ETV Bharat / bharat

প্রধান বিচারপতির বিরুদ্ধে ষড়যন্ত্র ; CBI, IB, পুলিশকে তলব সুপ্রিম কোর্টের - sex harassment allegations

প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ আসলে বড় ষড়যন্ত্র । গতকাল এই দাবি করেছিলেন আইনজীবী উৎসব বাইনস । এর পরিপ্রেক্ষিতে আজ তিনি সিলবন্ধ খামে সুপ্রিম কোর্টের কাছে প্রমাণও জমা দেন ।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 24, 2019, 12:39 PM IST

Updated : Apr 24, 2019, 1:59 PM IST

নয়াদিল্লি, 24 এপ্রিল : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর ওপর আনা যৌন হেনস্থার অভিযোগ ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় । গতকাল আদালতে এই দাবি করেন আইনজীবী উৎসব বাইনস । এই সংক্রান্ত প্রামাণ্য নথি মুখবন্ধ খামে শীর্ষ আদালেতর কাছে আজ জমা করেন উৎসব । বিচারপতি অরুণ মিশ্র, দীপক গুপ্তা ও আর এফ নারিম্যানের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ আজ দুপুর 3টা নাগাদ CBI-এর উচ্চপদস্থ কর্তা, IB কর্তা ও দিল্লি পুলিশকে ডেকে পাঠিয়েছে ।

গতকালই শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ উৎসবকে যৌন হয়রানি সংক্রান্ত চক্রান্তের প্রামাণ্য নথি দাখিল করার নির্দেশ দেয় । আইনজীবীকে তাঁর করা দাবির সপক্ষে যুক্তি দেওয়ার নির্দেশ দেয় । এরপর আজ মুখবন্ধ খামে প্রামাণ্য নথি জামা দেন উৎসব ।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তাঁর বিরুদ্ধে আনা সুপ্রিম কোর্টের প্রাক্তন কর্মচারীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন । তিনি জানান, বর্তমানে নিরপেক্ষ বিচারব্যবস্থা বিপদগ্রস্ত । এই মামলার তদন্তের জন্য শীর্ষ আদালত বিশেষ তদন্তকারী টিমকে নিয়োগ করেছে । আইনজীবী উৎসব আদালতের কাছে আর্জি করেন, এই বিশেষ তদন্তকারী টিমে যেন বিচারবিভাগীয় আধিকারিকরাই থাকেন । তাঁরাই প্রামাণ্য নথি সংগ্রহের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবেন । দিল্লি পুলিশ এই তদন্তের ক্ষেত্রে কারচুপি করতে পারে । CBI-কে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে । কারণ, প্রধান বিচারপতির বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগের পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে । সুপ্রিম কোর্ট আইনজীবী উৎসবের পুলিশি প্রহরার নির্দেশ কার্যকর করেছে ।

নয়াদিল্লি, 24 এপ্রিল : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর ওপর আনা যৌন হেনস্থার অভিযোগ ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় । গতকাল আদালতে এই দাবি করেন আইনজীবী উৎসব বাইনস । এই সংক্রান্ত প্রামাণ্য নথি মুখবন্ধ খামে শীর্ষ আদালেতর কাছে আজ জমা করেন উৎসব । বিচারপতি অরুণ মিশ্র, দীপক গুপ্তা ও আর এফ নারিম্যানের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ আজ দুপুর 3টা নাগাদ CBI-এর উচ্চপদস্থ কর্তা, IB কর্তা ও দিল্লি পুলিশকে ডেকে পাঠিয়েছে ।

গতকালই শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ উৎসবকে যৌন হয়রানি সংক্রান্ত চক্রান্তের প্রামাণ্য নথি দাখিল করার নির্দেশ দেয় । আইনজীবীকে তাঁর করা দাবির সপক্ষে যুক্তি দেওয়ার নির্দেশ দেয় । এরপর আজ মুখবন্ধ খামে প্রামাণ্য নথি জামা দেন উৎসব ।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ তাঁর বিরুদ্ধে আনা সুপ্রিম কোর্টের প্রাক্তন কর্মচারীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন । তিনি জানান, বর্তমানে নিরপেক্ষ বিচারব্যবস্থা বিপদগ্রস্ত । এই মামলার তদন্তের জন্য শীর্ষ আদালত বিশেষ তদন্তকারী টিমকে নিয়োগ করেছে । আইনজীবী উৎসব আদালতের কাছে আর্জি করেন, এই বিশেষ তদন্তকারী টিমে যেন বিচারবিভাগীয় আধিকারিকরাই থাকেন । তাঁরাই প্রামাণ্য নথি সংগ্রহের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবেন । দিল্লি পুলিশ এই তদন্তের ক্ষেত্রে কারচুপি করতে পারে । CBI-কে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে । কারণ, প্রধান বিচারপতির বিরুদ্ধে আনা যৌন হেনস্থার অভিযোগের পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে । সুপ্রিম কোর্ট আইনজীবী উৎসবের পুলিশি প্রহরার নির্দেশ কার্যকর করেছে ।


Mumbai, Apr 19 (ANI): The cast of 'Student of the Year 2' launched the first song of their film 'The Jawaani Song,' which is the reprised version of the original 'Yeh Jawani Hai Deewani' from the 1972 classic 'Jawani Diwani'. Starring Tiger Shroff and newcomers Ananya Panday and Tara Sutaria, 'Student of the Year 2' is the sequel to the 2012 hit 'Student of the Year'. The trio also danced to the tunes of 'The Jawaani Song' at the song launch. 'Student of the Year 2' releases on May 10.
Last Updated : Apr 24, 2019, 1:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.