ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা - সেরা দশটি খবর

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news
author img

By

Published : Oct 29, 2020, 9:01 PM IST

1. রাজ্যে বাড়ছে সুস্থতার হার, দৈনিক সংক্রমণ আজও 4 হাজারের নিচে

রাজ্যে বর্তমানে সুস্থতার হার 88.02 শতাংশ । রোজই রাজ্যে সুস্থতার হার বাড়ছে । গতকাল সুস্থতার হার ছিল 87.90 শতাংশ ।

2. "ঘরে ঢুকে মেরেছি", পুলওয়ামা হামলা নিয়ে মন্তব্য পাকিস্তানের মন্ত্রীর

ঘরে ঢুকে ভারতকে মেরেছি । পাকিস্তানের সংসদে পুলওয়ামার বিষয়ে মন্তব্য করতে গিয়ে একথা বললেন পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরি ।

3. নীতীশের ব্যাটে ভর দিয়ে লড়াইয়ে কলকাতা

ওপেনারদের ভালো শুরুর পর ফের একবার পরপর উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স ৷ আজ টসে হেরে প্রথমে ব্যাট করে KKR ৷ দুই ওপেনার শুভমন গিল ও নীতীশ রাণা ভালো শুরু করেন ৷ দু’জনে জুটিতে 53 রান করেন ৷

4. জগদ্ধাত্রী ও কালীপুজোতেও বিধিনিষেধ আরোপ হোক, হাইকোর্টে জনস্বার্থ মামলা

দুর্গাপুজোয় মণ্ডপগুলিকে নো এন্ট্রি জ়োন হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । এবার জগদ্ধাত্রীপুজো, কালীপুজো ও ছটপুজোতেও একইরকম বিধিনিষেধ আরোপ করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা করা হল ।

5. স্বামীর মৃতদেহ খাটের তলায়, প্রেমিকের সঙ্গে সহবাস করেছিল স্বপ্না

খুনের পর স্বামীর দেহ প্রেমিকের খাটের তলায় রেখেছিল স্বপ্না । সেই খাটেই সারারাত প্রেমিক সুজিতের সঙ্গে ঘুমিয়েছিল । এমনকী সে রাতেই দু'বার সহবাসও করে তারা । পুলিশি জেরায় উঠে এল এমনই তথ্য ।

6. গোটা দেশের জন্য একটিই বুকিং নম্বর ইন্ডেনের, চালু হবে শীঘ্রই

বর্তমানে ইন্ডেনের সিলিন্ডার বুকিংয়ের জন্য প্রতিটি টেলিকম সার্কেলে পৃথক পৃথক নম্বর রয়েছে । এই ব্যবস্থা 31 অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে এবং গোটা দেশব্যাপী একটি নম্বর চালু হবে ।

7. ফ্রান্সের চার্চে ছুরি নিয়ে হামলা , মহিলার মুণ্ডচ্ছেদ ; মৃত আরও 2

ফ্রান্সের নাইস শহরের চার্চে এক দুষ্কৃতীর ছুরির হামলায় মৃত্যু হল তিনজনের । তার মধ্য়ে এক মহিলার মাথা কেটে খুন করে ওই দুষ্কৃতী ।

8. পিছল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

5 নভেম্বর থেকে 26 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে পিছিয়ে গেল এই অনুষ্ঠান । নভেম্বরের পরিবর্তে আগামী বছর জানুয়ারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে । আজ টুইট করে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

9. "রাজ্যপালের মতো কাজ করছেন না ধনকড়", সরব কংগ্রেস-তৃণমূল-CPI(M)

রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দিল্লিতে বৈঠকে বসেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেখানে তিনি রাজ্য নিয়ে একাধিক অভিযোগ করেন ৷ এমনকী সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যপাল ৷ তবে তাঁর এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন ও অমূলক বলে দাবি করেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷

10. VC-কে সমর্থন, চেয়ারম্যানকে সাসপেন্ড করল দিল্লি বিশ্ববিদ্যালয়

রাজীব নয়ন দয়াল সিং কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন ৷ তাঁকে সাসপেন্ডের নোটিস দেন জয়েন্ট রেজিস্টার এস কে ডোগরা ৷ বিতর্ক তৈরি হওয়ার পর সোশাল মিডিয়ায় যোগেশ ত্যাগীর সমর্থনে একটি বার্তা পোস্ট করেন রাজীব নয়ন ৷

