ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা - news at a glance

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news at 7 pm
top news at 7 pm
author img

By

Published : Jan 8, 2021, 6:59 PM IST

1. দু'সপ্তাহের মধ্যে 2009 সালের পরীক্ষার্থীদের প্যানেল প্রকাশের নির্দেশ হাইকোর্টের

মামলাকারীদের তরফের আইনজীবী আলি এহসান আলমগির জানান, ‘‘2009 সালে নিয়োগ প্রক্রিয়ায় সব জেলায় নিয়োগ হয়ে গেলেও মূলত হাওড়া, মালদা ও দুই চব্বিশ পরগনার প্রার্থীদের নিয়োগ করা হয়নি । এদের প্যানেলও প্রকাশ করা হয়নি । প্যানেল প্রকাশ করতে না পারলেও তা তৈরি হয়ে গিয়েছিল বলে চাকরিপ্রার্থীরা আরটিআই করে জানতে পারেন । এরপর প্যানেল প্রকাশের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ওই প্রার্থীরা । পরে সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় । সুপ্রিম কোর্ট মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় । "

2. 26/11-র মূলচক্রী লকভিকে 15 বছরের কারাদণ্ড দিল পাক আদালত

রাষ্ট্রসংঘ সারা বিশ্বের জঙ্গিদের যে তালিকা তৈরি করে রেখেছে, সেই তালিকায় নাম রয়েছে 61 বছরের জাকিউরের। সে আগেও গ্রেপ্তার হয়েছিল। 2015 সালে তার জামিন হয়। সম্প্রতি পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট তাকে গ্রেপ্তার করে। তার পরই তার সাজা হল।

3. এবার সিনেমা হলে 100 শতাংশ দর্শক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই অনুষ্ঠানে সিনেমা হলের আসন সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, "কোরোনা পরিস্থিতির জেরে হলের দর্শক আসন 50 থেকে বাড়িয়ে 100 শতাংশ করা হল । তবে মাস্ক ও স্যানিটাইজ়ার বাধ্যতামূলক । একটা শো হয়ে যাওয়ার পর হল স্যানিটাইজ় করতে হবে ।"

4. চিটফান্ড নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানাবেন অধীর

চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে এবার সরব কংগ্রেস। এই ইশুতে আজই রাজ্যপালের দ্বারস্থ হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি।

5. চায়ে পে চর্চায় বাংলাকে কালিমালিপ্ত করা হচ্ছে : পার্থ

একই সঙ্গে রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক কর্মসূচির কথা এদিন তিনি তাঁর সাংবাদিক বৈঠকে তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লাইনে দাঁড়িয়ে নিজের স্বাস্থ্যসাথী কার্ড নিয়েছেন, সেই ঘটনার উদাহরণ টেনেছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন, অন্য কোনও মুখ্যমন্ত্রীর কি এমন নজির আছে?

6.সশরীরে থাকতে না পেরে কেআইএফএফকে "মিস" করছেন শাহরুখ

কোরোনা পরিস্থিতির কারণে এবার 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে যোগ দিতে পারেননি শাহরুথ খান । তবে ভার্চুয়াল মাধ্যমে মুম্বই থেকেই অনুষ্ঠানে যোগ দেন তিনি । বলেন, "কলকাতাকে আমি খুব মিস করছি । 2011 সাল থেকে প্রতিবছর উদ্বোধনী অনুষ্ঠানে থাকি । কিন্তু, এবার থাকতে পারলাম না । তবে শীঘ্রই কলকাতায় যাব ।"

7. নেতাজির ভাইঝির প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

চিত্রা ঘোষ রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার পর তিনি শিক্ষাজগতের সঙ্গে যুক্ত হন। দীর্ঘ সময় তিনি বেথুন কলেজে শিক্ষকতা করেছেন।

8.মমতা অসহায় ! বিস্ফোরক রুদ্র

প্রথমে ছিল বাম সমর্থক হিসেবে পরিচিতি । রাজ্যে ৩৪ বছরের পালাবদলের পর তৃণমূলের মঞ্চে দেখা যায় তাঁকে । ক্রমে হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি কাছের মানুষ । রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব পান । কিন্তু গত দুই-তিন বছর ধরে রাজ্য সরকারের সঙ্গে দূরত্বটা চোখে পড়ছিল বারবার । সম্প্রতি সেই রুদ্রনীল ঘোষের বাড়িতে দুই বিজেপি নেতার আগমন ঘিরে জল্পনা তুঙ্গে ওঠে ‌। তাহলে কি টলিপাড়ার এই পরিচিত মুখ এবার গেরুয়া শিবিরে ? বর্তমান শাসকদল সম্পর্কে তাঁর মূল্যায়নই বা কী ? ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে খোলামেলা রুদ্রনীল ঘোষ ।

9. গঙ্গাসাগর নিয়ে রাজ্যের কাজে সন্তুষ্ট হাইকোর্ট, 13 জানুয়ারি নির্দেশিকা

গঙ্গাসাগর মেলা নিয়ে এখন পর্যন্ত রাজ্য সরকার যা যা ব্যবস্থা গ্রহণ করেছে তাতে সন্তুষ্ট হাইকোর্ট । জানাল বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

10.338 রানে থামল অস্ট্রেলিয়া, দ্বিতীয় দিনের শেষে ভারত 2 উইকেটে 96

শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে ভারত । এখন ব্যাটিংয়ের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ পূজারা ও রাহানে । দিনের শেষে 2 উইকেট হারিয়ে 96 রান তুলে নিয়েছে ভারত ।

