ETV Bharat / bharat

COVID 19 : স্বাস্থ্যকর্মীদের সাহায্যের জন্য রোবট তৈরি ত্রিপুরার অধ্যাপকের

স্বাস্থ্যকর্মীদের সাহায্যের জন্য রোবট বানালেন ত্রিপুরার এক অধ্যাপক । কোরোনা হাসপাতালগুলিতে প্রয়োজন মতো এই রোবটকে ব্যবহার করতে পারবেন চিকিৎসকরা ।

tripura
tripura
author img

By

Published : Jun 11, 2020, 2:58 PM IST

আগরতলা (ত্রিপুরা), 11জুন : কোরোনা হাসপাতালগুলিতে চিকিৎসকদের সাহায্যের জন্য রোবট তৈরি করলেন ত্রিপুরার এক অধ্যাপক । রোবটটির নাম দিয়েছেন, ‘COVID-19 ওয়ারবোট’ । এই রোবটটি কোনওরকম সংস্পর্শ ছাড়াই কোরোনা সংক্রমিত রোগীর কাছে খাবার, জল এবং ওষুধ পৌঁছে দিতে পারবে ।

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড পলিমার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হরজিৎ নাথ । রোবটটি তৈরি করে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের সাহায্য করতে চান তিনি । হরজিৎ বলেন, “এই রোবটটিতে চারটে চাকা আছে । আমার বাড়িতে থাকা সামগ্রী দিয়েই আমি এই রোবটটি বানিয়েছি । স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত এবং নিরাপদ রাখাই রোবট বানানোর প্রধান লক্ষ্য । বিশেষত, যে চিকিৎসক এবং নার্সরা COVID-19 হাসপাতালে কাজ করছেন ।”

অনেকে ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের সাহায্যের জন্য রোবট বানিয়েছেন । এই রোবটটি জলের বোতল, ওষুধ এবং খাবারের প্যাকেট প্রয়োজন মতো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে পারে বলে জানান হরজিৎ ।

COVID-19 ওয়ারবোট তৈরি করতে হরজিতের দুই সপ্তাহ সময় লেগেছে । খরচ হয়েছে প্রায় 25,000 টাকা । তিনটি মোটর, রিচার্জবেল ব্যাটারি, ট্রান্সমিটার, রিসিভার এবং USB আউটপুট রোবটটি তৈরি করতে ব্যবহার করেছেন হরজিৎ ।

প্রায় 15 কেজি দ্রব্য বহন করতে পারে COVID-19 ওয়ারবোট । মোবাইল ফোন বা কম্পিউটার থেকে একে অপারেট করা যাবে । 15-20 মিটার দূরত্বে কাজ করবে রোবটটি । একবার চার্জ করলে প্রায় এক ঘণ্টা কাজ করবে ।

COVID-19 ওয়ারবোট-কে রাজ্য সরকারের হাতে তুলে দেবেন হরজিৎ । ফলে COVID-19 হাসপাতালগুলিতে এই রোবর্ট ব্যবহার করতে পারবে ত্রিপুরা সরকার বলে জানান হরজিৎ ।

আগরতলা (ত্রিপুরা), 11জুন : কোরোনা হাসপাতালগুলিতে চিকিৎসকদের সাহায্যের জন্য রোবট তৈরি করলেন ত্রিপুরার এক অধ্যাপক । রোবটটির নাম দিয়েছেন, ‘COVID-19 ওয়ারবোট’ । এই রোবটটি কোনওরকম সংস্পর্শ ছাড়াই কোরোনা সংক্রমিত রোগীর কাছে খাবার, জল এবং ওষুধ পৌঁছে দিতে পারবে ।

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড পলিমার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হরজিৎ নাথ । রোবটটি তৈরি করে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের সাহায্য করতে চান তিনি । হরজিৎ বলেন, “এই রোবটটিতে চারটে চাকা আছে । আমার বাড়িতে থাকা সামগ্রী দিয়েই আমি এই রোবটটি বানিয়েছি । স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত এবং নিরাপদ রাখাই রোবট বানানোর প্রধান লক্ষ্য । বিশেষত, যে চিকিৎসক এবং নার্সরা COVID-19 হাসপাতালে কাজ করছেন ।”

অনেকে ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীদের সাহায্যের জন্য রোবট বানিয়েছেন । এই রোবটটি জলের বোতল, ওষুধ এবং খাবারের প্যাকেট প্রয়োজন মতো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে পারে বলে জানান হরজিৎ ।

COVID-19 ওয়ারবোট তৈরি করতে হরজিতের দুই সপ্তাহ সময় লেগেছে । খরচ হয়েছে প্রায় 25,000 টাকা । তিনটি মোটর, রিচার্জবেল ব্যাটারি, ট্রান্সমিটার, রিসিভার এবং USB আউটপুট রোবটটি তৈরি করতে ব্যবহার করেছেন হরজিৎ ।

প্রায় 15 কেজি দ্রব্য বহন করতে পারে COVID-19 ওয়ারবোট । মোবাইল ফোন বা কম্পিউটার থেকে একে অপারেট করা যাবে । 15-20 মিটার দূরত্বে কাজ করবে রোবটটি । একবার চার্জ করলে প্রায় এক ঘণ্টা কাজ করবে ।

COVID-19 ওয়ারবোট-কে রাজ্য সরকারের হাতে তুলে দেবেন হরজিৎ । ফলে COVID-19 হাসপাতালগুলিতে এই রোবর্ট ব্যবহার করতে পারবে ত্রিপুরা সরকার বলে জানান হরজিৎ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.