নয়াদিল্লি, 24 এপ্রিল : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর ওপর আনা যৌন হেনস্থার অভিযোগ ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় । গতকাল আদালতে এই দাবি করেন আইনজীবী উৎসব বাইনস । এই সংক্রান্ত প্রামাণ্য নথি মুখবন্ধ খামে শীর্ষ আদালেতর কাছে আজ জমা করেন উৎসব । বিচারপতি অরুণ মিশ্র, দীপক গুপ্তা ও আর এফ নারিম্যানের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ আজ দুপুর 3টা নাগাদ CBI-এর উচ্চপদস্থ কর্তা, IB কর্তা ও দিল্লি পুলিশকে ডেকে পাঠিয়েছে ।
গতকালই শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ উৎসবকে যৌন হয়রানি সংক্রান্ত চক্রান্তের প্রামাণ্য নথি দাখিল করার নির্দেশ দেয় । আইনজীবীকে তাঁর করা দাবির সপক্ষে যুক্তি দেওয়ার নির্দেশ দেয় । এরপর আজ মুখবন্ধ খামে প্রামাণ্য নথি জামা দেন উৎসব ।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তাঁর বিরুদ্ধে আনা সুপ্রিম কোর্টের প্রাক্তন কর্মচারীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন । তিনি জানান, বর্তমানে নিরপেক্ষ বিচারব্যবস্থা বিপদগ্রস্ত । এই মামলার তদন্তের জন্য শীর্ষ আদালত বিশেষ তদন্তকারী টিমকে নিয়োগ করেছে । আইনজীবী উৎসব আদালতের কাছে আর্জি করেন, এই বিশেষ তদন্তকারী টিমে যেন বিচারবিভাগীয় আধিকারিকরাই থাকেন । তাঁরাই প্রামাণ্য নথি সংগ্রহের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবেন । দিল্লি পুলিশ এই তদন্তের ক্ষেত্রে কারচুপি করতে পারে । CBI-কে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে । কারণ, প্রধান বিচারপতির বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগের পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে । সুপ্রিম কোর্ট আইনজীবী উৎসবের পুলিশি প্রহরার নির্দেশ কার্যকর করেছে ।