ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 1টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news
top news
author img

By

Published : Sep 19, 2020, 1:05 PM IST

1. পশ্চিমবঙ্গ ও কেরালা থেকে গ্রেপ্তার 9 আলকায়দা জঙ্গি

কেরালা ও পশ্চিমবঙ্গ থেকে 9 আলকায়দা জঙ্গিকে গ্রেপ্তার করল NIA ৷ দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নিরীহদের খুন করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা ছিল তাদের ৷

2. প্রয়াত সংগীতশিল্পী পূর্বা দাম

প্রয়াত রবীন্দ্র সংগীতশিল্পী পূর্বা দাম । আজ সকালে নিজের বাড়িতেই ঘুমের মধ্যে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

3. ভাঙড়ে জমি বিবাদের জেরে সংঘর্ষ, আহত 12

ভাঙড়ে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও জমি কমিটির সদস্যরা । উভয় পক্ষের সংঘর্ষে আহত প্রায় 12 জন ।

4. সংসদে চলছে বাদল অধিবেশন

বাদল অধিবেশনের ষষ্ঠ দিন । চলছে রাজ্যসভার অধিবেশন ।

5. দেশে গত 24 ঘণ্টায় আক্রান্তের থেকে বেশি সুস্থের সংখ্যা

দেশে কোরোনায় মোট মৃত্যু হয়েছে 85 হাজার 619 জনের ৷ অন্যদিকে , গত 24 ঘণ্টায় আক্রান্তের থেকে সুস্থ হয়েছে বেশি ৷

6. মন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য BJP নেতার, প্রতিবাদে শিক্ষকরা

দিন দু'য়েক আগে কালনায় এসে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে বালি মাফিয়া ও রোগা কেষ্ট বলে কটাক্ষ করেছিলেন BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় । এমনকী তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ । সেই ঘটনার প্রতিবাদে গতকাল সরব হন পূর্বস্থলী-1 ব্লকের সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা । পাশাপাশি বর্ধমান শহরে প্রতিবাদ সভা করে তৃণমূল কংগ্রেস ।

7. ডেথ ওভারে মালিঙ্গার অভাব পূরণ করবেন বুমরা, বিশ্বাস লি'র

অস্ট্রেলিয়ার পেস কিংবদন্তি ব্রেট লি মালিঙ্গার যোগ্য উত্তরসূরি খুঁজে পেয়েছেন । তাঁর মতে, একমাত্র জসপ্রীত বুমরাই পারেন ডেথ ওভারে মালিঙ্গার অভাব পূরণ করতে ।

8. রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবতি , গ্রেপ্তার 1

16 সেপ্টেম্বর চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয় ওই যুবতিকে । তাঁর বাড়ি কামারডাঙা এলাকায় । ওইদিন বিকেলবেলায় কামারডাঙা এলাকার রেল কোয়ার্টারে তাঁকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ সেইসময় তাঁর জামা-কাপড় রক্তে ভেজা ছিল ৷ শরীরে আঘাতের চিহ্ন ছিল ৷

9. রেল বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ রেল কর্মী সংগঠনের

জন সম্পর্ক প্রচার প্রোগ্রাম ক্যাম্পেইনের অঙ্গ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে । বারাসাত, ব্যারাকপুর, শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বর ও রেল কলোনির কাছে স্কুটার, মোটরসাইকেল ব়্যালি, স্কোয়াড ও রেল কর্মীরা উপস্থিত থাকবে।

10. সম্পত্তি নিয়ে বিবাদ, যুবককে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে

বৃহস্পতিবার রাতে হাফিজুলকে বাড়ির বাইরে ডেকে ধারালো অস্ত্রের কোপ মারে বলে তাঁর দাদার বিরুদ্ধে অভিযোগ । ঘটনাস্থানে মৃত্যু হয় হাফিজুলের ।

1. পশ্চিমবঙ্গ ও কেরালা থেকে গ্রেপ্তার 9 আলকায়দা জঙ্গি

কেরালা ও পশ্চিমবঙ্গ থেকে 9 আলকায়দা জঙ্গিকে গ্রেপ্তার করল NIA ৷ দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নিরীহদের খুন করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা ছিল তাদের ৷

2. প্রয়াত সংগীতশিল্পী পূর্বা দাম

প্রয়াত রবীন্দ্র সংগীতশিল্পী পূর্বা দাম । আজ সকালে নিজের বাড়িতেই ঘুমের মধ্যে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।

3. ভাঙড়ে জমি বিবাদের জেরে সংঘর্ষ, আহত 12

ভাঙড়ে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও জমি কমিটির সদস্যরা । উভয় পক্ষের সংঘর্ষে আহত প্রায় 12 জন ।

4. সংসদে চলছে বাদল অধিবেশন

বাদল অধিবেশনের ষষ্ঠ দিন । চলছে রাজ্যসভার অধিবেশন ।

5. দেশে গত 24 ঘণ্টায় আক্রান্তের থেকে বেশি সুস্থের সংখ্যা

দেশে কোরোনায় মোট মৃত্যু হয়েছে 85 হাজার 619 জনের ৷ অন্যদিকে , গত 24 ঘণ্টায় আক্রান্তের থেকে সুস্থ হয়েছে বেশি ৷

6. মন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য BJP নেতার, প্রতিবাদে শিক্ষকরা

দিন দু'য়েক আগে কালনায় এসে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে বালি মাফিয়া ও রোগা কেষ্ট বলে কটাক্ষ করেছিলেন BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায় । এমনকী তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ । সেই ঘটনার প্রতিবাদে গতকাল সরব হন পূর্বস্থলী-1 ব্লকের সমস্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা । পাশাপাশি বর্ধমান শহরে প্রতিবাদ সভা করে তৃণমূল কংগ্রেস ।

7. ডেথ ওভারে মালিঙ্গার অভাব পূরণ করবেন বুমরা, বিশ্বাস লি'র

অস্ট্রেলিয়ার পেস কিংবদন্তি ব্রেট লি মালিঙ্গার যোগ্য উত্তরসূরি খুঁজে পেয়েছেন । তাঁর মতে, একমাত্র জসপ্রীত বুমরাই পারেন ডেথ ওভারে মালিঙ্গার অভাব পূরণ করতে ।

8. রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবতি , গ্রেপ্তার 1

16 সেপ্টেম্বর চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয় ওই যুবতিকে । তাঁর বাড়ি কামারডাঙা এলাকায় । ওইদিন বিকেলবেলায় কামারডাঙা এলাকার রেল কোয়ার্টারে তাঁকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ সেইসময় তাঁর জামা-কাপড় রক্তে ভেজা ছিল ৷ শরীরে আঘাতের চিহ্ন ছিল ৷

9. রেল বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ রেল কর্মী সংগঠনের

জন সম্পর্ক প্রচার প্রোগ্রাম ক্যাম্পেইনের অঙ্গ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে । বারাসাত, ব্যারাকপুর, শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বর ও রেল কলোনির কাছে স্কুটার, মোটরসাইকেল ব়্যালি, স্কোয়াড ও রেল কর্মীরা উপস্থিত থাকবে।

10. সম্পত্তি নিয়ে বিবাদ, যুবককে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে

বৃহস্পতিবার রাতে হাফিজুলকে বাড়ির বাইরে ডেকে ধারালো অস্ত্রের কোপ মারে বলে তাঁর দাদার বিরুদ্ধে অভিযোগ । ঘটনাস্থানে মৃত্যু হয় হাফিজুলের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.