1. রাজ্যে বাড়ছে সুস্থতার হার, দৈনিক সংক্রমণ আজও 4 হাজারের নিচে

রাজ্যে বর্তমানে সুস্থতার হার 88.02 শতাংশ । রোজই রাজ্যে সুস্থতার হার বাড়ছে । গতকাল সুস্থতার হার ছিল 87.90 শতাংশ ।

2. "ঘরে ঢুকে মেরেছি", পুলওয়ামা হামলা নিয়ে মন্তব্য পাকিস্তানের মন্ত্রীর

ঘরে ঢুকে ভারতকে মেরেছি । পাকিস্তানের সংসদে পুলওয়ামার বিষয়ে মন্তব্য করতে গিয়ে একথা বললেন পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ চৌধুরি ।

3. নীতীশের ব্যাটে ভর দিয়ে লড়াইয়ে কলকাতা

ওপেনারদের ভালো শুরুর পর ফের একবার পরপর উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স ৷ আজ টসে হেরে প্রথমে ব্যাট করে KKR ৷ দুই ওপেনার শুভমন গিল ও নীতীশ রাণা ভালো শুরু করেন ৷ দু’জনে জুটিতে 53 রান করেন ৷

4. জগদ্ধাত্রী ও কালীপুজোতেও বিধিনিষেধ আরোপ হোক, হাইকোর্টে জনস্বার্থ মামলা

দুর্গাপুজোয় মণ্ডপগুলিকে নো এন্ট্রি জ়োন হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । এবার জগদ্ধাত্রীপুজো, কালীপুজো ও ছটপুজোতেও একইরকম বিধিনিষেধ আরোপ করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা করা হল ।

5. স্বামীর মৃতদেহ খাটের তলায়, প্রেমিকের সঙ্গে সহবাস করেছিল স্বপ্না

খুনের পর স্বামীর দেহ প্রেমিকের খাটের তলায় রেখেছিল স্বপ্না । সেই খাটেই সারারাত প্রেমিক সুজিতের সঙ্গে ঘুমিয়েছিল । এমনকী সে রাতেই দু'বার সহবাসও করে তারা । পুলিশি জেরায় উঠে এল এমনই তথ্য ।

6. গোটা দেশের জন্য একটিই বুকিং নম্বর ইন্ডেনের, চালু হবে শীঘ্রই

বর্তমানে ইন্ডেনের সিলিন্ডার বুকিংয়ের জন্য প্রতিটি টেলিকম সার্কেলে পৃথক পৃথক নম্বর রয়েছে । এই ব্যবস্থা 31 অক্টোবর থেকে বন্ধ হয়ে যাবে এবং গোটা দেশব্যাপী একটি নম্বর চালু হবে ।

7. ফ্রান্সের চার্চে ছুরি নিয়ে হামলা , মহিলার মুণ্ডচ্ছেদ ; মৃত আরও 2

ফ্রান্সের নাইস শহরের চার্চে এক দুষ্কৃতীর ছুরির হামলায় মৃত্যু হল তিনজনের । তার মধ্য়ে এক মহিলার মাথা কেটে খুন করে ওই দুষ্কৃতী ।

8. পিছল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

5 নভেম্বর থেকে 26 তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) শুরু হওয়ার কথা ছিল । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে পিছিয়ে গেল এই অনুষ্ঠান । নভেম্বরের পরিবর্তে আগামী বছর জানুয়ারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে । আজ টুইট করে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

9. "রাজ্যপালের মতো কাজ করছেন না ধনকড়", সরব কংগ্রেস-তৃণমূল-CPI(M)

রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দিল্লিতে বৈঠকে বসেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেখানে তিনি রাজ্য নিয়ে একাধিক অভিযোগ করেন ৷ এমনকী সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যপাল ৷ তবে তাঁর এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন ও অমূলক বলে দাবি করেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷

10. VC-কে সমর্থন, চেয়ারম্যানকে সাসপেন্ড করল দিল্লি বিশ্ববিদ্যালয়

রাজীব নয়ন দয়াল সিং কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন ৷ তাঁকে সাসপেন্ডের নোটিস দেন জয়েন্ট রেজিস্টার এস কে ডোগরা ৷ বিতর্ক তৈরি হওয়ার পর সোশাল মিডিয়ায় যোগেশ ত্যাগীর সমর্থনে একটি বার্তা পোস্ট করেন রাজীব নয়ন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.