ETV Bharat / bharat

টপ নিউজ়@ দুপুর 3টে

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি
author img

By

Published : Jul 16, 2020, 3:01 PM IST

1. "রাজনীতির ফাঁস শিক্ষাব্যবস্থায় চেপে বসছে", রাজ্যকে আক্রমণ রাজ্যপালের

আজ সাংবাদিক বৈঠকে রাজ্যের কড়া ভাষায় সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । বললেন, রাজ্যে শিক্ষাব্যবস্থা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত ।

2. ভিডিয়ো কনফারেন্স সংক্রান্ত রাজ্যপালের টুইট দেখে অবাক সরকার, চিঠি উচ্চশিক্ষা দপ্তরের

রাজ্য সরকারের বিশেষ সচিব আজ রাজ্যপাল জগদীপ ধনকড়ের সচিবকে একটি চিঠি পাঠান ৷ সেখানে গতকাল রাজ্যপালের টুইটের উল্লেখ করেন ৷ বলেন, উপাচার্যদের সঙ্গে বৈঠকের আগে রাজ্যের অনুমোদনের প্রয়োজন পড়ে ৷
3. একদিনে সর্বোচ্চ, দেশে কোরোনায় আক্রান্ত 32, 695

দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ । প্রতিদিন কোরোনা আক্রান্তের হার গড়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 27 হাজার ।

4. ভাসছে কাজিরাঙা, অসমে বন্যায় মৃত 68

কাজিরাঙা জাতীয় উদ্যানের 95 শতাংশ এলাকা জলমগ্ন । এর পার্শ্ববর্তী 37 নম্বর জাতীয় সড়কেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ।

5. আমাদের চমকাবেন না, আমরা দিল্লি অবধি চমকাতে পারি: দিলীপ ঘোষ

দুর্গাপুরের মেনগেটে চা-চক্রে মিলিত হলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখান থেকেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন ৷ বলেন, ‘‘অনেক নেতা গ্রাম ছেড়ে শহরে চলে গেছেন । আর আমি শহর ছেড়ে গ্রামে গেছি । দু’চারটে খুচরো মস্তান আমাকে চমকানোর চেষ্টা করেছিল ৷ আমাদের চমকাবেন না । আমরা এখান থেকে দিল্লি পর্যন্ত আপনাদের চমকাতে পারি । এমন চমকাব, যে সাতদিন ভিরমি খেয়ে পড়ে থাকবেন । কিছু শুনতে পাবেন না ।’’
6. কুলভূষণের সঙ্গে নিঃশর্তভাবে যোগাযোগ করতে দিতে হবে, পাকিস্তানকে বলল ভারত

দিন কয়েক আগে পাকিস্তানের তরফে জানানো হয়, আদালতের নির্দেশের প্রেক্ষিতে পুনরায় আবেদন করতে চাননি কুলভূষণ যাদব । এরপর আজ কুলভূষণের সঙ্গে নিঃশর্তভাবে যোগাযোগ করতে দিতে পাকিস্তানকে বলল ভারত ।

7. নদিয়ায় খুন যুব মোর্চা নেতা

নদিয়ায় যুব মোর্চা নেতা বাপি ঘোষকে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷
8. "হাত-পা নেই নাকি, পা ভেঙে দিলি না কেন", কর্মীদের বললেন অনুব্রত

বুধবার ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুরে বুথ ভিত্তিক কর্মীসভা চলাকালীন BJP কর্মীরা নাকি দলীয় পতাকা খুলে নিয়ে গেছে । তা নিয়ে দলের কর্মীদের অনুব্রত মণ্ডল বলেন, ‘‘হাত-পা নেই নাকি তোদের ? বেরিয়ে পা ভেঙে দিলি না কেন ? কাজকর্ম নেই, পতাকাগুলো খুলে নিয়ে যাবে আর তোরা দাঁড়িয়ে দেখবি ?
9. হাসপাতাল থেকে টুইট অমিতাভের, জানালেন নেগেটিভিটির ছয় কারণ

বিগ বি লিখলেন, এই কঠিন সময় প্রত্যেকের পজ়িটিভ থাকা উচিত । শুধুমাত্র যাঁদের কোরোনা হয়েছে তাঁরাই নয়, প্রত্যেকের এই সময় মাথা ঠান্ডা রেখে সমস্ত সতর্কবিধি মেনে চলা উচিত ।

10. এই স্টেডিয়ামেই হবে 2022 ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ

আল বায়াত স্টেডিয়াম ৷ 2022 সালের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে কাতারের এই স্টেডিয়ামেই ৷ নির্ঘণ্ট অনুযায়ী আল বায়াতে সেমিফাইনাল পর্যন্ত খেলা হবে ।

