ETV Bharat / bharat

কর্নাটকে বিধায়কদের অপহরণের অভিযোগে লোকসভায় মুলতুবি প্রস্তাব তৃণমূলের - Lok Sabha

কর্নাটকে বিধায়কদের অপহরণ করা হয়েছে । এই অভিযোগ তুলে লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দিলেন সৌগত রায় ।

লোকসভা
author img

By

Published : Jul 19, 2019, 3:32 PM IST

দিল্লি,19 জুলাই : কর্নাটকে বিধায়কদের অপহরণের অভিযোগ তুলে আজ লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দিলেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায় । সেরাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কংগ্রেসের এক সাংসদও লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দেন ।

গত দু'সপ্তাহে কর্নাটকে জোট সরকারের মোট 16 জন বিধায়ক ইস্তফা দেন । এর মধ্যে কংগ্রেসের 13 জন ও JDS-র তিনজন । আবার দু'জন নির্দল বিধায়ক জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছেন । 16 জনের ইস্তফা গৃহীত হলে তাহলে 225 আসন বিশিষ্ট বিধানসভায় জোটের ম্যাজিক ফিগার হবে 105 । আবার জোটের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াবে 100 । অন্যদিকে দুই নির্দল বিধায়কেরও সমর্থন সহ BJP-র হাতে আছে 107 জন বিধায়ক । বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা মুম্বইয়ের হোটেলে ছিলেন । এনিয়ে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, কর্নাটকে জোট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য জনতা দল সেকুলার-কংগ্রেস বিধায়কদের আটকে রাখা হয়েছে । একটি নির্বাচিত সরকারকে "অস্থির" করা হচ্ছে । যদিও এই অভিযোগ অস্বীকার করে BJP ।

এই সংক্রান্ত আরও খবর : রাজ্যপালের দেওয়া সময়সীমায় হল না আস্থাভোট, 3টে পর্যন্ত মুলতুবি বিধানসভা

এর মধ্যে, বুধবার সুপ্রিম কোর্ট রায় দেয়, বিক্ষুব্ধ বিধায়কদের আস্থাভোটে যোগ দেওয়ার জন্য বাধ্য করা যাবে না । BJP-র দাবি, এর ফলে তাদের হাত মজবুত হল । কিন্তু, গতকাল তুমুল হট্টগোলের জেরে বিধানসভার অধিবেশন মুলতুবি হয়ে যায় । ফলে আস্থাভোট হয়নি । আজও সেই নাটক অব্যাহত । ইতিমধ্যে লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দেয় তৃণমূল ও কংগ্রেস ।

এই সংক্রান্ত আরও খবর : কর্নাটকে আস্থা ভোট আজ, বিধানসভায় রাত কাটিয়ে প্রাতঃভ্রমণে BJP বিধায়করা

উল্লেখ্য, লোকসভায় মুলতুবি প্রস্তাব গৃহীত হলে দৈনন্দিন বিষয় সরিয়ে রেখে জনস্বার্থে গুরুত্বপূর্ণ কোনও নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় ।

দিল্লি,19 জুলাই : কর্নাটকে বিধায়কদের অপহরণের অভিযোগ তুলে আজ লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দিলেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায় । সেরাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কংগ্রেসের এক সাংসদও লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দেন ।

গত দু'সপ্তাহে কর্নাটকে জোট সরকারের মোট 16 জন বিধায়ক ইস্তফা দেন । এর মধ্যে কংগ্রেসের 13 জন ও JDS-র তিনজন । আবার দু'জন নির্দল বিধায়ক জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহার করেছেন । 16 জনের ইস্তফা গৃহীত হলে তাহলে 225 আসন বিশিষ্ট বিধানসভায় জোটের ম্যাজিক ফিগার হবে 105 । আবার জোটের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াবে 100 । অন্যদিকে দুই নির্দল বিধায়কেরও সমর্থন সহ BJP-র হাতে আছে 107 জন বিধায়ক । বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করা মুম্বইয়ের হোটেলে ছিলেন । এনিয়ে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, কর্নাটকে জোট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য জনতা দল সেকুলার-কংগ্রেস বিধায়কদের আটকে রাখা হয়েছে । একটি নির্বাচিত সরকারকে "অস্থির" করা হচ্ছে । যদিও এই অভিযোগ অস্বীকার করে BJP ।

এই সংক্রান্ত আরও খবর : রাজ্যপালের দেওয়া সময়সীমায় হল না আস্থাভোট, 3টে পর্যন্ত মুলতুবি বিধানসভা

এর মধ্যে, বুধবার সুপ্রিম কোর্ট রায় দেয়, বিক্ষুব্ধ বিধায়কদের আস্থাভোটে যোগ দেওয়ার জন্য বাধ্য করা যাবে না । BJP-র দাবি, এর ফলে তাদের হাত মজবুত হল । কিন্তু, গতকাল তুমুল হট্টগোলের জেরে বিধানসভার অধিবেশন মুলতুবি হয়ে যায় । ফলে আস্থাভোট হয়নি । আজও সেই নাটক অব্যাহত । ইতিমধ্যে লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দেয় তৃণমূল ও কংগ্রেস ।

এই সংক্রান্ত আরও খবর : কর্নাটকে আস্থা ভোট আজ, বিধানসভায় রাত কাটিয়ে প্রাতঃভ্রমণে BJP বিধায়করা

উল্লেখ্য, লোকসভায় মুলতুবি প্রস্তাব গৃহীত হলে দৈনন্দিন বিষয় সরিয়ে রেখে জনস্বার্থে গুরুত্বপূর্ণ কোনও নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় ।

Mumbai, July 19 (ANI): Karnataka Police accompanied by Mumbai Police arrived at St. George Hospital to meet the Karnataka Congress MLA Shrimant Patil, who was admitted there following the chest pain. On Thursday, the Karnataka Congress had claimed the BJP has "abducted" its MLA Shrimant Patil, ahead of the trust vote of Chief Minister HD Kumaraswamy -led government. However, the legislator had denied the saying and said that he was in Mumbai for treatment and would return to Bengaluru only after recovering completely
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.