে যাচ্ছেন । তাঁদের অর্ধেকই দর্শনে যাচ্ছেন । গত কয়েকদিন ধরে একই পরিস্থিতি চলছে । শুক্রবার 4255 জন ভগবান ভেঙ্কটেশ্বর দর্শনের জন্য তিরুমালায় গিয়েছিলেন ।