ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা - COVID 19 Update India

এই মুহূর্তের বাছাই করা দশটি খবর একনজরে ।

Top news
দিনের সেরা খবর
author img

By

Published : Jun 12, 2020, 5:08 PM IST

1. আজই রাজ্যে ঢুকছে বর্ষা, জলমগ্ন কলকাতার একাধিক এলাকা

দোরগোড়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু । আর কয়েকঘণ্টার মধ্যেই রাজ্যে প্রবেশ করবে । এর জেরে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের একাধিক জেলায় । বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টি চলছে কলকাতায় । জলমগ্ন একাধিক এলাকা ।

2. সামাজিক দূরত্ব মেনে কোরোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলা গড়ার ডাক মমতার

রাজ্য়ের ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে টুইট বার্তা মুখ্যমন্ত্রীর । ভিড় এড়িয়ে চলার পাশাপাশি বেসরকারি কর্মীদের বাড়িতে থেকে কাজ করার পরামর্শ দিলেন তিনি ।

3. দেশে একদিনেই কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 10 হাজার

দিনে 8 হাজার, 9 হাজার, সাড়ে 9 হাজারের মধ্যে ঘোরাফেরা করছিল কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ এবার সেই সংখ্যা পেরিয়ে গেল 10 হাজার ৷ গতকাল দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 10 হাজার 995 জন ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে তরফে আজ এই তথ্য জানানো হয় ৷

4. প্রয়াত বিধায়ক অবনীমোহন জোয়ারদার

অসুস্থ ছিলেন বেশ কয়েকবছর ধরে । আজ ভোর 4 টে নাগাদ সল্টলেকের বাড়িতে মৃত্যু হয় প্রাক্তন কারা মন্ত্রী অবনীমোহন জোয়ারদারের ।

5. কলুটোলায় ব্যাগের গোডাউনে আগুন, পরে নিয়ন্ত্রণে

কলুটোলা এলাকার একটি বহুতলে আগুন । বহুতলটির ব্যাগের গোডাউনে আগুন লাগে বলে জানা গেছে । দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ।

6 মাসের মধ্যে সমস্ত পঞ্চায়েত দখল করব : জ্যোতিপ্রিয় মল্লিক

পঞ্চায়েত ভোটে 15 টি আসন পেয়ে বাগদার সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েত দখল করেছিল BJP । সেখানে তৃণমূলের আসন ছিল 11 টি । দু'দিন ধরে ওই পঞ্চায়েতের তিনজন BJP সদস্য তৃণমূলে যোগ দেয় । ফলে সংখ্যা গরিষ্ঠতার হিসেবে ওই পঞ্চায়েতের দখল নেওয়ার পর ছয় মাসের মধ্যে সব পঞ্চায়েত দখল করার হুঁশিয়ারি দেন জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।

7. এবার UK-কে ছাপিয়ে কোরোনা আক্রান্তের সংখ্যায় চতুর্থ স্থানে ভারত

দেশে ব্যাপকহারে বাড়ছে কোরোনার সংক্রমণ ৷ অ্যামেরিকা, রাশিয়া ও ব্রাজ়িলের পর এবার সংক্রমণের নিরিখে চার নম্বরে উঠে ভারত ৷

8. কোরোনা আক্রান্ত মহারাষ্ট্রের মন্ত্রী ধনঞ্জয় মুণ্ডে

এই নিয়ে মহারাষ্ট্রে তৃতীয় কোনও মন্ত্রী কোরোনায় আক্রান্ত হলেন । পাশাপাশি তাঁর ব্যক্তিগত সহকারি ও দপ্তরের আরও এক কর্মীর শরীরেও কোরোনা ভাইরাসের হদিস পাওয়া যায় ।

9. চ্যাম্পিয়ন হলে বাংলার মানুষকে ট্রফি উৎসর্গ করতে চান কার্তিক

35 বছরের নাইট অধিনায়কের স্ত্রী দীপিকা পাল্লিকাল একজন আন্তর্জাতিক স্কোয়াস খেলোয়াড় । এই অবস্থায় তিনিও ঘরবন্দী । দীনেশ কার্তিক তার স্ত্রীকে দেখে অনুপ্রাণিত হয়েছেন ।

10. বিল মেটানোর ক্ষমতা নেই, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল আশিসকে

'শশুরাল সিমর কা' বা 'জিনি ঔর জুজু'-র মতো ধারাবাহিকের অভিনেতা আশিস রায় একটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন । কয়েকটা সর্বভারতীয় সংবাদমাধ্যমের সৌজন্যে এই খবর জানা গেছিল আগেই । তবে এবার বিল মেটাতে না পারায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল ।

