ETV Bharat / bharat

টপ নিউজ @ সকাল 11 টা - টপ নিউজ

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ
টপ নিউজ
author img

By

Published : Jan 28, 2021, 11:06 AM IST

1. লালকেল্লায় জাতীয় পতাকার অপমান বরদাস্ত করা হবে না, বলল কেন্দ্র

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর বলেন, সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে এই হিংসার ঘটনার নিন্দা করার জন্য কোনও ভাষাই যথেষ্ট নয় ৷ তাঁর কথায়, দোষী যেই হোক না কেন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷


2. সৌরভকে দেখতে আজ কলকাতায় দেবী শেটি, স্টেন্ট বসানো নিয়ে আলোচনা

আজ সৌরভের বাকি দু'টি আর্টারিতে স্টেন্ট বসানো নিয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করবেন দেবী শেটি ৷ কত দ্রুত দু'টি স্টেন্ট বসানো যায় তা নিয়েই আলোচনা হবে ৷


3. হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ, দিল্লি পুলিশের এফআইআর-এ দীপ সিধুর নাম

তাদের দায়ের করা এফআইআর-এ দীপ সিধুর নাম রয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ ৷ অভিযোগ, 26 জানুয়ারির আগে থেকেই ফেসবুক পোস্ট ও ভাষণের মাধ্যমে কৃষকদের উসকানি দিয়েছিলেন তিনি ৷


4. শনিবার ঠাকুরনগরে শাহের সভা, 2 লাখ জমায়েতের টার্গেট বিজেপির

বিজেপি সূত্রে খবর, সভায় উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার দলীয় কর্মী-সমর্থকরা হাজির থাকবেন । পাশাপাশি, মতুয়াদের বিভিন্ন শাখার নেতাদের উপর জমায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে ।


5. ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় ধৃত 6

ইন্দ্রনীল সেনের কসবার বাড়ির সামনে বোমাবাজির পরই শহরের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় । গ্রেপ্তার করা হয় ছ'জনকে।


6. পর্যটকদের নতুন ঠিকানা হতে চলেছে ভুটানঘাট

আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভিতরে রয়েছে বিভিন্ন রঙের পাহাড় রয়েছে ভুটানঘাটে । তবে ভারত-ভুটান সীমান্তে অবস্থিত হওয়ায় এবং বক্সা টাইগার রিজ়ার্ভের ভিতর দিয়ে যেতে হয় বলে সাধারণ মানুষকে সেখানে যাওয়ার অনুমতি দেয় না বনদপ্তর । এবার ভুটানঘাট পর্যটকদের জন্য খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে পর্যটন দপ্তর । এর জন্য ডে কেয়ার সেন্টার চালু করা হচ্ছে ।


7. ছাড়া পেলেন শশীকলা, এবার কী হবে তামিলনাড়ুতে?

বিধানসভা নির্বাচনে কি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে উঠে আসবেন শশীকলা আর প্রিন্স জেবাকুমার?


8. এবার আরও বেশি সংখ্যক দর্শক সিনেমা হলে

এখন থেকে 50 শতাংশ নয়, তার থেকে বেশি সংখ্যক দর্শক সিনেমা হলে যেতে পারবেন । এছাড়া সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে সুইমিং পুল ।


9. কৌশিকের প্রথম হিন্দি ছবি 'মনোহর পান্ডে'-র শুটিং শুরু কলকাতায়

আজ থেকে কলকাতায় শুরু হল কৌশিক গাঙ্গুলির প্রথম হিন্দি ছবির শুটিং । কুমোরটুলিতে শুটিং করা হচ্ছে বলে জানা গিয়েছে । মুখ্যচরিত্রে রয়েছেন রঘুবীর যাদব, সৌরভ শুক্ল ও সুপ্রিয়া পাঠক ।


10. বল বাউন্ডারি সীমানা অতিক্রম করলেই ভরত অরুণের উপর চিৎকার করেন শাস্ত্রী !

