ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9টা - top news 9

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি
author img

By

Published : Sep 14, 2020, 9:11 PM IST

1.চিনা সংস্থার নজরে মোদি-মমতা, তালিকায় সচিনও

শেনহুয়া ডেটা ইনফরমেশন টেকনোলজি কম্পানি লিমিটেড নামের ওই চিনা সংস্থার হাতে রাজনীতি, বিনোদন, ক্রীড়াজগৎ, সংবাদমাধ্যম থেকে শুরু করে বেশ কিছু অপরাধীদের সম্পর্কেও তথ্য রয়েছে । সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে এমনই প্রকাশ করা হয়েছে ।

2.কোরোনায় সুস্থতার হারে প্রথমে ভারত

কোরোনার আতঙ্ক দিন দিন বাড়ছে । সঙ্গে বাড়ছে সুস্থতার হার । ভারতে কোরোনায় সুস্থ হয়েছেন 37 লাখ 80 হাজার 107 জন । এর ফল স্বরূপ, সুস্থতার নিরীখে ব্রাজিলকে পিছনে ফেলে প্রথম স্থান করে নিয়েছে ভারত । বলছে হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান ।

3.কোরোনা পরিস্থিতিতে খোলা প্যান্ডেলে পুজো করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

কোরোনা পরিস্থিতিতে পুজো প্যান্ডেল না ঢেকে খোলা প্যান্ডেলে পুজো করতে হবে । পুজো কমিটিগুলোকে আজ এমনই নির্দেশ দিয়ে রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 25 সেপ্টেম্বর পুজো কমিটির কর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন তিনি । পাশাপাশি আজ দরিদ্র পুরোহিতদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া ও ভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ।

4)আইনজীবী রজত দে খুনে দোষী সাব্যস্ত স্ত্রী অনিন্দিতা

খুনের তথ্য প্রমাণে ইলেকট্রনিক্স এভিডেন্স, সোশাল মিডিয়ায় কথোপকথন ও ময়নাতদন্তের রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানা গেছে আদালত সূত্রে ।

5)বাদল অধিবেশনের প্রথমদিনেই 17 সাংসদ কোরোনা পজ়িটিভ

বাদল অধিবেশন শুরুর প্রথমদিনেই 17 জন সাংসদের নমুনা পরীক্ষার রিপোর্ট কোরোনা পজ়িটিভ ।

6)প্রশ্নোত্তর পর্ব স্থগিত, সরব বিরোধীরা

ভারত-চিন ইশু নিয়ে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি প্রশ্ন তুলতেই তাঁকে থামিয়ে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা । প্রশ্নোত্তর পর্ব নিয়ে সরব হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ।

7)"আমায় দুর্বল ভেবে ওরা ভুল করেছে"

টুইটারে কঙ্গনা রানাওয়াতের পোস্ট । আজ মুম্বই ছেড়েছেন কঙ্গনা, তবে তিনি যে তাঁর প্রতি হওয়া অন্যায়কে ভোলেননি সেটাও বুঝিয়ে দিয়ে গেছেন ।

8)দেশ সেনার পাশে একজোট হয়ে বার্তা দিক সংসদ : মোদি

সংসদীয় অধিবেশন শুরু আগে চিরাচরিতভাবে দেশের উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেনার পাশে থাকার বার্তা দেন তিনি ।

9)লাদাখে বিভিন্ন ক্রীড়া পরিকাঠামোর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন কিরণ রিজিজু

রিজিজু স্থানীয় খেলোয়াড়দের জন্য ক্রীড়া ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য উৎসাহ দিতে লাদখ প্রশাসনকে পুরষ্কার এবং কাজের ব্যাবস্থা করার পরামর্শ দেন । তিনি দেশব্যাপী আইস হকি সংস্থাগুলিকে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করার কথা এবং ক্রীড়াটিকে স্বীকৃতি দেওয়ার কথা বলেন

10)"যদি একটা ছবি করে কঙ্গনা নিজেকে রানি লক্ষ্মীবাই ভাবেন তাহলে..."