1. "রাজনীতির ফাঁস শিক্ষাব্যবস্থায় চেপে বসছে", রাজ্যকে আক্রমণ রাজ্যপালের

আজ সাংবাদিক বৈঠকে রাজ্যের কড়া ভাষায় সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । বললেন, রাজ্যে শিক্ষাব্যবস্থা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত ।

2. ভিডিয়ো কনফারেন্স সংক্রান্ত রাজ্যপালের টুইট দেখে অবাক সরকার, চিঠি উচ্চশিক্ষা দপ্তরের

রাজ্য সরকারের বিশেষ সচিব আজ রাজ্যপাল জগদীপ ধনকড়ের সচিবকে একটি চিঠি পাঠান ৷ সেখানে গতকাল রাজ্যপালের টুইটের উল্লেখ করেন ৷ বলেন, উপাচার্যদের সঙ্গে বৈঠকের আগে রাজ্যের অনুমোদনের প্রয়োজন পড়ে ৷
3. একদিনে সর্বোচ্চ, দেশে কোরোনায় আক্রান্ত 32, 695

দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ । প্রতিদিন কোরোনা আক্রান্তের হার গড়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 27 হাজার ।

4. ভাসছে কাজিরাঙা, অসমে বন্যায় মৃত 68

কাজিরাঙা জাতীয় উদ্যানের 95 শতাংশ এলাকা জলমগ্ন । এর পার্শ্ববর্তী 37 নম্বর জাতীয় সড়কেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ।

5. আমাদের চমকাবেন না, আমরা দিল্লি অবধি চমকাতে পারি: দিলীপ ঘোষ

দুর্গাপুরের মেনগেটে চা-চক্রে মিলিত হলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখান থেকেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন ৷ বলেন, ‘‘অনেক নেতা গ্রাম ছেড়ে শহরে চলে গেছেন । আর আমি শহর ছেড়ে গ্রামে গেছি । দু’চারটে খুচরো মস্তান আমাকে চমকানোর চেষ্টা করেছিল ৷ আমাদের চমকাবেন না । আমরা এখান থেকে দিল্লি পর্যন্ত আপনাদের চমকাতে পারি । এমন চমকাব, যে সাতদিন ভিরমি খেয়ে পড়ে থাকবেন । কিছু শুনতে পাবেন না ।’’
6. কুলভূষণের সঙ্গে নিঃশর্তভাবে যোগাযোগ করতে দিতে হবে, পাকিস্তানকে বলল ভারত

দিন কয়েক আগে পাকিস্তানের তরফে জানানো হয়, আদালতের নির্দেশের প্রেক্ষিতে পুনরায় আবেদন করতে চাননি কুলভূষণ যাদব । এরপর আজ কুলভূষণের সঙ্গে নিঃশর্তভাবে যোগাযোগ করতে দিতে পাকিস্তানকে বলল ভারত ।

7. নদিয়ায় খুন যুব মোর্চা নেতা

নদিয়ায় যুব মোর্চা নেতা বাপি ঘোষকে খুনের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷
8. "হাত-পা নেই নাকি, পা ভেঙে দিলি না কেন", কর্মীদের বললেন অনুব্রত

বুধবার ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুরে বুথ ভিত্তিক কর্মীসভা চলাকালীন BJP কর্মীরা নাকি দলীয় পতাকা খুলে নিয়ে গেছে । তা নিয়ে দলের কর্মীদের অনুব্রত মণ্ডল বলেন, ‘‘হাত-পা নেই নাকি তোদের ? বেরিয়ে পা ভেঙে দিলি না কেন ? কাজকর্ম নেই, পতাকাগুলো খুলে নিয়ে যাবে আর তোরা দাঁড়িয়ে দেখবি ?
9. হাসপাতাল থেকে টুইট অমিতাভের, জানালেন নেগেটিভিটির ছয় কারণ

বিগ বি লিখলেন, এই কঠিন সময় প্রত্যেকের পজ়িটিভ থাকা উচিত । শুধুমাত্র যাঁদের কোরোনা হয়েছে তাঁরাই নয়, প্রত্যেকের এই সময় মাথা ঠান্ডা রেখে সমস্ত সতর্কবিধি মেনে চলা উচিত ।

10. এই স্টেডিয়ামেই হবে 2022 ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ

আল বায়াত স্টেডিয়াম ৷ 2022 সালের ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে কাতারের এই স্টেডিয়ামেই ৷ নির্ঘণ্ট অনুযায়ী আল বায়াতে সেমিফাইনাল পর্যন্ত খেলা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.