1. আজই রাজ্যে ঢুকছে বর্ষা, জলমগ্ন কলকাতার একাধিক এলাকা

দোরগোড়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু । আর কয়েকঘণ্টার মধ্যেই রাজ্যে প্রবেশ করবে । এর জেরে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের একাধিক জেলায় । বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টি চলছে কলকাতায় । জলমগ্ন একাধিক এলাকা ।

2. সামাজিক দূরত্ব মেনে কোরোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলা গড়ার ডাক মমতার

রাজ্য়ের ক্রমবর্ধমান কোরোনা সংক্রমণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে টুইট বার্তা মুখ্যমন্ত্রীর । ভিড় এড়িয়ে চলার পাশাপাশি বেসরকারি কর্মীদের বাড়িতে থেকে কাজ করার পরামর্শ দিলেন তিনি ।

3. দেশে একদিনেই কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 10 হাজার

দিনে 8 হাজার, 9 হাজার, সাড়ে 9 হাজারের মধ্যে ঘোরাফেরা করছিল কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ এবার সেই সংখ্যা পেরিয়ে গেল 10 হাজার ৷ গতকাল দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 10 হাজার 995 জন ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে তরফে আজ এই তথ্য জানানো হয় ৷

4. প্রয়াত বিধায়ক অবনীমোহন জোয়ারদার

অসুস্থ ছিলেন বেশ কয়েকবছর ধরে । আজ ভোর 4 টে নাগাদ সল্টলেকের বাড়িতে মৃত্যু হয় প্রাক্তন কারা মন্ত্রী অবনীমোহন জোয়ারদারের ।

5. কলুটোলায় ব্যাগের গোডাউনে আগুন, পরে নিয়ন্ত্রণে

কলুটোলা এলাকার একটি বহুতলে আগুন । বহুতলটির ব্যাগের গোডাউনে আগুন লাগে বলে জানা গেছে । দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ।

6 মাসের মধ্যে সমস্ত পঞ্চায়েত দখল করব : জ্যোতিপ্রিয় মল্লিক

পঞ্চায়েত ভোটে 15 টি আসন পেয়ে বাগদার সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েত দখল করেছিল BJP । সেখানে তৃণমূলের আসন ছিল 11 টি । দু'দিন ধরে ওই পঞ্চায়েতের তিনজন BJP সদস্য তৃণমূলে যোগ দেয় । ফলে সংখ্যা গরিষ্ঠতার হিসেবে ওই পঞ্চায়েতের দখল নেওয়ার পর ছয় মাসের মধ্যে সব পঞ্চায়েত দখল করার হুঁশিয়ারি দেন জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ।

7. এবার UK-কে ছাপিয়ে কোরোনা আক্রান্তের সংখ্যায় চতুর্থ স্থানে ভারত

দেশে ব্যাপকহারে বাড়ছে কোরোনার সংক্রমণ ৷ অ্যামেরিকা, রাশিয়া ও ব্রাজ়িলের পর এবার সংক্রমণের নিরিখে চার নম্বরে উঠে ভারত ৷

8. কোরোনা আক্রান্ত মহারাষ্ট্রের মন্ত্রী ধনঞ্জয় মুণ্ডে

এই নিয়ে মহারাষ্ট্রে তৃতীয় কোনও মন্ত্রী কোরোনায় আক্রান্ত হলেন । পাশাপাশি তাঁর ব্যক্তিগত সহকারি ও দপ্তরের আরও এক কর্মীর শরীরেও কোরোনা ভাইরাসের হদিস পাওয়া যায় ।

9. চ্যাম্পিয়ন হলে বাংলার মানুষকে ট্রফি উৎসর্গ করতে চান কার্তিক

35 বছরের নাইট অধিনায়কের স্ত্রী দীপিকা পাল্লিকাল একজন আন্তর্জাতিক স্কোয়াস খেলোয়াড় । এই অবস্থায় তিনিও ঘরবন্দী । দীনেশ কার্তিক তার স্ত্রীকে দেখে অনুপ্রাণিত হয়েছেন ।

10. বিল মেটানোর ক্ষমতা নেই, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল আশিসকে

'শশুরাল সিমর কা' বা 'জিনি ঔর জুজু'-র মতো ধারাবাহিকের অভিনেতা আশিস রায় একটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন । কয়েকটা সর্বভারতীয় সংবাদমাধ্যমের সৌজন্যে এই খবর জানা গেছিল আগেই । তবে এবার বিল মেটাতে না পারায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.