ETV Bharat / bharat

অপহৃত TRS নেতার মৃতদেহ উদ্ধার ছত্তিশগড়ে

author img

By

Published : Jul 13, 2019, 5:22 AM IST

অপহৃত TRS নেতা নাল্লুরি শ্রীনিবাস রাওয়ের মৃতদেহ উদ্ধার হল ছত্তিশগড়ের সুকমার পুত্তাপাড়ু গ্রাম থেকে । তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ ।

নাল্লুরি শ্রীনিবাস রাও

সুকমা(ছত্তিশগড়), 13 জুলাই : তিনদিন আগে অপহরণ করেছিল মাওবাদীরা । আর গতকাল উদ্ধার হল TRS নেতা নাল্লুরি শ্রীনিবাস রাওয়ের মৃতদেহ । ছত্তিশগড়ের সুকমার পুত্তাপাড়ু গ্রাম থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ।

45 বছর বয়সি শ্রীনিবাস রাওকে তেলাঙ্গানার কোঠুর গ্রাম থেকে অপহরণ করে মাওবাদীরা।

ভদ্রচালমের অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ চন্দ্র বলেন, "ছত্তিশগড়ের ইরামপাড়ু থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে । তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখছি।"

কীভাবে তাঁকে অপহরণ করা হয়েছিল ? রাওয়ের স্ত্রী দুর্গা বলেন, 10-15 জন এসে তাঁর স্বামীকে বাড়ির বাইরে নিয়ে যান। তাদের কাছে অস্ত্র ও লাঠি ছিল। আবেদন করলেও তাঁর স্বামীকে তারা ছাড়েনি বলে জানিয়েছেন তিনি।

সুকমা(ছত্তিশগড়), 13 জুলাই : তিনদিন আগে অপহরণ করেছিল মাওবাদীরা । আর গতকাল উদ্ধার হল TRS নেতা নাল্লুরি শ্রীনিবাস রাওয়ের মৃতদেহ । ছত্তিশগড়ের সুকমার পুত্তাপাড়ু গ্রাম থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ।

45 বছর বয়সি শ্রীনিবাস রাওকে তেলাঙ্গানার কোঠুর গ্রাম থেকে অপহরণ করে মাওবাদীরা।

ভদ্রচালমের অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ চন্দ্র বলেন, "ছত্তিশগড়ের ইরামপাড়ু থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে । তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখছি।"

কীভাবে তাঁকে অপহরণ করা হয়েছিল ? রাওয়ের স্ত্রী দুর্গা বলেন, 10-15 জন এসে তাঁর স্বামীকে বাড়ির বাইরে নিয়ে যান। তাদের কাছে অস্ত্র ও লাঠি ছিল। আবেদন করলেও তাঁর স্বামীকে তারা ছাড়েনি বলে জানিয়েছেন তিনি।

Srinagar (J-K), July 12 (ANI): Authorities organized legal services and medical camp for senior citizens of Kashmir valley. The camp was organized by District Legal Services Authority (DLSA) Srinagar in collaboration with medical department to offer services to Senior Citizens which include legal Aid, Dental, ophthalmology and physiotherapy consultation. Besides, they were apprised about and assisted to apply for various relevant social welfare schemes. The camp was organized at Ahata Waqar a day-care and recreation centre setup recently by state government for senior citizens in Srinagar. The camp was attended by officials from the judiciary, social welfare department and health department and senior citizens. Senior citizens appreciated this step taken by the authorities as it will help them in many ways.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.