ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা - top news 7 pm

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি
author img

By

Published : Oct 21, 2020, 6:59 PM IST

1.তিন বছর পর প্রকাশ্যে বিমল গুরুং

সল্টলেকের গোর্খা ভবনে এলেন বিমল গুরুং । 2017 সালের সেপ্টেম্বরের পর এই প্রথম প্রকাশ্যে আসেন তিনি । গোর্খা ভবনের সামনে আধ ঘণ্টা অপেক্ষা করেন তিনি । কিন্তু গেট না খোলায় চলে যান । 3 বছর ধরে তাঁকে খুঁজছে পুলিশ ।

2.কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বোনাস ঘোষণা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয় । সেই বৈঠকেই 2019-20 সালের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাসে (PLB) অনুমোদন দেয় মন্ত্রিসভা । দশমীর আগেই কর্মীদের হাতে এই টাকা তুলে দেওয়া হবে ।

3.দর্শক শূন্যই থাকবে মণ্ডপ, রায় বহাল কলকাতা হাইকোর্টের

দর্শক শূন্যই থাকবে দুর্গা পুজোর মণ্ডপ । রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের । তবে বড় মণ্ডপের ক্ষেত্রে উদ্যোক্তাদের সর্বোচ্চ 60জন মণ্ডপে প্রবেশ করতে পারবেন । এইদিকে ছোটো মণ্ডপগুলির ক্ষেত্রে 15জন ।

4.বইবে ঝোড়ো হাওয়া, ষষ্ঠীতেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

আগামীকাল উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দু'দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর ।

5.গৃহঋণে সুদ কমাল SBI

উৎসবের মরশুমে SBI-এর এই ঘোষণা গ্রাহকদের মুখে হাসি ফোটাবে । গৃহঋণের সুদে 25 BPS পর্যন্ত ছাড় মিলবে ।

6.মেলেনি DNA রিপোর্ট, আর জি করে শিশু মৃত্যুতে SIT গঠনের নির্দেশ হাইকোর্টের

আর জি কর হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনায় 9 অক্টোবর দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট । শিশুটির DNA পরীক্ষার নির্দেশও দেওয়া হয় । কিন্তু সেই রিপোর্ট তার বাবা-মায়ের রিপোর্টের সঙ্গে মেলেনি । এরপরই আজ SIT গঠনের নির্দেশ দেয় আদালত ।

7.পটাশপুরের BJP কর্মীর দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশকে ফের চ্যালেঞ্জ রাজ্যের

BJP কর্মী মদন গড়াইয়ের মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশকে ফের চ্যালেঞ্জ জানাল রাজ্য সরকার । তাদের অভিযোগ, সিঙ্গল বেঞ্চ তাদের কথা না শুনেই প্রথম নির্দেশ বহাল রেখেছে । তাই নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবার আবেদন করল রাজ্য ।

8.আটক চিনা সৈন্যকে PLA-র হাতে তুলে দিল ভারত

সোমবার পূর্ব লাদাখে ডেমচক সেক্টর থেকে ওয়াংকে আটক করেছিল সেনা । কারণ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে তিনি ভারতে চলে এসেছিলেন । গত রাতে তাঁকে ফিরিয়ে দেয় ভারতীয় সেনা ।

9.বাকি ম্যাচগুলিতে ব্র্যাভোকে পাবে না CSK

কয়েক বছর ধরেই চেন্নাইয়ের অবিচ্ছিন্ন অংশ ব্র্যাভো ৷ 17 অক্টোবর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে বোলিং করতে পারেননি তিনি ৷ বাধ্য হয়ে রবীন্দ্র জাদেজাকে দিয়ে বোলিং করাতে হয় অধিনায়ক ধোনিকে ৷

10.তারকাদের পুজো পরিকল্পনা...

এই বছরটা একেবারেই আলাদা । সৌজন্যে কোরোনাভাইরাস । আর স্বাভাবিক নিয়ম মেনে এর মধ্যেই চলে এসেছে দুর্গাপুজো । যদিও কোরোনা পরিস্থিতির মধ্যে পুজো নিয়ে উদ্বিগ্ন টলি তারকারা । পুজো নিয়ে কী বলছেন তাঁরা ? কীভাবে পুজোরদিনগুলি কাটাবেন ? দেখুন ভিডিয়ো...

1.তিন বছর পর প্রকাশ্যে বিমল গুরুং

সল্টলেকের গোর্খা ভবনে এলেন বিমল গুরুং । 2017 সালের সেপ্টেম্বরের পর এই প্রথম প্রকাশ্যে আসেন তিনি । গোর্খা ভবনের সামনে আধ ঘণ্টা অপেক্ষা করেন তিনি । কিন্তু গেট না খোলায় চলে যান । 3 বছর ধরে তাঁকে খুঁজছে পুলিশ ।

2.কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বোনাস ঘোষণা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয় । সেই বৈঠকেই 2019-20 সালের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাসে (PLB) অনুমোদন দেয় মন্ত্রিসভা । দশমীর আগেই কর্মীদের হাতে এই টাকা তুলে দেওয়া হবে ।

3.দর্শক শূন্যই থাকবে মণ্ডপ, রায় বহাল কলকাতা হাইকোর্টের

দর্শক শূন্যই থাকবে দুর্গা পুজোর মণ্ডপ । রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের । তবে বড় মণ্ডপের ক্ষেত্রে উদ্যোক্তাদের সর্বোচ্চ 60জন মণ্ডপে প্রবেশ করতে পারবেন । এইদিকে ছোটো মণ্ডপগুলির ক্ষেত্রে 15জন ।

4.বইবে ঝোড়ো হাওয়া, ষষ্ঠীতেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

আগামীকাল উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দু'দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর ।

5.গৃহঋণে সুদ কমাল SBI

উৎসবের মরশুমে SBI-এর এই ঘোষণা গ্রাহকদের মুখে হাসি ফোটাবে । গৃহঋণের সুদে 25 BPS পর্যন্ত ছাড় মিলবে ।

6.মেলেনি DNA রিপোর্ট, আর জি করে শিশু মৃত্যুতে SIT গঠনের নির্দেশ হাইকোর্টের

আর জি কর হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনায় 9 অক্টোবর দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট । শিশুটির DNA পরীক্ষার নির্দেশও দেওয়া হয় । কিন্তু সেই রিপোর্ট তার বাবা-মায়ের রিপোর্টের সঙ্গে মেলেনি । এরপরই আজ SIT গঠনের নির্দেশ দেয় আদালত ।

7.পটাশপুরের BJP কর্মীর দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশকে ফের চ্যালেঞ্জ রাজ্যের

BJP কর্মী মদন গড়াইয়ের মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশকে ফের চ্যালেঞ্জ জানাল রাজ্য সরকার । তাদের অভিযোগ, সিঙ্গল বেঞ্চ তাদের কথা না শুনেই প্রথম নির্দেশ বহাল রেখেছে । তাই নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবার আবেদন করল রাজ্য ।

8.আটক চিনা সৈন্যকে PLA-র হাতে তুলে দিল ভারত

সোমবার পূর্ব লাদাখে ডেমচক সেক্টর থেকে ওয়াংকে আটক করেছিল সেনা । কারণ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে তিনি ভারতে চলে এসেছিলেন । গত রাতে তাঁকে ফিরিয়ে দেয় ভারতীয় সেনা ।

9.বাকি ম্যাচগুলিতে ব্র্যাভোকে পাবে না CSK

কয়েক বছর ধরেই চেন্নাইয়ের অবিচ্ছিন্ন অংশ ব্র্যাভো ৷ 17 অক্টোবর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে বোলিং করতে পারেননি তিনি ৷ বাধ্য হয়ে রবীন্দ্র জাদেজাকে দিয়ে বোলিং করাতে হয় অধিনায়ক ধোনিকে ৷

10.তারকাদের পুজো পরিকল্পনা...

এই বছরটা একেবারেই আলাদা । সৌজন্যে কোরোনাভাইরাস । আর স্বাভাবিক নিয়ম মেনে এর মধ্যেই চলে এসেছে দুর্গাপুজো । যদিও কোরোনা পরিস্থিতির মধ্যে পুজো নিয়ে উদ্বিগ্ন টলি তারকারা । পুজো নিয়ে কী বলছেন তাঁরা ? কীভাবে পুজোরদিনগুলি কাটাবেন ? দেখুন ভিডিয়ো...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.