ETV Bharat / bharat

"বিবেকামনম" থেকে "সুচিন", ভুল হিন্দিতে ট্রোলড ট্রাম্প

author img

By

Published : Feb 24, 2020, 10:11 PM IST

Updated : Feb 24, 2020, 11:10 PM IST

দু'দিনের সফরে আজ ভারতে এসেছেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প । সঙ্গে রয়েছেন মেয়ে ইভাঙ্কা ও জামাই জারেদ কুশনার । আজ মোতেরা ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনের পর সেখানে নমস্তে ট্রাম্পের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি । বিবেকানন্দর কথা উল্লেখ করতে দিয়ে তাঁকে বিবেকামনম বলে সম্মোধন করেন তিনি । চা-ওয়ালা শব্দকে চি-ওয়ালা বা বেদের প্রসঙ্গ টানতে গিয়ে ইংরেজিতে ভেদাসকে ভেসতাস বলে ফেললেন ট্রাম্প ।

Trump trolled
ট্রোল ট্রাম্প

দিল্লি, 24 ফেব্রুয়ারি : মোতেরায় অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণে ভুল উচ্চারণ । ভারত সফরের শুরুতেই ট্রোল হলেন সোশাল মিডিয়ায় । চা-ওয়ালা শব্দকে চি-ওয়ালা বা বেদের প্রসঙ্গ টানতে গিয়ে ইংরেজিতে ভেদাসকে ভেসতাস বলে ফেললেন ট্রাম্প । গুলিয়ে ফেললেন বিবেকানন্দ শব্দের উচ্চারণও ।

দু'দিনের সফরে আজ ভারতে এসেছেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প । সঙ্গে রয়েছেন মেয়ে ইভাঙ্কা ও জামাই জারেদ কুশনার । আজ মোতেরা ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনের পর সেখানে নমস্তে ট্রাম্পের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি । বিবেকানন্দর কথা উল্লেখ করতে দিয়ে তাঁকে বিবেকামনম বলে সম্মোধন করেন তিনি । এছাড়াও সচিন তেন্ডুকরকে সুচিন তেন্ডুলকর । শোলে সিনেমাকে শোজে বলেন তিনি । এই নিয়েই শুরু হয় বিতর্ক ।

স্বামী বিবেকানন্দর নাম উচ্চারণে সমস্যায় পড়ায় অনেকেই ট্রোল করে লিখছেন, ট্রাম্পের মুখ দিয়ে এই সব বিষয়ে বলানো কার বুদ্ধি ছিল । অনেকে আবার বলেছেন, ট্রাম্পের স্পিচ রাইটারদের এ প্লাস গ্রেড দেওয়া উচিত । কেউ কেউ বলেছেন, ট্রাম্প ভারতে আসার আগে অসাধারণ হোম ওয়ার্ক করেছেন ।

ট্রোলের মাঝেই যদিও অনেকে ট্রাম্পের হিন্দি বলার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।

দিল্লি, 24 ফেব্রুয়ারি : মোতেরায় অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণে ভুল উচ্চারণ । ভারত সফরের শুরুতেই ট্রোল হলেন সোশাল মিডিয়ায় । চা-ওয়ালা শব্দকে চি-ওয়ালা বা বেদের প্রসঙ্গ টানতে গিয়ে ইংরেজিতে ভেদাসকে ভেসতাস বলে ফেললেন ট্রাম্প । গুলিয়ে ফেললেন বিবেকানন্দ শব্দের উচ্চারণও ।

দু'দিনের সফরে আজ ভারতে এসেছেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প । সঙ্গে রয়েছেন মেয়ে ইভাঙ্কা ও জামাই জারেদ কুশনার । আজ মোতেরা ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনের পর সেখানে নমস্তে ট্রাম্পের অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি । বিবেকানন্দর কথা উল্লেখ করতে দিয়ে তাঁকে বিবেকামনম বলে সম্মোধন করেন তিনি । এছাড়াও সচিন তেন্ডুকরকে সুচিন তেন্ডুলকর । শোলে সিনেমাকে শোজে বলেন তিনি । এই নিয়েই শুরু হয় বিতর্ক ।

স্বামী বিবেকানন্দর নাম উচ্চারণে সমস্যায় পড়ায় অনেকেই ট্রোল করে লিখছেন, ট্রাম্পের মুখ দিয়ে এই সব বিষয়ে বলানো কার বুদ্ধি ছিল । অনেকে আবার বলেছেন, ট্রাম্পের স্পিচ রাইটারদের এ প্লাস গ্রেড দেওয়া উচিত । কেউ কেউ বলেছেন, ট্রাম্প ভারতে আসার আগে অসাধারণ হোম ওয়ার্ক করেছেন ।

ট্রোলের মাঝেই যদিও অনেকে ট্রাম্পের হিন্দি বলার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।

Last Updated : Feb 24, 2020, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.