ETV Bharat / bharat

'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান, পরবর্তী শুনানি 28 এপ্রিল পর্যন্ত স্থগিত - 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ার মামলা আগামী 28 এপ্রিল পর্যন্ত স্থগিত

কর্নাটক হাইকোর্টে শুরু হল 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া তিন কাশ্মীরি যুবকের জামিনের আবেদনের শুনানি৷ ধৃতরা বিশ্বাসঘাতকতা করেছে একথা বলা যায় না, এমনই জানানো হয়েছে হাইকোর্টের তরফে৷ মামলার শুনানি আগামী 28 এপ্রিল পর্যন্ত স্থগিত রেখেছে কর্নাাচক হাইকোর্ট৷

'Pakistan Jindabad'... Trial of sedition case of Hubli adjourned to April 24
'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ার মামলা আগামী 28 এপ্রিল পর্যন্ত স্থগিত
author img

By

Published : Apr 19, 2020, 4:12 PM IST

বেঙ্গালুরু, 19 এপ্রিলঃ 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয় তিন কাশ্মীরি পড়ুয়া ৷ তাদের জামিনের আবেদনের শুনানি শুরু হল কর্নাটক হাইকোর্টে ৷ ধৃতরা বিশ্বাসঘাতকতা করেছে একথা বলা যায় না, এমনই জানানো হল হাইকোর্টের তরফে ৷ মামলার শুনানি আগামী 28 এপ্রিল পর্যন্ত স্থগিত রেখেছে কর্নাটক হাইকোর্ট ৷

'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ার অভিযোগে হুবলি থেকে গ্রেপ্তার করা হয় বসিত আশিক সোফি, তালিব মাজিদ ও আমির মোহিদেনওয়ানি নামে তিন পড়ুয়াকে ৷

মামলা পর্যালোচনা করার পর হাইকোর্টের তরফে বলা হয়, সেখানে কোনও প্রমাণ পাওয়া যায়নি যার ভিত্তিতে অভিযুক্তদের বিশ্বাসঘাতকতা করার জন্য দোষী বলা যায় ৷

অপরদিকে, অভিযুক্ত পড়ুয়ারা কেন্দ্র সরকারের বৃত্তি পায় ৷ এবিষয়টি সরকারি আইনজীবীরা আদালতের নজরে আনেন ৷ মামলার শুনানির সময়ও এই বিষয়ে বিচারক নজর না দেওয়ার হতবাক সরকারি আইনজীবীরা ৷

এবিষয়ে তাঁরা বলেন, বিচারক বিষয়টিতে নজর না দেওয়ায় আমরা স্তম্ভিত ৷ এপ্রসঙ্গে হাইকোর্টের তরফে বলা হয়, আগের রেকর্ড দেখেই নিশ্চয়ই কেন্দ্র সরকারের তরফে ওই ছাত্রদের স্কলারশিপ দেওয়া হয়েছিল ৷ সবমিলে মামলার পরবর্তী শুনানি আগামী 28 এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে ৷

বেঙ্গালুরু, 19 এপ্রিলঃ 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয় তিন কাশ্মীরি পড়ুয়া ৷ তাদের জামিনের আবেদনের শুনানি শুরু হল কর্নাটক হাইকোর্টে ৷ ধৃতরা বিশ্বাসঘাতকতা করেছে একথা বলা যায় না, এমনই জানানো হল হাইকোর্টের তরফে ৷ মামলার শুনানি আগামী 28 এপ্রিল পর্যন্ত স্থগিত রেখেছে কর্নাটক হাইকোর্ট ৷

'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়ার অভিযোগে হুবলি থেকে গ্রেপ্তার করা হয় বসিত আশিক সোফি, তালিব মাজিদ ও আমির মোহিদেনওয়ানি নামে তিন পড়ুয়াকে ৷

মামলা পর্যালোচনা করার পর হাইকোর্টের তরফে বলা হয়, সেখানে কোনও প্রমাণ পাওয়া যায়নি যার ভিত্তিতে অভিযুক্তদের বিশ্বাসঘাতকতা করার জন্য দোষী বলা যায় ৷

অপরদিকে, অভিযুক্ত পড়ুয়ারা কেন্দ্র সরকারের বৃত্তি পায় ৷ এবিষয়টি সরকারি আইনজীবীরা আদালতের নজরে আনেন ৷ মামলার শুনানির সময়ও এই বিষয়ে বিচারক নজর না দেওয়ার হতবাক সরকারি আইনজীবীরা ৷

এবিষয়ে তাঁরা বলেন, বিচারক বিষয়টিতে নজর না দেওয়ায় আমরা স্তম্ভিত ৷ এপ্রসঙ্গে হাইকোর্টের তরফে বলা হয়, আগের রেকর্ড দেখেই নিশ্চয়ই কেন্দ্র সরকারের তরফে ওই ছাত্রদের স্কলারশিপ দেওয়া হয়েছিল ৷ সবমিলে মামলার পরবর্তী শুনানি আগামী 28 এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.