ETV Bharat / bharat

'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান, পরবর্তী শুনানি 28 এপ্রিল পর্যন্ত স্থগিত

কর্নাটক হাইকোর্টে শুরু হল 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন কাশ্মীরি যুবকের জামিনের আবেদনের শুনানি৷ ধৃতরা বিশ্বাসঘাতকতা করেছে একথা বলা যায় না, এমনই জানানো হয়েছে হাইকোর্টের তরফে৷ মামলার শুনানি আগামী 28 এপ্রিল পর্যন্ত স্থগিত রেখেছে কর্নাাচক হাইকোর্ট৷

author img

By

Published : Apr 19, 2020, 4:12 PM IST

'Pakistan Jindabad'... Trial of sedition case of Hubli adjourned to April 24
'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ার মামলা আগামী 28 এপ্রিল পর্যন্ত স্থগিত

বেঙ্গালুরু, 19 এপ্রিলঃ 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয় তিন কাশ্মীরি পড়ুয়া ৷ তাদের জামিনের আবেদনের শুনানি শুরু হল কর্নাটক হাইকোর্টে ৷ ধৃতরা বিশ্বাসঘাতকতা করেছে একথা বলা যায় না, এমনই জানানো হল হাইকোর্টের তরফে ৷ মামলার শুনানি আগামী 28 এপ্রিল পর্যন্ত স্থগিত রেখেছে কর্নাটক হাইকোর্ট ৷

'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ার অভিযোগে হুবলি থেকে গ্রেপ্তার করা হয় বসিত আশিক সোফি, তালিব মাজিদ ও আমির মোহিদেনওয়ানি নামে তিন পড়ুয়াকে ৷

মামলা পর্যালোচনা করার পর হাইকোর্টের তরফে বলা হয়, সেখানে কোনও প্রমাণ পাওয়া যায়নি যার ভিত্তিতে অভিযুক্তদের বিশ্বাসঘাতকতা করার জন্য দোষী বলা যায় ৷

অপরদিকে, অভিযুক্ত পড়ুয়ারা কেন্দ্র সরকারের বৃত্তি পায় ৷ এবিষয়টি সরকারি আইনজীবীরা আদালতের নজরে আনেন ৷ মামলার শুনানির সময়ও এই বিষয়ে বিচারক নজর না দেওয়ার হতবাক সরকারি আইনজীবীরা ৷

এবিষয়ে তাঁরা বলেন, বিচারক বিষয়টিতে নজর না দেওয়ায় আমরা স্তম্ভিত ৷ এপ্রসঙ্গে হাইকোর্টের তরফে বলা হয়, আগের রেকর্ড দেখেই নিশ্চয়ই কেন্দ্র সরকারের তরফে ওই ছাত্রদের স্কলারশিপ দেওয়া হয়েছিল ৷ সবমিলে মামলার পরবর্তী শুনানি আগামী 28 এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে ৷

বেঙ্গালুরু, 19 এপ্রিলঃ 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয় তিন কাশ্মীরি পড়ুয়া ৷ তাদের জামিনের আবেদনের শুনানি শুরু হল কর্নাটক হাইকোর্টে ৷ ধৃতরা বিশ্বাসঘাতকতা করেছে একথা বলা যায় না, এমনই জানানো হল হাইকোর্টের তরফে ৷ মামলার শুনানি আগামী 28 এপ্রিল পর্যন্ত স্থগিত রেখেছে কর্নাটক হাইকোর্ট ৷

'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ার অভিযোগে হুবলি থেকে গ্রেপ্তার করা হয় বসিত আশিক সোফি, তালিব মাজিদ ও আমির মোহিদেনওয়ানি নামে তিন পড়ুয়াকে ৷

মামলা পর্যালোচনা করার পর হাইকোর্টের তরফে বলা হয়, সেখানে কোনও প্রমাণ পাওয়া যায়নি যার ভিত্তিতে অভিযুক্তদের বিশ্বাসঘাতকতা করার জন্য দোষী বলা যায় ৷

অপরদিকে, অভিযুক্ত পড়ুয়ারা কেন্দ্র সরকারের বৃত্তি পায় ৷ এবিষয়টি সরকারি আইনজীবীরা আদালতের নজরে আনেন ৷ মামলার শুনানির সময়ও এই বিষয়ে বিচারক নজর না দেওয়ার হতবাক সরকারি আইনজীবীরা ৷

এবিষয়ে তাঁরা বলেন, বিচারক বিষয়টিতে নজর না দেওয়ায় আমরা স্তম্ভিত ৷ এপ্রসঙ্গে হাইকোর্টের তরফে বলা হয়, আগের রেকর্ড দেখেই নিশ্চয়ই কেন্দ্র সরকারের তরফে ওই ছাত্রদের স্কলারশিপ দেওয়া হয়েছিল ৷ সবমিলে মামলার পরবর্তী শুনানি আগামী 28 এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.