ETV Bharat / bharat

টপ নিউজ়@ দুপুর 3 টে - top news @ 3 pm

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 3 pm
টপ নিউজ়@ দুপুর 3 টে
author img

By

Published : Aug 4, 2020, 3:05 PM IST

1. বারুইপুর কাছারি বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত 100-র বেশি দোকান

দক্ষিণ 24 পরগনার বৃহত্তম বাজার বারুইপুর কাছারি বাজারে ভয়াবহ আগুন। সোমবার গভীর রাতে আগুন লাগে বাজারে। সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 11টি ইঞ্জিন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার সম্পত্তি ।

2. 370 ধারা বাতিলের বর্ষপূর্তিতে অশান্তির আশঙ্কা, কাশ্মীরে জারি কারফিউ

4 ও 5 অগাস্ট কাশ্মীরে জারি কারফিউ। তবে কোভিড-19 পরিস্থিতিতে বহাল থাকবে জরুরি পরিষেবা।

3. রায়গঞ্জে সহকর্মীর গুলিতে মৃত্যু দুই BSF জওয়ানের

রায়গঞ্জের মালদাখণ্ড সীমান্তে সহকর্মীর গুলিতে মৃত্যু হল দুই BSF জওয়ানের। ঘটনায় আটক অভিযুক্ত জওয়ান।

4. শ্রীনগর-বারমুল্লা জাতীয় সড়কে উদ্ধার IED , নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

ট্যাপার পাট্টান এলাকার পেট্রল পাম্পের কাছ থেকে বিস্ফোরকটি উদ্ধার করা হয় । বম্ব স্কোয়াড ওই বিস্ফোরকটি নিষ্ক্রিয় করে ।

5. একদিনে সংক্রমিত 52 হাজারের বেশি, 24 ঘণ্টায় রেকর্ড টেস্ট

ভারতে একদিনে সবথেকে বেশি টেস্ট করা হয়েছে । শেষ 24 ঘণ্টায় 6 লাখ 61 হাজার 715 টি পরীক্ষা করা হয়েছে ।

6. রামমন্দিরের ভূমিপুজোর দিনক্ষণ ঠিক করা পুরোহিতকে হুমকি ফোন

কর্নাটকের বেলাগাবির শাস্ত্রীনগর এলাকার বাসিন্দা পুরোহিত বিজয়েন্দ্রকে কয়েকদিনে প্রায় 60 বার ফোন করে হুমকি দেওয়া হয় ৷

7. "পাকিস্তান সন্ত্রাসবাদের স্নায়ুকেন্দ্র", রাষ্ট্রসংঘে মন্তব্য ভারতীয় রাষ্ট্রদূতের

রাষ্ট্রসংঘে ইসলামবাদের কড়া সমালোচনা করলেন ভারতের স্থায়ী প্রতিনিধি বা রাষ্ট্রদূত টি এস তিরুমূর্তি ৷ তিনি মন্তব্য করেন, আন্তর্জাতিক স্তরে তালিকাভুক্ত সর্বাধিক সংখ্যক সন্ত্রাসবাদীদের ও জঙ্গি সংগঠনগুলির ঘর পাকিস্তান ৷

8. কোরোনায় সংক্রমিত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও

কোরোনা সংক্রমিত হলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া । মণিপাল হাসপাতালে চিকিৎসাধীন তিনি । আজ নিজেই টুইট করে সংক্রমণের কথা জানান ।

9. স্পনসরশিপের সিদ্ধান্ত পুর্নবিবেচনার দাবি , IPL বয়কটের হুঁশিয়ারি স্বদেশী জাগরণ মঞ্চের

দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে ৷ স্বদেশী জাগরণ মঞ্চ এই আন্দোলনের প্রথম সারিতে রয়েছে ৷

10. দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সর্তকতা

নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূমে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ।

1. বারুইপুর কাছারি বাজারে বিধ্বংসী আগুন, ভস্মীভূত 100-র বেশি দোকান

দক্ষিণ 24 পরগনার বৃহত্তম বাজার বারুইপুর কাছারি বাজারে ভয়াবহ আগুন। সোমবার গভীর রাতে আগুন লাগে বাজারে। সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থানে পৌঁছেছে দমকলের 11টি ইঞ্জিন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার সম্পত্তি ।

2. 370 ধারা বাতিলের বর্ষপূর্তিতে অশান্তির আশঙ্কা, কাশ্মীরে জারি কারফিউ

4 ও 5 অগাস্ট কাশ্মীরে জারি কারফিউ। তবে কোভিড-19 পরিস্থিতিতে বহাল থাকবে জরুরি পরিষেবা।

3. রায়গঞ্জে সহকর্মীর গুলিতে মৃত্যু দুই BSF জওয়ানের

রায়গঞ্জের মালদাখণ্ড সীমান্তে সহকর্মীর গুলিতে মৃত্যু হল দুই BSF জওয়ানের। ঘটনায় আটক অভিযুক্ত জওয়ান।

4. শ্রীনগর-বারমুল্লা জাতীয় সড়কে উদ্ধার IED , নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

ট্যাপার পাট্টান এলাকার পেট্রল পাম্পের কাছ থেকে বিস্ফোরকটি উদ্ধার করা হয় । বম্ব স্কোয়াড ওই বিস্ফোরকটি নিষ্ক্রিয় করে ।

5. একদিনে সংক্রমিত 52 হাজারের বেশি, 24 ঘণ্টায় রেকর্ড টেস্ট

ভারতে একদিনে সবথেকে বেশি টেস্ট করা হয়েছে । শেষ 24 ঘণ্টায় 6 লাখ 61 হাজার 715 টি পরীক্ষা করা হয়েছে ।

6. রামমন্দিরের ভূমিপুজোর দিনক্ষণ ঠিক করা পুরোহিতকে হুমকি ফোন

কর্নাটকের বেলাগাবির শাস্ত্রীনগর এলাকার বাসিন্দা পুরোহিত বিজয়েন্দ্রকে কয়েকদিনে প্রায় 60 বার ফোন করে হুমকি দেওয়া হয় ৷

7. "পাকিস্তান সন্ত্রাসবাদের স্নায়ুকেন্দ্র", রাষ্ট্রসংঘে মন্তব্য ভারতীয় রাষ্ট্রদূতের

রাষ্ট্রসংঘে ইসলামবাদের কড়া সমালোচনা করলেন ভারতের স্থায়ী প্রতিনিধি বা রাষ্ট্রদূত টি এস তিরুমূর্তি ৷ তিনি মন্তব্য করেন, আন্তর্জাতিক স্তরে তালিকাভুক্ত সর্বাধিক সংখ্যক সন্ত্রাসবাদীদের ও জঙ্গি সংগঠনগুলির ঘর পাকিস্তান ৷

8. কোরোনায় সংক্রমিত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও

কোরোনা সংক্রমিত হলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া । মণিপাল হাসপাতালে চিকিৎসাধীন তিনি । আজ নিজেই টুইট করে সংক্রমণের কথা জানান ।

9. স্পনসরশিপের সিদ্ধান্ত পুর্নবিবেচনার দাবি , IPL বয়কটের হুঁশিয়ারি স্বদেশী জাগরণ মঞ্চের

দেশজুড়ে চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে ৷ স্বদেশী জাগরণ মঞ্চ এই আন্দোলনের প্রথম সারিতে রয়েছে ৷

10. দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সর্তকতা

নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বীরভূমে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.