ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news 9pm
টপ নিউজ়
author img

By

Published : Dec 4, 2020, 9:07 PM IST

"সাহস থাকলে সঙ্গে থাকুন, না হলে লুটেরাদের কাছে যান"

"সাহস থাকলে আমার কাছে থাকুন। না হলে লুটেরাদের কাছে চলে যান।" আজ দল বিরোধীদের এই কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়া আগামী 6 ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে বঙ্গধ্বনি পদযাত্রা করার নির্দেশ দেন তিনি ৷

কৃষক সংগঠনের ডাকে 8 ডিসেম্বর ভারত বনধ

আগামীকাল ফের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল । কিন্তু তার আগেই কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা ভারত বনধের ডাক দিলেন । এছাড়াও তাদের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে ।

কৃষকদের সঙ্গে ফোনে কথা মমতার, "পাশে থাকার" আশ্বাস

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের মাধ্যমে তিনি কৃষক নেতাদের সঙ্গে কথা বলেন । পাশাপাশি আশ্বাস দেন, তৃণমূল কংগ্রেস সব সময় তাঁদের পাশে রয়েছে ।

হেনস্থার অভিযোগ, শোভনকে সঙ্গে নিয়ে রাজভবনে বৈশাখি

আল আমিন কলেজের প্রাক্তন টিচার ইনচার্জ বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ । আজ রাজ্যপালের কাছে গিয়ে সেই অভিযোগ জানান বৈশাখি ও শোভন চট্টোপাধ্যায় ।

ভ্যাকসিনের জন্য আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী

দেশে তিনটি পৃথক কোরোনা ভ্যাকসিনের ট্রায়াল চলছে ৷ ভ্যাকসিনের জন্য আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না ৷ সবুজ সংকেত মিললেই দেশে ভ্যাকসিন মিলবে ৷ দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

গ্রেটার হায়দরাবাদ পৌরনিগমের নির্বাচনে টিআরএস-কে জোর টক্কর বিজেপির

প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে ছিল বিজেপি । গণনা কিছুটা এগোতে এগিয়ে যায় টিআরএস । কিন্তু বেলা যত বাড়ছে টিআরএসকে জোর টক্কর দিচ্ছে গেরুয়া শিবির ।

পরেশ পালকে আইনি নোটিস সাধন পান্ডের মেয়ের

সাধন পান্ডের বিরুদ্ধে বেশ কয়েকটি ইশু নিয়ে সরব হন পরেশ পাল ৷ অভিযোগ, সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডের নামে কুরুচিকর মন্তব্য করেন পরেশ পাল ৷ এর জন্যই আইনি নোটিস পাঠিয়েছেন শ্রেয়া ৷

কৃষক আন্দোলন নিয়ে ট্রুডোর মন্তব্য়, ‘প্রভাব পড়তে পারে চুক্তিতে’, কানাডাকে বার্তা ভারতের

এবার কানাডার হাই কমিশনারকে ডেকে, ভারতের অভ্য়ন্তরীণ বিষয়ে নাকগলানো থেকে বিরত থাকতে বলা হল বিদেশমন্ত্রকের তরফে ৷ প্রসঙ্গত, গুরুপূর্ণিমায় কানাডার শিখদের এক অনুষ্ঠানে ভারতের কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগপ্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী ৷

প্রথম টি-20 তে 11 রানে জিতল টিম কোহলি

প্রথমে তিনি প্রথম একাদশেই ছিলেন না । কনকাশন-পরিবর্ত হিসেবে দলে ঢুকেছিলেন । আর জাদেজার পরিবর্ত হিসাবে দলে আসা সেই যুজবেন্দ্র চহালের ঘূর্ণিতেই দিশেহারা অস্ট্রেলিয়া । দল জিতল । গুরুত্বপূর্ণ মুহূর্তে তিন উইকেট তুলে চহাল ম্যাচের সেরা ।

কঙ্গনার বিরুদ্ধে একের পর এক মামলা, মজা পাচ্ছেন অভিনেত্রী ?

তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে । কখনও সরকারের পক্ষ থেকে, কখনও কোনও সাম্প্রদায়িক গোষ্ঠীর পক্ষ থেকে, কখনও আবার কোনও বিশেষ ব্যক্তির পক্ষ থেকে নানা কারণে কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছে । তবে এই বিষয় নিয়ে অভিনেত্রী একটুও চিন্তিত নন । বরং এসবের ফলে তিনি এক মহান ব্যক্তিত্বে উন্নীত হচ্ছেন বলে ধারণা কঙ্গনার ।

"সাহস থাকলে সঙ্গে থাকুন, না হলে লুটেরাদের কাছে যান"

"সাহস থাকলে আমার কাছে থাকুন। না হলে লুটেরাদের কাছে চলে যান।" আজ দল বিরোধীদের এই কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়া আগামী 6 ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে বঙ্গধ্বনি পদযাত্রা করার নির্দেশ দেন তিনি ৷

কৃষক সংগঠনের ডাকে 8 ডিসেম্বর ভারত বনধ

আগামীকাল ফের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল । কিন্তু তার আগেই কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা ভারত বনধের ডাক দিলেন । এছাড়াও তাদের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে ।

কৃষকদের সঙ্গে ফোনে কথা মমতার, "পাশে থাকার" আশ্বাস

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের মাধ্যমে তিনি কৃষক নেতাদের সঙ্গে কথা বলেন । পাশাপাশি আশ্বাস দেন, তৃণমূল কংগ্রেস সব সময় তাঁদের পাশে রয়েছে ।

হেনস্থার অভিযোগ, শোভনকে সঙ্গে নিয়ে রাজভবনে বৈশাখি

আল আমিন কলেজের প্রাক্তন টিচার ইনচার্জ বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ । আজ রাজ্যপালের কাছে গিয়ে সেই অভিযোগ জানান বৈশাখি ও শোভন চট্টোপাধ্যায় ।

ভ্যাকসিনের জন্য আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী

দেশে তিনটি পৃথক কোরোনা ভ্যাকসিনের ট্রায়াল চলছে ৷ ভ্যাকসিনের জন্য আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না ৷ সবুজ সংকেত মিললেই দেশে ভ্যাকসিন মিলবে ৷ দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

গ্রেটার হায়দরাবাদ পৌরনিগমের নির্বাচনে টিআরএস-কে জোর টক্কর বিজেপির

প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে ছিল বিজেপি । গণনা কিছুটা এগোতে এগিয়ে যায় টিআরএস । কিন্তু বেলা যত বাড়ছে টিআরএসকে জোর টক্কর দিচ্ছে গেরুয়া শিবির ।

পরেশ পালকে আইনি নোটিস সাধন পান্ডের মেয়ের

সাধন পান্ডের বিরুদ্ধে বেশ কয়েকটি ইশু নিয়ে সরব হন পরেশ পাল ৷ অভিযোগ, সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডের নামে কুরুচিকর মন্তব্য করেন পরেশ পাল ৷ এর জন্যই আইনি নোটিস পাঠিয়েছেন শ্রেয়া ৷

কৃষক আন্দোলন নিয়ে ট্রুডোর মন্তব্য়, ‘প্রভাব পড়তে পারে চুক্তিতে’, কানাডাকে বার্তা ভারতের

এবার কানাডার হাই কমিশনারকে ডেকে, ভারতের অভ্য়ন্তরীণ বিষয়ে নাকগলানো থেকে বিরত থাকতে বলা হল বিদেশমন্ত্রকের তরফে ৷ প্রসঙ্গত, গুরুপূর্ণিমায় কানাডার শিখদের এক অনুষ্ঠানে ভারতের কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগপ্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী ৷

প্রথম টি-20 তে 11 রানে জিতল টিম কোহলি

প্রথমে তিনি প্রথম একাদশেই ছিলেন না । কনকাশন-পরিবর্ত হিসেবে দলে ঢুকেছিলেন । আর জাদেজার পরিবর্ত হিসাবে দলে আসা সেই যুজবেন্দ্র চহালের ঘূর্ণিতেই দিশেহারা অস্ট্রেলিয়া । দল জিতল । গুরুত্বপূর্ণ মুহূর্তে তিন উইকেট তুলে চহাল ম্যাচের সেরা ।

কঙ্গনার বিরুদ্ধে একের পর এক মামলা, মজা পাচ্ছেন অভিনেত্রী ?

তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে । কখনও সরকারের পক্ষ থেকে, কখনও কোনও সাম্প্রদায়িক গোষ্ঠীর পক্ষ থেকে, কখনও আবার কোনও বিশেষ ব্যক্তির পক্ষ থেকে নানা কারণে কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছে । তবে এই বিষয় নিয়ে অভিনেত্রী একটুও চিন্তিত নন । বরং এসবের ফলে তিনি এক মহান ব্যক্তিত্বে উন্নীত হচ্ছেন বলে ধারণা কঙ্গনার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.