বেঙ্গালুরু, 13 অগাস্ট : নিজের বিধানসভা কেন্দ্র বন্যাবিধ্বস্ত । চোখে ছানি অপারেশন হওয়ার 'অজুহাতে' তিনি যেতে পারেননি । তবে, কংগ্রেস পরিষদীয় নেতার দেওয়া ইদের পার্টিতে মধ্যমণি কর্নাটকের কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া । এই ছবি সামনে এনেছে কর্নাটক BJP-র সোশাল মিডিয়া পেজ । সেখানে সিদ্দারামাইয়াকে কটাক্ষও করা হয়েছে । তবে, এর কোনও জবাব দেননি তিনি ।
সম্প্রতি চোখে ছানি অপারেশন হয়েছে সিদ্দারামাইয়ার । তাই তিনি নাকি বাড়ির বাইরে বেরোতে পারছেন না । এমন কী, বিধানসভা কেন্দ্র বাদামিতেও যেতে পারেননি । বন্যাবিধ্বস্ত এলাকা ঘুরে দেখছেন তাঁর ছেলে । একথা নিজেই টুইট করে জানিয়েছিলেন সিদ্দারামাইয়া । এ পর্যন্ত ঠিকই ছিল । তবে, ইদের পার্টিতে তাঁর হাসিমুখে বিরিয়ানি খাবার ছবি সামনে আসার পর আমজনতার বিশ্বাস উড়ে গেছে ।
-
Twitter preacher @siddaramaiah has time to attend Biryani party at Congress MLC’s house
— BJP Karnataka (@BJP4Karnataka) August 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
But
He doesn’t have time to visit flood effected Badami constituency
If eating Biryani is over make some effort to visit your constituency & listen to plead of people who voted u pic.twitter.com/QY4pu4gMlA
">Twitter preacher @siddaramaiah has time to attend Biryani party at Congress MLC’s house
— BJP Karnataka (@BJP4Karnataka) August 12, 2019
But
He doesn’t have time to visit flood effected Badami constituency
If eating Biryani is over make some effort to visit your constituency & listen to plead of people who voted u pic.twitter.com/QY4pu4gMlATwitter preacher @siddaramaiah has time to attend Biryani party at Congress MLC’s house
— BJP Karnataka (@BJP4Karnataka) August 12, 2019
But
He doesn’t have time to visit flood effected Badami constituency
If eating Biryani is over make some effort to visit your constituency & listen to plead of people who voted u pic.twitter.com/QY4pu4gMlA
গতকাল টুইটে আক্রমণ শানায় BJP । লেখে, 'সিদ্দারামাইয়ার কংগ্রেস পরিষদীয় নেতার বাড়িতে বিরিয়ানি পার্টিতে যোগদানের সময় আছে । কিন্তু, বন্যাবিধ্বস্ত বাদামি বিধানসভা কেন্দ্রে যাওয়ার সময় নেই । বিরিয়ানি খাওয়া শেষ হলে নিজের কেন্দ্রে একটু যান । বন্যাদুর্গতদের কথা শুনুন । ওঁরাই তো আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে ।'
শুরুটা অবশ্য করেছিলেন সিদ্দারামাইয়াই । কর্নাটকে বন্যা পরিস্থিতি তৈরির দিন থেকেই টুইটে আক্রমণ করেছিলেন নয়া মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে । লিখেছিলেন, 'এই পরিস্থিতিতে রাজনীতির কোনও জায়গা নেই । ইয়েদুরাপ্পার একার পক্ষে পরিস্থিতি নজরে রাখা কঠিন । তাই, একটা ক্যাবিনেট গঠন করুন । প্রত্যেক জেলায় একজন MIC (মিনিস্টার ইন-চার্জ)-কে দেখভালের দায়িত্ব দিন ।'
কর্নাটকে বন্যা পরিস্থিতি ভয়াবহ । এখনও পর্যন্ত 42 জনের মৃত্যু হয়েছে । 12 জন নিখোঁজ । 17টি জেলার প্রায় 2700 গ্রাম ক্ষতিগ্রস্ত । 6 লাখ মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল ।