ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3টে - আজকের সেরা খবর

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news
author img

By

Published : Oct 31, 2020, 3:06 PM IST

1 ) "যখন ভারত তার সন্তানদের হারিয়েছিল"...পুলওয়ামা হামলার ঘটনায় বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রীর

গুজরাতের দ্বিতীয় দিনের সফরে একতা দিবসের প্যারেডের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী । সেখানে তিনি বলেন , আজ আমি যখন অফিসারদের প্যারেড দেখছিলাম তখন আমার চোখে একটা ছবি ভেসে আসছিল । সেটা পুলওয়ামা হামলার ছবি ।

2 ) BJP-র ডাকা 12 ঘণ্টার বনধে সুনসান মল্লারপুর

কিশোরের মৃত্যুর ঘটনায় মল্লারপুরের BJP-র ডাকা 12 ঘণ্টা বনধের প্রভাব পড়েছে বীরভূমের মল্লারপুরে । সকাল থেকেই রাস্তাঘাট সুনসান । সবজি বাজার বন্ধ । দোকানগুলি সব তালাবন্ধ ।

3 ) ভাঙল দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট, জল সংকটের আশঙ্কা

কয়েকবছর আগে 1 নম্বর লকগেট ভেঙে যাওয়ার কারণে ব্যারেজের জমা জল বেরিয়ে জলশূন্য হয়েছিল দুর্গাপুর ব্যারেজ ।

4 ) ফের কার্শিয়ঙে গুরুং বিরোধিতায় মিছিল মোর্চার

বিমল গুরং প্রকশ্যে আসতেই পাহাড়ে তাঁর অনুগামীরা প্রকাশ্যে এসেছেন । উড়িয়ে দেওয়া হয়েছে পতাকা । অন্যদিকে পালটা হিসেবেই গুরুং বিরোধিতায় আসরে নেমেছে বিনয়পন্থীরাও ।

5 ) পাহাড়ে শান্তি বজায় রাখতে বিনয়, অনিতদের বৈঠকে ডাকলেন মমতা

3 নভেম্বর কলকাতায় মোর্চা সভাপতি বিনয় তামাং এবং GTA প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিতা থাপাকে বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী । অশান্তি এড়িয়ে পাহাড়ে শান্তি বজায় রাখতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে ।


6 ) দেশে কমল আক্রান্ত ও মৃতের সংখ্যা, বাড়ল সুস্থতা


দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা 81 লাখ 37 হাজার 119 জন ৷ মোট মৃতের সংখ্যা 1 লাখ 21 হাজার 641 ৷ দেশে সুস্থ হয়ে উঠেছে মোট 74 লাখ 32 হাজার 829 জন ৷ এখনও পর্যন্ত সুস্থতার দিক থেকে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারত ৷


7 ) জল জীবন প্রকল্পে পশ্চিমবঙ্গের পারফরম্যান্স হতাশাজনক : কেন্দ্র

এই বছর 55.58 লাখ বাড়িতে জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল । তার মধ্যে মাত্র 2.20 লাখ বাড়িতে জলের সংযোগ দিতে পেরেছে রাজ্য । জল জীবন প্রকল্পে রাজ্যের এই পারফরম্যান্সকে হতাশাজনক বলে উল্লেখ করল কেন্দ্র ।


8 ) OTT প্ল্যাটফর্মে ইঁদুরদৌড় নেই, খুশি রসিকা

OTT প্ল্যাটফর্মে বেশ একটা জায়গা তৈরি করে ফেলেছেন রসিকা দুগল । 'মির্জ়াপুর', 'দিল্লি ক্রাইম', 'অ্যা সুইটেবল বয়'-এর মতো একাধিক প্রজেক্টে দেখা গেছে তাঁকে । এই প্ল্যাটফর্মের বেশ কয়েকটি গুণের মধ্যে একটি বেশ পছন্দ রসিকার । ইঁদুরদৌড়টা নেই এখানে, মনে করেন অভিনেত্রী ।


9 ) IPL-র বেটিং চক্রের পরদা ফাঁস, গ্রেপ্তার 3

IPL যত শেষের দিকে এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ বাড়ছে । জমে গেছে প্লে অফে ওঠার লড়াই । আর তাতেই রমরমা বেড়েছে বেটিং কারবারিদের ।


10 ) টালিগঞ্জে পথ দুর্ঘটনা, মৃত প্রৌঢ়

টালিগঞ্জের নেতাজি সুভাষ চন্দ্র বোস রোডে আজ সকালে একটি পণ্যবাহী গাড়ি চালক ধাক্কা মারে এক প্রৌঢ়কে ৷ ধাক্কা মারার পর চালক পালাতে চেষ্টা করলে স্থানীয়রা ধরে ফেলে তাকে ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

1 ) "যখন ভারত তার সন্তানদের হারিয়েছিল"...পুলওয়ামা হামলার ঘটনায় বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রীর

গুজরাতের দ্বিতীয় দিনের সফরে একতা দিবসের প্যারেডের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী । সেখানে তিনি বলেন , আজ আমি যখন অফিসারদের প্যারেড দেখছিলাম তখন আমার চোখে একটা ছবি ভেসে আসছিল । সেটা পুলওয়ামা হামলার ছবি ।

2 ) BJP-র ডাকা 12 ঘণ্টার বনধে সুনসান মল্লারপুর

কিশোরের মৃত্যুর ঘটনায় মল্লারপুরের BJP-র ডাকা 12 ঘণ্টা বনধের প্রভাব পড়েছে বীরভূমের মল্লারপুরে । সকাল থেকেই রাস্তাঘাট সুনসান । সবজি বাজার বন্ধ । দোকানগুলি সব তালাবন্ধ ।

3 ) ভাঙল দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট, জল সংকটের আশঙ্কা

কয়েকবছর আগে 1 নম্বর লকগেট ভেঙে যাওয়ার কারণে ব্যারেজের জমা জল বেরিয়ে জলশূন্য হয়েছিল দুর্গাপুর ব্যারেজ ।

4 ) ফের কার্শিয়ঙে গুরুং বিরোধিতায় মিছিল মোর্চার

বিমল গুরং প্রকশ্যে আসতেই পাহাড়ে তাঁর অনুগামীরা প্রকাশ্যে এসেছেন । উড়িয়ে দেওয়া হয়েছে পতাকা । অন্যদিকে পালটা হিসেবেই গুরুং বিরোধিতায় আসরে নেমেছে বিনয়পন্থীরাও ।

5 ) পাহাড়ে শান্তি বজায় রাখতে বিনয়, অনিতদের বৈঠকে ডাকলেন মমতা

3 নভেম্বর কলকাতায় মোর্চা সভাপতি বিনয় তামাং এবং GTA প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিতা থাপাকে বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী । অশান্তি এড়িয়ে পাহাড়ে শান্তি বজায় রাখতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে ।


6 ) দেশে কমল আক্রান্ত ও মৃতের সংখ্যা, বাড়ল সুস্থতা


দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা 81 লাখ 37 হাজার 119 জন ৷ মোট মৃতের সংখ্যা 1 লাখ 21 হাজার 641 ৷ দেশে সুস্থ হয়ে উঠেছে মোট 74 লাখ 32 হাজার 829 জন ৷ এখনও পর্যন্ত সুস্থতার দিক থেকে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারত ৷


7 ) জল জীবন প্রকল্পে পশ্চিমবঙ্গের পারফরম্যান্স হতাশাজনক : কেন্দ্র

এই বছর 55.58 লাখ বাড়িতে জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল । তার মধ্যে মাত্র 2.20 লাখ বাড়িতে জলের সংযোগ দিতে পেরেছে রাজ্য । জল জীবন প্রকল্পে রাজ্যের এই পারফরম্যান্সকে হতাশাজনক বলে উল্লেখ করল কেন্দ্র ।


8 ) OTT প্ল্যাটফর্মে ইঁদুরদৌড় নেই, খুশি রসিকা

OTT প্ল্যাটফর্মে বেশ একটা জায়গা তৈরি করে ফেলেছেন রসিকা দুগল । 'মির্জ়াপুর', 'দিল্লি ক্রাইম', 'অ্যা সুইটেবল বয়'-এর মতো একাধিক প্রজেক্টে দেখা গেছে তাঁকে । এই প্ল্যাটফর্মের বেশ কয়েকটি গুণের মধ্যে একটি বেশ পছন্দ রসিকার । ইঁদুরদৌড়টা নেই এখানে, মনে করেন অভিনেত্রী ।


9 ) IPL-র বেটিং চক্রের পরদা ফাঁস, গ্রেপ্তার 3

IPL যত শেষের দিকে এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ বাড়ছে । জমে গেছে প্লে অফে ওঠার লড়াই । আর তাতেই রমরমা বেড়েছে বেটিং কারবারিদের ।


10 ) টালিগঞ্জে পথ দুর্ঘটনা, মৃত প্রৌঢ়

টালিগঞ্জের নেতাজি সুভাষ চন্দ্র বোস রোডে আজ সকালে একটি পণ্যবাহী গাড়ি চালক ধাক্কা মারে এক প্রৌঢ়কে ৷ ধাক্কা মারার পর চালক পালাতে চেষ্টা করলে স্থানীয়রা ধরে ফেলে তাকে ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.