ETV Bharat / bharat

ঝাড়খণ্ডে বিস্ফোরণে বেলাইন মালগড়ি

রাঁচির কাছে খালারিতে রেললাইনে বিস্ফোরণে বেলাইন হল মালগাড়ি। এর জেরে রাই-খালারি রুটে ২৩টি ওয়াগনের মালগাড়ি বেলাইন হয়। দুর্ঘটনায় ইঞ্জিনের চালক এবং গার্ড গুরুতর জখম। ঘটনার পিছনে মাওবাদীদের হাত আছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

ঝাড়খণ্ডে বিস্ফোরণে বেলাইন মালগড়ি
author img

By

Published : Feb 19, 2019, 1:34 PM IST

রাঁচি, ১৯ ফেব্রুয়ারি : রাঁচির কাছে খালারিতে রেললাইনে বিস্ফোরণে বেলাইন হল মালগাড়ি। ধানবাদ জ়োনের রাই ও খালারি স্টেশনের মাঝে বিস্ফোরণটি হয়। এর জেরে রাই-খালারি রুটে ২৩টি ওয়াগনের মালগাড়ি বেলাইন হয়। দুর্ঘটনায় ইঞ্জিনের চালক এবং গার্ড গুরুতর জখম। ঘটনার পিছনে মাওবাদীদের হাত আছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

rail acc
বিস্ফোরণে বেলাইন হল মালগাড়ি
undefined

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ট্রেনটি কয়লা বহন করছিল। ধানবাদ রেল জ়োনের তরফ থেকে জানানো হয়েছে বিস্ফোরণের কারণে আপাতত রেল চলাচল ব্যহত। ট্র্যাকটি মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ৪৮ ঘণ্টা লাগবে। রেল আধাকারিকরা বলছেন, মালগাড়ির বদলে যদি প্যাসেঞ্জর ট্রেন বিস্ফোরণের কবলে পরত তাহলে অনেক প্রাণহানী ঘটতে পারত।

rail acc
২৩টি ওয়াগনের মালগাড়ি বেলাইন
undefined

এই দুর্ঘটনার কারণে দিল্লি থেকে রাঁচিগামী গরিবরথ এক্সপ্রেস ও জম্মুতওয়াই এক্সপ্রেসটির রুট বদল করে গন্তব্যে পাঠানো হয়েছে। অন্যান্য ট্রেনের চলাচলও প্রভাবিত হয়েছে।

রাঁচি, ১৯ ফেব্রুয়ারি : রাঁচির কাছে খালারিতে রেললাইনে বিস্ফোরণে বেলাইন হল মালগাড়ি। ধানবাদ জ়োনের রাই ও খালারি স্টেশনের মাঝে বিস্ফোরণটি হয়। এর জেরে রাই-খালারি রুটে ২৩টি ওয়াগনের মালগাড়ি বেলাইন হয়। দুর্ঘটনায় ইঞ্জিনের চালক এবং গার্ড গুরুতর জখম। ঘটনার পিছনে মাওবাদীদের হাত আছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

rail acc
বিস্ফোরণে বেলাইন হল মালগাড়ি
undefined

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ট্রেনটি কয়লা বহন করছিল। ধানবাদ রেল জ়োনের তরফ থেকে জানানো হয়েছে বিস্ফোরণের কারণে আপাতত রেল চলাচল ব্যহত। ট্র্যাকটি মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ৪৮ ঘণ্টা লাগবে। রেল আধাকারিকরা বলছেন, মালগাড়ির বদলে যদি প্যাসেঞ্জর ট্রেন বিস্ফোরণের কবলে পরত তাহলে অনেক প্রাণহানী ঘটতে পারত।

rail acc
২৩টি ওয়াগনের মালগাড়ি বেলাইন
undefined

এই দুর্ঘটনার কারণে দিল্লি থেকে রাঁচিগামী গরিবরথ এক্সপ্রেস ও জম্মুতওয়াই এক্সপ্রেসটির রুট বদল করে গন্তব্যে পাঠানো হয়েছে। অন্যান্য ট্রেনের চলাচলও প্রভাবিত হয়েছে।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.