ভরত অরুণ বলেন, "ও (রবি শাস্ত্রী) ড্রেসিংরুম থেকে ম্যাচের উপর পুরো নজর রাখে ৷ কিন্তু একজন বোলারের জন্য বল বাউন্ডারি সীমানা অতিক্রম করলে ও রেগে যায় ৷ ও চায় না বোলাররা একটিও রান দিক ! হ্যাঁ, এটাই ও চায় ৷

1. লালকেল্লায় জাতীয় পতাকার অপমান বরদাস্ত করা হবে না, বলল কেন্দ্র

কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর বলেন, সাধারণতন্ত্র দিবসে রাজধানীতে এই হিংসার ঘটনার নিন্দা করার জন্য কোনও ভাষাই যথেষ্ট নয় ৷ তাঁর কথায়, দোষী যেই হোক না কেন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷


2. সৌরভকে দেখতে আজ কলকাতায় দেবী শেটি, স্টেন্ট বসানো নিয়ে আলোচনা

আজ সৌরভের বাকি দু'টি আর্টারিতে স্টেন্ট বসানো নিয়ে মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করবেন দেবী শেটি ৷ কত দ্রুত দু'টি স্টেন্ট বসানো যায় তা নিয়েই আলোচনা হবে ৷


3. হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ, দিল্লি পুলিশের এফআইআর-এ দীপ সিধুর নাম

তাদের দায়ের করা এফআইআর-এ দীপ সিধুর নাম রয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ ৷ অভিযোগ, 26 জানুয়ারির আগে থেকেই ফেসবুক পোস্ট ও ভাষণের মাধ্যমে কৃষকদের উসকানি দিয়েছিলেন তিনি ৷


4. শনিবার ঠাকুরনগরে শাহের সভা, 2 লাখ জমায়েতের টার্গেট বিজেপির

বিজেপি সূত্রে খবর, সভায় উত্তর 24 পরগনা ও নদিয়া জেলার দলীয় কর্মী-সমর্থকরা হাজির থাকবেন । পাশাপাশি, মতুয়াদের বিভিন্ন শাখার নেতাদের উপর জমায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে ।


5. ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় ধৃত 6

ইন্দ্রনীল সেনের কসবার বাড়ির সামনে বোমাবাজির পরই শহরের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় । গ্রেপ্তার করা হয় ছ'জনকে।


6. পর্যটকদের নতুন ঠিকানা হতে চলেছে ভুটানঘাট

আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভিতরে রয়েছে বিভিন্ন রঙের পাহাড় রয়েছে ভুটানঘাটে । তবে ভারত-ভুটান সীমান্তে অবস্থিত হওয়ায় এবং বক্সা টাইগার রিজ়ার্ভের ভিতর দিয়ে যেতে হয় বলে সাধারণ মানুষকে সেখানে যাওয়ার অনুমতি দেয় না বনদপ্তর । এবার ভুটানঘাট পর্যটকদের জন্য খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে পর্যটন দপ্তর । এর জন্য ডে কেয়ার সেন্টার চালু করা হচ্ছে ।


7. ছাড়া পেলেন শশীকলা, এবার কী হবে তামিলনাড়ুতে?

বিধানসভা নির্বাচনে কি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে উঠে আসবেন শশীকলা আর প্রিন্স জেবাকুমার?


8. এবার আরও বেশি সংখ্যক দর্শক সিনেমা হলে

এখন থেকে 50 শতাংশ নয়, তার থেকে বেশি সংখ্যক দর্শক সিনেমা হলে যেতে পারবেন । এছাড়া সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে সুইমিং পুল ।


9. কৌশিকের প্রথম হিন্দি ছবি 'মনোহর পান্ডে'-র শুটিং শুরু কলকাতায়

আজ থেকে কলকাতায় শুরু হল কৌশিক গাঙ্গুলির প্রথম হিন্দি ছবির শুটিং । কুমোরটুলিতে শুটিং করা হচ্ছে বলে জানা গিয়েছে । মুখ্যচরিত্রে রয়েছেন রঘুবীর যাদব, সৌরভ শুক্ল ও সুপ্রিয়া পাঠক ।


10. বল বাউন্ডারি সীমানা অতিক্রম করলেই ভরত অরুণের উপর চিৎকার করেন শাস্ত্রী !

ভরত অরুণ বলেন, "ও (রবি শাস্ত্রী) ড্রেসিংরুম থেকে ম্যাচের উপর পুরো নজর রাখে ৷ কিন্তু একজন বোলারের জন্য বল বাউন্ডারি সীমানা অতিক্রম করলে ও রেগে যায় ৷ ও চায় না বোলাররা একটিও রান দিক ! হ্যাঁ, এটাই ও চায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.