ETV Bharat / bharat

টপ নিউজ @ দুপুর 1 টা - সেরা দশ

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top 1pm
টপ নিউজ
author img

By

Published : Jan 26, 2021, 1:06 PM IST

1 কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

কৃষকদের ট্র্যাক্টর মিছিলে লাঠিচার্জ করল পুলিশ ৷ একই সঙ্গে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও পাঠানো হয় ৷ সিঙ্ঘু সীমান্ত থেকে কৃষকদের ট্র্যাক্টর মিছিল দিল্লির সঞ্জয় গান্ধি ট্রান্সপোর্ট নগরে পৌঁছালে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ ৷

2 সিঙ্ঘু ও টিকরি সীমান্তে ব্যারিকেড ভাঙল কৃষকরা

টিকরি ও সিঙঘু সীমান্তে বিক্ষোভরত কৃষকরা পুলিশি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে ৷ কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে সিংঘু সীমান্তে ট্রাক্টর মিছিলে অংশগ্রহণ করেছে পাঁচ হাজারের বেশি আন্দোলনরত কৃষক ৷

3 এবার পদ্ম পুরস্কার পাচ্ছেন 119 জন, তালিকায় শিনজ়ো আবে-বালা সুব্রমনিয়ম

এই বছর পদ্ম পুরস্কারের তালিকায় রয়েছেন 119 জন । তার মধ্যে পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পাচ্ছেন যথাক্রমে 7 জন এবং 10 জন ৷ পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছে 102 জন ৷

4 ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করে অনুতপ্ত 'শ্যামবর্ণা' প্রিয়াঙ্কা

এক সময় নিজের গায়ের রঙ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন প্রিয়াঙ্কা চোপড়া । তখন ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনও করেছেন তিনি । আজ এসব কথা ভাবলে অনুতাপ হয় প্রিয়াঙ্কার ।

5 কুয়াশায় মোড়া শহর থেকে গ্রাম

সকাল থেকেই ঘন কুয়াশা ৷ পথঘাট প্রায় দেখা যাচ্ছে না ৷ উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় দৃশ্যমানতা নেমে এসেছে 50 মিটারের কাছাকাছি ৷ গতকালের থেকে কলকাতায় তাপমাত্রা কমেছে ৷ আগামী কয়েক দিন কলকাতায় তাপমাত্রার পারদ 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

6 জার্নালিজ়মের প্রবেশিকা পরীক্ষার শুরুতেই ছড়িয়ে পড়ল প্রশ্নপত্র, বিতর্কে যাদবপুর

জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশনে 2 বছরের স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য অনলাইনে প্রবেশিকা পরীক্ষার শুরু হতে না হতেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ল প্রশ্নপত্র। এই নিয়েই তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

7 "এবার 200 পার", তারাপীঠে পুজো দিয়ে বললেন দিলীপ

সাধারণতন্ত্র দিবসের সকালে তারাপীঠে পুজো দিয়ে দিলীপ ঘোষ বললেন, "এবার 200 পার।" এর আগে তারাপীঠে পুজো দিয়েছেন অনুব্রত মণ্ডল ৷ তিনি বলেছিলেন, এবার তৃণমূল পাবে 220 থেকে 230টি আসন । সাংবাদিকরা সেই প্রসঙ্গ তুলতে আগামী নির্বাচনে বিজেপি 200টির বেশি আসন পাবেন বলে জানালেন আত্মবিশ্বাসী বিজেপি সভাপতি ৷

8 সাতমাস পর দৈনিক সংক্রমণ 9 হাজারে, কমছে সক্রিয় আক্রান্তও

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 9 হাজার 102 জন । মৃত্যু হয়েছে 117 জনের ।

9 আমার ধৈর্যের সীমা আছে, ভেঙে গেলে অনেকের সমস্যা হবে : জিতেন্দ্র

"আমার ধৈর্যের সীমা আছে। তা ভেঙে গেলে অনেকের সমস্যা হবে।" বললেন পাণ্ডবেশ্বরে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি । পাণ্ডবেশ্বরে সোমবার বিকালে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে তৃণমূলের জনসভায় বক্তা ছিলেন তিনি ।

10 ভারত এখন ‘বিশ্বের ওষুধ প্রস্তুতকারক’, জাতির উদ্দেশে ভাষণে বললেন রাষ্ট্রপতি

72 তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এদিনের ভাষণে দেশের বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতির কথা তুলে ধরেছেন রাষ্ট্রপতি৷

