ETV Bharat / bharat

"সত্যই আমার শক্তি", জামিন পেয়ে বললেন প্রিয়া - DILHI COURT

দিল্লি কোর্ট থেকে মানহানির মামলায় জামিন পেলের সাংবাদিক প্রিয়া রামানি।

এম জে আকবর
author img

By

Published : Feb 25, 2019, 1:17 PM IST

দিল্লি, ২৫ ফেব্রুয়ারি: দিল্লি কোর্ট থেকে মানহানির মামলায় জামিন পেলেন সাংবাদিক প্রিয়া রামানি। ৮ অক্টোবর সাংবাদিক প্রিয়া রামানি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ ছিল, ২৩ বছর আগে একটি হোটেলে তাঁকে যৌন হেনস্থা করেন আকবর। এরপর ২০১৮ সালের ১৭ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন আকবর। অভিযোগকারী প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি। মামলার পর প্রিয়া রামানিকে সমন পাঠান অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সমর বিশাল। তারপরেই প্রিয়া টুইট করেন, "আমাদের কথা বলার সময় এসেছে।"

এম জে আকবরের আইনজীবী গীতা লুথরা এবং আইনজীবী সন্দীপ কাপুর আদালতে বলেন, "মিথ্যা, হিংস্র এবং ভিত্তিহীন অভিযোগ এনে এমজে আকবরের সুনাম নষ্ট করেছেন প্রিয়া রামানি।"

আজ ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান প্রিয়া। এই মামলার পরবর্তী শুনানি হবে ১০ এপ্রিল। এবিষয়ে প্রিয়া সাংবাদিকদের বলেন, "এই মামলার পরবর্তী শুনানির দিন আমি আমার বক্তব্য আদলতে পেশ করব। সত্যই আমার শক্তি।"

দিল্লি, ২৫ ফেব্রুয়ারি: দিল্লি কোর্ট থেকে মানহানির মামলায় জামিন পেলেন সাংবাদিক প্রিয়া রামানি। ৮ অক্টোবর সাংবাদিক প্রিয়া রামানি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ ছিল, ২৩ বছর আগে একটি হোটেলে তাঁকে যৌন হেনস্থা করেন আকবর। এরপর ২০১৮ সালের ১৭ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন আকবর। অভিযোগকারী প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলা করেন তিনি। মামলার পর প্রিয়া রামানিকে সমন পাঠান অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সমর বিশাল। তারপরেই প্রিয়া টুইট করেন, "আমাদের কথা বলার সময় এসেছে।"

এম জে আকবরের আইনজীবী গীতা লুথরা এবং আইনজীবী সন্দীপ কাপুর আদালতে বলেন, "মিথ্যা, হিংস্র এবং ভিত্তিহীন অভিযোগ এনে এমজে আকবরের সুনাম নষ্ট করেছেন প্রিয়া রামানি।"

আজ ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান প্রিয়া। এই মামলার পরবর্তী শুনানি হবে ১০ এপ্রিল। এবিষয়ে প্রিয়া সাংবাদিকদের বলেন, "এই মামলার পরবর্তী শুনানির দিন আমি আমার বক্তব্য আদলতে পেশ করব। সত্যই আমার শক্তি।"


Chennai, (Tamil Nadu) Feb 19 (ANI): Union Railway Minister Piyush Goyal arrived at Chennai on Tuesday. Goyal, who is Bharatiya Janata Party (BJP) election-in-charge for Tamil Nadu, was accompanied by Union Minister of State for Finance and Shipping, Pon Radhakrishnan, state BJP president Tamilisai Soundararajan and General Secretary Vanathi Srinivasan. On the other hand Tamil Nadu Chief Minister K Palaniswami and O. Panneerselvam including other leaders from All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) reached at Crown plaza hotel. After the meeting with the AIADMK on February 14, which was held at late industrial Pollachi Mahalingam's residence this was the second round of alliance talk with AIADMK joint-coordinator and Chief Minister K Palaniswami.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.