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রকাশ রাজ । তার ক্যাপশনে লেখেন, "যদি একটা ছবি করে কঙ্গনা নিজেকে রানি লক্ষ্মীবাই ভাবেন তাহলে দীপিকা পদ্মাবতী, হৃতিক আকবর, শাহরুখ অশোক, অজয় ভগৎ সিং, আমির মঙ্গল পান্ডে আর বিবেক মোদি জি।"

1.চিনা সংস্থার নজরে মোদি-মমতা, তালিকায় সচিনও

শেনহুয়া ডেটা ইনফরমেশন টেকনোলজি কম্পানি লিমিটেড নামের ওই চিনা সংস্থার হাতে রাজনীতি, বিনোদন, ক্রীড়াজগৎ, সংবাদমাধ্যম থেকে শুরু করে বেশ কিছু অপরাধীদের সম্পর্কেও তথ্য রয়েছে । সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে এমনই প্রকাশ করা হয়েছে ।

2.কোরোনায় সুস্থতার হারে প্রথমে ভারত

কোরোনার আতঙ্ক দিন দিন বাড়ছে । সঙ্গে বাড়ছে সুস্থতার হার । ভারতে কোরোনায় সুস্থ হয়েছেন 37 লাখ 80 হাজার 107 জন । এর ফল স্বরূপ, সুস্থতার নিরীখে ব্রাজিলকে পিছনে ফেলে প্রথম স্থান করে নিয়েছে ভারত । বলছে হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান ।

3.কোরোনা পরিস্থিতিতে খোলা প্যান্ডেলে পুজো করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

কোরোনা পরিস্থিতিতে পুজো প্যান্ডেল না ঢেকে খোলা প্যান্ডেলে পুজো করতে হবে । পুজো কমিটিগুলোকে আজ এমনই নির্দেশ দিয়ে রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 25 সেপ্টেম্বর পুজো কমিটির কর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন তিনি । পাশাপাশি আজ দরিদ্র পুরোহিতদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া ও ভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ।

4)আইনজীবী রজত দে খুনে দোষী সাব্যস্ত স্ত্রী অনিন্দিতা

খুনের তথ্য প্রমাণে ইলেকট্রনিক্স এভিডেন্স, সোশাল মিডিয়ায় কথোপকথন ও ময়নাতদন্তের রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানা গেছে আদালত সূত্রে ।

5)বাদল অধিবেশনের প্রথমদিনেই 17 সাংসদ কোরোনা পজ়িটিভ

বাদল অধিবেশন শুরুর প্রথমদিনেই 17 জন সাংসদের নমুনা পরীক্ষার রিপোর্ট কোরোনা পজ়িটিভ ।

6)প্রশ্নোত্তর পর্ব স্থগিত, সরব বিরোধীরা

ভারত-চিন ইশু নিয়ে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি প্রশ্ন তুলতেই তাঁকে থামিয়ে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা । প্রশ্নোত্তর পর্ব নিয়ে সরব হন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও ।

7)"আমায় দুর্বল ভেবে ওরা ভুল করেছে"

টুইটারে কঙ্গনা রানাওয়াতের পোস্ট । আজ মুম্বই ছেড়েছেন কঙ্গনা, তবে তিনি যে তাঁর প্রতি হওয়া অন্যায়কে ভোলেননি সেটাও বুঝিয়ে দিয়ে গেছেন ।

8)দেশ সেনার পাশে একজোট হয়ে বার্তা দিক সংসদ : মোদি

সংসদীয় অধিবেশন শুরু আগে চিরাচরিতভাবে দেশের উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেনার পাশে থাকার বার্তা দেন তিনি ।

9)লাদাখে বিভিন্ন ক্রীড়া পরিকাঠামোর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন কিরণ রিজিজু

রিজিজু স্থানীয় খেলোয়াড়দের জন্য ক্রীড়া ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য উৎসাহ দিতে লাদখ প্রশাসনকে পুরষ্কার এবং কাজের ব্যাবস্থা করার পরামর্শ দেন । তিনি দেশব্যাপী আইস হকি সংস্থাগুলিকে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করার কথা এবং ক্রীড়াটিকে স্বীকৃতি দেওয়ার কথা বলেন

10)"যদি একটা ছবি করে কঙ্গনা নিজেকে রানি লক্ষ্মীবাই ভাবেন তাহলে..."

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রকাশ রাজ । তার ক্যাপশনে লেখেন, "যদি একটা ছবি করে কঙ্গনা নিজেকে রানি লক্ষ্মীবাই ভাবেন তাহলে দীপিকা পদ্মাবতী, হৃতিক আকবর, শাহরুখ অশোক, অজয় ভগৎ সিং, আমির মঙ্গল পান্ডে আর বিবেক মোদি জি।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.