1 কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

কৃষকদের ট্র্যাক্টর মিছিলে লাঠিচার্জ করল পুলিশ ৷ একই সঙ্গে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেলও পাঠানো হয় ৷ সিঙ্ঘু সীমান্ত থেকে কৃষকদের ট্র্যাক্টর মিছিল দিল্লির সঞ্জয় গান্ধি ট্রান্সপোর্ট নগরে পৌঁছালে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ ৷

2 সিঙ্ঘু ও টিকরি সীমান্তে ব্যারিকেড ভাঙল কৃষকরা

টিকরি ও সিঙঘু সীমান্তে বিক্ষোভরত কৃষকরা পুলিশি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে ৷ কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে সিংঘু সীমান্তে ট্রাক্টর মিছিলে অংশগ্রহণ করেছে পাঁচ হাজারের বেশি আন্দোলনরত কৃষক ৷

3 এবার পদ্ম পুরস্কার পাচ্ছেন 119 জন, তালিকায় শিনজ়ো আবে-বালা সুব্রমনিয়ম

এই বছর পদ্ম পুরস্কারের তালিকায় রয়েছেন 119 জন । তার মধ্যে পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পাচ্ছেন যথাক্রমে 7 জন এবং 10 জন ৷ পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছে 102 জন ৷

4 ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করে অনুতপ্ত 'শ্যামবর্ণা' প্রিয়াঙ্কা

এক সময় নিজের গায়ের রঙ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন প্রিয়াঙ্কা চোপড়া । তখন ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনও করেছেন তিনি । আজ এসব কথা ভাবলে অনুতাপ হয় প্রিয়াঙ্কার ।

5 কুয়াশায় মোড়া শহর থেকে গ্রাম

সকাল থেকেই ঘন কুয়াশা ৷ পথঘাট প্রায় দেখা যাচ্ছে না ৷ উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় দৃশ্যমানতা নেমে এসেছে 50 মিটারের কাছাকাছি ৷ গতকালের থেকে কলকাতায় তাপমাত্রা কমেছে ৷ আগামী কয়েক দিন কলকাতায় তাপমাত্রার পারদ 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

6 জার্নালিজ়মের প্রবেশিকা পরীক্ষার শুরুতেই ছড়িয়ে পড়ল প্রশ্নপত্র, বিতর্কে যাদবপুর

জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশনে 2 বছরের স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য অনলাইনে প্রবেশিকা পরীক্ষার শুরু হতে না হতেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ল প্রশ্নপত্র। এই নিয়েই তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

7 "এবার 200 পার", তারাপীঠে পুজো দিয়ে বললেন দিলীপ

সাধারণতন্ত্র দিবসের সকালে তারাপীঠে পুজো দিয়ে দিলীপ ঘোষ বললেন, "এবার 200 পার।" এর আগে তারাপীঠে পুজো দিয়েছেন অনুব্রত মণ্ডল ৷ তিনি বলেছিলেন, এবার তৃণমূল পাবে 220 থেকে 230টি আসন । সাংবাদিকরা সেই প্রসঙ্গ তুলতে আগামী নির্বাচনে বিজেপি 200টির বেশি আসন পাবেন বলে জানালেন আত্মবিশ্বাসী বিজেপি সভাপতি ৷

8 সাতমাস পর দৈনিক সংক্রমণ 9 হাজারে, কমছে সক্রিয় আক্রান্তও

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 9 হাজার 102 জন । মৃত্যু হয়েছে 117 জনের ।

9 আমার ধৈর্যের সীমা আছে, ভেঙে গেলে অনেকের সমস্যা হবে : জিতেন্দ্র

"আমার ধৈর্যের সীমা আছে। তা ভেঙে গেলে অনেকের সমস্যা হবে।" বললেন পাণ্ডবেশ্বরে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি । পাণ্ডবেশ্বরে সোমবার বিকালে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে তৃণমূলের জনসভায় বক্তা ছিলেন তিনি ।

10 ভারত এখন ‘বিশ্বের ওষুধ প্রস্তুতকারক’, জাতির উদ্দেশে ভাষণে বললেন রাষ্ট্রপতি

72 তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ এদিনের ভাষণে দেশের বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতির কথা তুলে ধরেছেন রাষ্ট্রপতি৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.