ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news 9 AM at a glance
Top news 9 AM at a glance
author img

By

Published : Sep 12, 2020, 9:00 AM IST

Updated : Sep 12, 2020, 9:18 AM IST

1. কংগ্রেসে বড় রদবদল, বিরোধিতার কারণে পদ খোয়ালেন গুলাম নবি আজ়াদ ?

রাতারাতি বড়সড় রদবদল কংগ্রেসের সাংগাঠনিক স্তরে । দলের সাধারণ সম্পাদক স্তর থেকে সরানো হল গুলাম নবি আজ়াদকে । সম্প্রতি বিদ্রোহী চিঠির জন্যই কি সরানো হল গুলামকে ? উঠেছে সেই প্রশ্ন ।

2. বাংলা-সহ চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নোটিস সুপ্রিম কোর্টের

প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ নোটিস পাঠায় দিল্লি, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও তেলাঙ্গানা সরকারকে । দুই সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে । ওড়িশা, তেলাঙ্গানা, দিল্লি ও পশ্চিমবঙ্গকে - এই চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও আয়ুষ্মান ভারত হেলথ স্কিম চালু হয়নি বলে পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে ।

3. পুজোর আগেই লোকাল ট্রেন চালু হওয়ার সম্ভাবনা

গতকাল একটি সাংবাদিক বৈঠকে দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার মহান্তি জানান, রেলের তরফে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে । স্টেশন চত্বর ও RPF কর্মীরাও প্রস্তুত । রেল ও রাজ্য সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে । সব ঠিকঠাক থাকলে হয়তো পুজোর আগেই চালু করা যেতে পারে লোকাল ট্রেন পরিষেবা ।

4. কোরোনায় আক্রান্ত আরজি কর মেডিকেলের MSVP

কোরোনায় আক্রান্ত আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল । বাড়িতেই পর্যবেক্ষণে রয়েছেন তিনি ।

5. বাড়িতে বসেই পরীক্ষা দেবেন B.Ed, M.Ed-এর চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষার্থীরা

অললাইনেই চলতি বছর পরীক্ষা দিতে পারবেন B.Ed, M.Ed-এর চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষার্থীরা ৷1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত পরীক্ষার দিন নির্ধারণ করেছে WBUTTEPA ৷

6. দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ আগুন

গতকাল রাতে কারখানার প্ল্যান্ট মেডিকেল বিভাগের উপরে থাকা গ্যাসের পাইপ লাইনে আগুন লাগে । সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । আগুন নিয়ন্ত্রণের জন্য দুর্ঘটনাস্থানে পৌঁছায় দমকলের ছ'টি ইঞ্জিন । আগুনে হতাহতের কোনও খবর নেই ।

7. রাজ্যে ফের উর্ধ্বমুখী কোরোনা সংক্রমণ , এক দিনে মৃত্যু 57

গত 24 ঘণ্টায় কোরোনা মুক্ত হয়েছেন 3 হাজার 16 জন ৷ গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 3 হাজার 157 জন ৷ যার মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত 543, উত্তর 24 পরগনায় আক্রান্ত 532 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 57 জনের ৷ এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 96 হাজার 332 । মোট মৃতের সংখ্যা 3 হাজার 828 । কলকাতায় একদিনে মৃত্যু 16 জনের ৷

8. হংকংয়ে 25 লাখের মাদক পাচারের চেষ্টা , গ্রেপ্তার 3

কলকাতা থেকে কুরিয়ারে হংকংয়ে মাদক পাচারের চেষ্টা চলছিল । সম্প্রতি সক্রিয় হয়েছিল এই এক চক্র । বিশেষ সূত্রে জানতে পেরে চক্রের মাথা সহ মোট তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে নারকোটিক কন্ট্রোল বিউরো (NCB) । ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রায় 11 কেজি চরস । যার বাজারমূল্য প্রায় 25 লাখ টাকা ।

9. আগামী সপ্তাহে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন রিয়া-সৌভিক

রিয়া ও তাঁর ভাই সহ ছ'জন অভিযুক্তের জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে বিশেষ আদালত । আর এবার জামিনের আবেদন জানিয়ে রিয়া ও তাঁর ভাই সৌভিক বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন বলে জানা গিয়েছে ।

10. ATK মোহনবাগানের নতুন কো-স্পনসর "বো টপ" ! জল্পনা তুঙ্গে

ISL চ্যাম্পিয়ন দলের কো স্পনসর একাধিক। তা সত্ত্বেও নতুন কো-স্পনসরের খোঁজে ছিল এটিকে মোহনবাগান কর্তারা। সেই লক্ষ্যে তারা এবার "বো টপ" এর সঙ্গে চুক্তি করতে চলেছে।

1. কংগ্রেসে বড় রদবদল, বিরোধিতার কারণে পদ খোয়ালেন গুলাম নবি আজ়াদ ?

