হায়দরাবাদ, 3 জুলাই : কোরোনা আক্রান্তদেরহাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগে উল্লেখযোগ্যভাবে কমেছে মৃত্যুর হার । এমনটাই দাবিহেনরি ফোর্ড হেল্থ সিস্টেমের গবেষকদের ।
সিস্টেমেরছ'টিহাসপাতালে 10 মার্চথেকে 22 মে-এরমধ্যে ভরতি 2,541 জনকোরোনা আক্রান্তের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ করাহয়েছে এমন রোগীদের মধ্যে 13%-এরমৃত্যু হয়েছে । সেখানে হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ করা হয়নি এমন রোগীদের মধ্যেমৃত্যুর হার 26.4% ।হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া এমন কোনও রোগীরই হৃদরোগের গুরুতর সমস্যা হয়নি । এরমধ্যে 82% রোগীকেহাসপাতালের সংক্রামক ব্যাধি বিভাগে ভরতির 24 ঘন্টার মধ্যে এবং 91% রোগীকে 48 ঘন্টার মধ্যে হাইড্রক্সিক্লোরোকুইনদেওয়া হয় । প্রত্যেকেরই বয়স ছিল 18 থেকে 64-র মধ্যে ।
হেনরিফোর্ড এপিডেমিওলজিস্ট সামিয়া আরশাদের সঙ্গে যুগ্মভাবে এই গবেষণা করেছেন হেনরিফোর্ড হেল্থ সিস্টেমের সংক্রামক রোগ বিভাগের প্রধান মার্কাস জ়ারভোস । মার্কাসজ়ারভোস বলেন, গবেষণায়উঠে আসা প্রতিটি তথ্য অত্যন্ত বিশ্লেষণ ও পর্যালোচনা করা হয়েছে । উল্লেখ্য, শুধু অ্যাজ়িথ্রোমাইসিন বাহাইড্রক্সিক্লোরোকুইন এবং অ্যাজ়িথ্রোমাইসিনের সংমিশ্রিত ওষুধ প্রয়োগ করা রোগীদেরক্ষেত্রে কিছুটা ভালো ফলও দেখা গেছে গবেষণায় ।
সামগ্রিকভাবে, গবেষণায় হাসপাতালের সিস্টেমেররোগীমৃত্যুর হার 18.1% ।চিকিৎসা নির্বিশেষে, মৃত্যুরহার সর্বোচ্চ ছিল :
65 বছরেরওবেশি বয়সী রোগীর ক্ষেত্রে;
রোগীরঅক্সিজেনের মাত্রা হ্রাস পেয়েছে এমন ক্ষেত্রে;
ICU-তেভরতি করা প্রয়োজন এমন রোগীর ক্ষেত্রে ।
সাধারণত মৃৃৃতদের বেশিরভাগেরইদীর্ঘদিন ধরে কিডনি এবং ফুসফুসের রোগ সহ গুরুতর রোগ ছিল, 88% শ্বাস-প্রশ্বাসের সমস্যায় মারা যায় ।