ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - সেরা দশ

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top @ 9 pm
টপ নিউজ় @ রাত 9 টা
author img

By

Published : Dec 21, 2020, 9:10 PM IST

  1. বিজেপি চিটিংবাজদের পার্টি, অমিত শাহ মিথ্যা বলছেন : মমতা

নবান্নে সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে বিজেপিকে চিটিংবাজের দল বলেও আক্রমণ করেন । বলেন, অমিত শাহ দু'দিনের বাংলা সফরে এসে সব মিথ্যা কথা বলেছেন ৷

2. রাজ্যের কৃষকরা বঞ্চনার শিকার, অভিযোগ রাজ্যপালের

কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । এরই মধ্যে বাংলার কৃষকরা বঞ্চনার শিকার হচ্ছেন বলে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড় ।

3. "ভালো থেকো সুজাতা"

সুজাতা-কে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠাচ্ছেন সৌমিত্র খাঁ । আজই তৃণমূলে যোগ দেন সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা খাঁ । এরপরেই সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন সৌমিত্র খাঁ ।

4. "একজন স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে মিথ্যা তথ্য পরিবেশন মানায় না"

উনি কিছু কিছু কথা কাল সম্পূর্ণ মিথ্যা বলে গেছেন ৷ "গার্বেজ অফ লাই ৷" গতকাল আমি উত্তর দেব ৷ নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

5. "কাছাকাছি মনে হলেও, শনি ও বৃহস্পতি থাকছে 73 কোটি কিলোমিটার দূরে"

আজ এই দুটি গ্রহের মধ্যে গড় দূরত্ব থাকবে 73 কোটি কিলোমিটার । কিন্তু পৃথিবী থেকে দেখলে মনে হবে আকাশে গা ঘেঁষাঘেষি করে দুটি গ্রহ দাঁড়িয়ে রয়েছে । দক্ষিণ পশ্চিম আকাশে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য ৷

6. ক্ষমতা-প্রদর্শনের লড়াই, বোলপুরে এবার রোড শো মমতার

পদ্মশিবিরকে চ্যালেঞ্জ জানাতে তৈরি তৃণমূল । এবার বোলপুরের ডাকবাংলো মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

7. 23 তারিখে কাঁথিতে জনসভা তৃণমূলের, পালটা পদযাত্রা শুভেন্দুর

শুভেন্দুর গড়েই এবার কর্মসূচি তৃণমূলের। পালটা ময়দানে নামছেন শুভেন্দু।

8. অবস্থান বিক্ষোভে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকরা

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অশিক্ষক কর্মীদের পর এবার অতিথি অধ্যাপক সংগঠনের তরফে শুরু হল অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ । সংগঠনের দাবি, তাদের সরকারি সুযোগ-সুবিধা নির্দেশিকা মাফিক দেওয়া হয় না ৷ সেই কারণেই তারা বাধ্য হয়ে এই আন্দোলনে বসেছে ৷

9. শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শদাতা জ্যাক ক্যালিস

2 জানুয়ারি ইংল্যান্ড ক্রিকেট দল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে। সেই দলে খেলোয়াড়রা ছাড়া থাকবেন সাতজন কোচ। সেই সাতজনের মধ্যে একজন প্রাক্তন প্রোটিয়া এই ক্রিকেট তারকা জ্যাক ক্যালিস। তিনি এই প্রথমবার ইংল্যান্ড দলের সঙ্গে যুক্ত হলেন।

10. সিএএ ও এনআরসি নিয়ে ফের সুর চড়ালেন শান্তনু ঠাকুর

সোমবার দুপুরে সিএএ ও এনআরসি নিয়ে ফের সুর চড়ালেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর । এখনও কেন এগুলি কার্যকর হল না তা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন তিনি । রায়গঞ্জ রেলস্টেশনে মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে একটি জমায়েত করেন । সেখানে সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করেন তিনি ।

  1. বিজেপি চিটিংবাজদের পার্টি, অমিত শাহ মিথ্যা বলছেন : মমতা

নবান্নে সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে বিজেপিকে চিটিংবাজের দল বলেও আক্রমণ করেন । বলেন, অমিত শাহ দু'দিনের বাংলা সফরে এসে সব মিথ্যা কথা বলেছেন ৷

2. রাজ্যের কৃষকরা বঞ্চনার শিকার, অভিযোগ রাজ্যপালের

কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় । এরই মধ্যে বাংলার কৃষকরা বঞ্চনার শিকার হচ্ছেন বলে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড় ।

3. "ভালো থেকো সুজাতা"

সুজাতা-কে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠাচ্ছেন সৌমিত্র খাঁ । আজই তৃণমূলে যোগ দেন সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা খাঁ । এরপরেই সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন সৌমিত্র খাঁ ।

4. "একজন স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে মিথ্যা তথ্য পরিবেশন মানায় না"

উনি কিছু কিছু কথা কাল সম্পূর্ণ মিথ্যা বলে গেছেন ৷ "গার্বেজ অফ লাই ৷" গতকাল আমি উত্তর দেব ৷ নবান্নে সাংবাদিক বৈঠকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

5. "কাছাকাছি মনে হলেও, শনি ও বৃহস্পতি থাকছে 73 কোটি কিলোমিটার দূরে"

আজ এই দুটি গ্রহের মধ্যে গড় দূরত্ব থাকবে 73 কোটি কিলোমিটার । কিন্তু পৃথিবী থেকে দেখলে মনে হবে আকাশে গা ঘেঁষাঘেষি করে দুটি গ্রহ দাঁড়িয়ে রয়েছে । দক্ষিণ পশ্চিম আকাশে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য ৷

6. ক্ষমতা-প্রদর্শনের লড়াই, বোলপুরে এবার রোড শো মমতার

পদ্মশিবিরকে চ্যালেঞ্জ জানাতে তৈরি তৃণমূল । এবার বোলপুরের ডাকবাংলো মাঠ থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

7. 23 তারিখে কাঁথিতে জনসভা তৃণমূলের, পালটা পদযাত্রা শুভেন্দুর

শুভেন্দুর গড়েই এবার কর্মসূচি তৃণমূলের। পালটা ময়দানে নামছেন শুভেন্দু।

8. অবস্থান বিক্ষোভে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপকরা

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অশিক্ষক কর্মীদের পর এবার অতিথি অধ্যাপক সংগঠনের তরফে শুরু হল অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ । সংগঠনের দাবি, তাদের সরকারি সুযোগ-সুবিধা নির্দেশিকা মাফিক দেওয়া হয় না ৷ সেই কারণেই তারা বাধ্য হয়ে এই আন্দোলনে বসেছে ৷

9. শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শদাতা জ্যাক ক্যালিস

2 জানুয়ারি ইংল্যান্ড ক্রিকেট দল শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে। সেই দলে খেলোয়াড়রা ছাড়া থাকবেন সাতজন কোচ। সেই সাতজনের মধ্যে একজন প্রাক্তন প্রোটিয়া এই ক্রিকেট তারকা জ্যাক ক্যালিস। তিনি এই প্রথমবার ইংল্যান্ড দলের সঙ্গে যুক্ত হলেন।

10. সিএএ ও এনআরসি নিয়ে ফের সুর চড়ালেন শান্তনু ঠাকুর

সোমবার দুপুরে সিএএ ও এনআরসি নিয়ে ফের সুর চড়ালেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর । এখনও কেন এগুলি কার্যকর হল না তা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন তিনি । রায়গঞ্জ রেলস্টেশনে মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে একটি জমায়েত করেন । সেখানে সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.