রাতারাতি বড়সড় রদবদল কংগ্রেসের সাংগাঠনিক স্তরে । দলের সাধারণ সম্পাদক স্তর থেকে সরানো হল গুলাম নবি আজ়াদকে । সম্প্রতি বিদ্রোহী চিঠির জন্যই কি সরানো হল গুলামকে ? উঠেছে সেই প্রশ্ন ।

2. বাংলা-সহ চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নোটিস সুপ্রিম কোর্টের

প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ নোটিস পাঠায় দিল্লি, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও তেলাঙ্গানা সরকারকে । দুই সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে । ওড়িশা, তেলাঙ্গানা, দিল্লি ও পশ্চিমবঙ্গকে - এই চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও আয়ুষ্মান ভারত হেলথ স্কিম চালু হয়নি বলে পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে ।

3. পুজোর আগেই লোকাল ট্রেন চালু হওয়ার সম্ভাবনা

গতকাল একটি সাংবাদিক বৈঠকে দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার মহান্তি জানান, রেলের তরফে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে । স্টেশন চত্বর ও RPF কর্মীরাও প্রস্তুত । রেল ও রাজ্য সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে । সব ঠিকঠাক থাকলে হয়তো পুজোর আগেই চালু করা যেতে পারে লোকাল ট্রেন পরিষেবা ।

4. কোরোনায় আক্রান্ত আরজি কর মেডিকেলের MSVP

কোরোনায় আক্রান্ত আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল । বাড়িতেই পর্যবেক্ষণে রয়েছেন তিনি ।

5. বাড়িতে বসেই পরীক্ষা দেবেন B.Ed, M.Ed-এর চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষার্থীরা

অললাইনেই চলতি বছর পরীক্ষা দিতে পারবেন B.Ed, M.Ed-এর চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষার্থীরা ৷1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত পরীক্ষার দিন নির্ধারণ করেছে WBUTTEPA ৷

6. দুর্গাপুর ইস্পাত কারখানায় ভয়াবহ আগুন

গতকাল রাতে কারখানার প্ল্যান্ট মেডিকেল বিভাগের উপরে থাকা গ্যাসের পাইপ লাইনে আগুন লাগে । সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । আগুন নিয়ন্ত্রণের জন্য দুর্ঘটনাস্থানে পৌঁছায় দমকলের ছ'টি ইঞ্জিন । আগুনে হতাহতের কোনও খবর নেই ।

7. রাজ্যে ফের উর্ধ্বমুখী কোরোনা সংক্রমণ , এক দিনে মৃত্যু 57

গত 24 ঘণ্টায় কোরোনা মুক্ত হয়েছেন 3 হাজার 16 জন ৷ গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 3 হাজার 157 জন ৷ যার মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত 543, উত্তর 24 পরগনায় আক্রান্ত 532 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 57 জনের ৷ এনিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 96 হাজার 332 । মোট মৃতের সংখ্যা 3 হাজার 828 । কলকাতায় একদিনে মৃত্যু 16 জনের ৷

8. হংকংয়ে 25 লাখের মাদক পাচারের চেষ্টা , গ্রেপ্তার 3

কলকাতা থেকে কুরিয়ারে হংকংয়ে মাদক পাচারের চেষ্টা চলছিল । সম্প্রতি সক্রিয় হয়েছিল এই এক চক্র । বিশেষ সূত্রে জানতে পেরে চক্রের মাথা সহ মোট তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে নারকোটিক কন্ট্রোল বিউরো (NCB) । ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রায় 11 কেজি চরস । যার বাজারমূল্য প্রায় 25 লাখ টাকা ।

9. আগামী সপ্তাহে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন রিয়া-সৌভিক

রিয়া ও তাঁর ভাই সহ ছ'জন অভিযুক্তের জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে বিশেষ আদালত । আর এবার জামিনের আবেদন জানিয়ে রিয়া ও তাঁর ভাই সৌভিক বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন বলে জানা গিয়েছে ।

10. ATK মোহনবাগানের নতুন কো-স্পনসর "বো টপ" ! জল্পনা তুঙ্গে

ISL চ্যাম্পিয়ন দলের কো স্পনসর একাধিক। তা সত্ত্বেও নতুন কো-স্পনসরের খোঁজে ছিল এটিকে মোহনবাগান কর্তারা। সেই লক্ষ্যে তারা এবার "বো টপ" এর সঙ্গে চুক্তি করতে চলেছে।

Last Updated : Sep 12, 2020, 9:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.