1. দু'সপ্তাহের মধ্যে 2009 সালের পরীক্ষার্থীদের প্যানেল প্রকাশের নির্দেশ হাইকোর্টের

মামলাকারীদের তরফের আইনজীবী আলি এহসান আলমগির জানান, ‘‘2009 সালে নিয়োগ প্রক্রিয়ায় সব জেলায় নিয়োগ হয়ে গেলেও মূলত হাওড়া, মালদা ও দুই চব্বিশ পরগনার প্রার্থীদের নিয়োগ করা হয়নি । এদের প্যানেলও প্রকাশ করা হয়নি । প্যানেল প্রকাশ করতে না পারলেও তা তৈরি হয়ে গিয়েছিল বলে চাকরিপ্রার্থীরা আরটিআই করে জানতে পারেন । এরপর প্যানেল প্রকাশের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন ওই প্রার্থীরা । পরে সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় । সুপ্রিম কোর্ট মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায় । "

2. 26/11-র মূলচক্রী লকভিকে 15 বছরের কারাদণ্ড দিল পাক আদালত

রাষ্ট্রসংঘ সারা বিশ্বের জঙ্গিদের যে তালিকা তৈরি করে রেখেছে, সেই তালিকায় নাম রয়েছে 61 বছরের জাকিউরের। সে আগেও গ্রেপ্তার হয়েছিল। 2015 সালে তার জামিন হয়। সম্প্রতি পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট তাকে গ্রেপ্তার করে। তার পরই তার সাজা হল।

3. এবার সিনেমা হলে 100 শতাংশ দর্শক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এই অনুষ্ঠানে সিনেমা হলের আসন সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, "কোরোনা পরিস্থিতির জেরে হলের দর্শক আসন 50 থেকে বাড়িয়ে 100 শতাংশ করা হল । তবে মাস্ক ও স্যানিটাইজ়ার বাধ্যতামূলক । একটা শো হয়ে যাওয়ার পর হল স্যানিটাইজ় করতে হবে ।"

4. চিটফান্ড নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানাবেন অধীর

চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে এবার সরব কংগ্রেস। এই ইশুতে আজই রাজ্যপালের দ্বারস্থ হবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি।

5. চায়ে পে চর্চায় বাংলাকে কালিমালিপ্ত করা হচ্ছে : পার্থ

একই সঙ্গে রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক কর্মসূচির কথা এদিন তিনি তাঁর সাংবাদিক বৈঠকে তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লাইনে দাঁড়িয়ে নিজের স্বাস্থ্যসাথী কার্ড নিয়েছেন, সেই ঘটনার উদাহরণ টেনেছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন, অন্য কোনও মুখ্যমন্ত্রীর কি এমন নজির আছে?

6.সশরীরে থাকতে না পেরে কেআইএফএফকে "মিস" করছেন শাহরুখ

কোরোনা পরিস্থিতির কারণে এবার 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে যোগ দিতে পারেননি শাহরুথ খান । তবে ভার্চুয়াল মাধ্যমে মুম্বই থেকেই অনুষ্ঠানে যোগ দেন তিনি । বলেন, "কলকাতাকে আমি খুব মিস করছি । 2011 সাল থেকে প্রতিবছর উদ্বোধনী অনুষ্ঠানে থাকি । কিন্তু, এবার থাকতে পারলাম না । তবে শীঘ্রই কলকাতায় যাব ।"

7. নেতাজির ভাইঝির প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

চিত্রা ঘোষ রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার পর তিনি শিক্ষাজগতের সঙ্গে যুক্ত হন। দীর্ঘ সময় তিনি বেথুন কলেজে শিক্ষকতা করেছেন।

8.মমতা অসহায় ! বিস্ফোরক রুদ্র

প্রথমে ছিল বাম সমর্থক হিসেবে পরিচিতি । রাজ্যে ৩৪ বছরের পালাবদলের পর তৃণমূলের মঞ্চে দেখা যায় তাঁকে । ক্রমে হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি কাছের মানুষ । রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব পান । কিন্তু গত দুই-তিন বছর ধরে রাজ্য সরকারের সঙ্গে দূরত্বটা চোখে পড়ছিল বারবার । সম্প্রতি সেই রুদ্রনীল ঘোষের বাড়িতে দুই বিজেপি নেতার আগমন ঘিরে জল্পনা তুঙ্গে ওঠে ‌। তাহলে কি টলিপাড়ার এই পরিচিত মুখ এবার গেরুয়া শিবিরে ? বর্তমান শাসকদল সম্পর্কে তাঁর মূল্যায়নই বা কী ? ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে খোলামেলা রুদ্রনীল ঘোষ ।

9. গঙ্গাসাগর নিয়ে রাজ্যের কাজে সন্তুষ্ট হাইকোর্ট, 13 জানুয়ারি নির্দেশিকা

গঙ্গাসাগর মেলা নিয়ে এখন পর্যন্ত রাজ্য সরকার যা যা ব্যবস্থা গ্রহণ করেছে তাতে সন্তুষ্ট হাইকোর্ট । জানাল বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

10.338 রানে থামল অস্ট্রেলিয়া, দ্বিতীয় দিনের শেষে ভারত 2 উইকেটে 96

শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে ভারত । এখন ব্যাটিংয়ের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ পূজারা ও রাহানে । দিনের শেষে 2 উইকেট হারিয়ে 96 রান তুলে নিয়েছে ভারত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.