ETV Bharat / bharat

বন্যাদুর্গতদের পাশে নেই 'অসুস্থ' সিদ্দারামাইয়া, উপভোগ করছেন ইদের বিরিয়ানি ! - Time to eat Biryani but no time for flood victims

চোখে ছানি অপারেশন হয়েছে সিদ্দারামাইয়ার । তাই বন্যাবিধ্বস্ত বিধানসভা কেন্দ্র বাদামিতেও যেতে পারেননি । তবে, গতকাল ইদের পার্টিতে তাঁর হাসিমুখে বিরিয়ানি খাবার ছবি সামনে আসার পর আমজনতার বিশ্বাস উড়ে গেছে । এই ছবি সামনে এনেছে কর্নাটক BJP-র সোশাল মিডিয়া পেজ । সেখানে সিদ্দারামাইয়াকে কটাক্ষও করা হয়েছে ।

সিদ্দারামাইয়া ইদের বিরিয়ানি পার্টিতে
author img

By

Published : Aug 13, 2019, 2:16 AM IST

বেঙ্গালুরু, 13 অগাস্ট : নিজের বিধানসভা কেন্দ্র বন্যাবিধ্বস্ত । চোখে ছানি অপারেশন হওয়ার 'অজুহাতে' তিনি যেতে পারেননি । তবে, কংগ্রেস পরিষদীয় নেতার দেওয়া ইদের পার্টিতে মধ্যমণি কর্নাটকের কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া । এই ছবি সামনে এনেছে কর্নাটক BJP-র সোশাল মিডিয়া পেজ । সেখানে সিদ্দারামাইয়াকে কটাক্ষও করা হয়েছে । তবে, এর কোনও জবাব দেননি তিনি ।

সম্প্রতি চোখে ছানি অপারেশন হয়েছে সিদ্দারামাইয়ার । তাই তিনি নাকি বাড়ির বাইরে বেরোতে পারছেন না । এমন কী, বিধানসভা কেন্দ্র বাদামিতেও যেতে পারেননি । বন্যাবিধ্বস্ত এলাকা ঘুরে দেখছেন তাঁর ছেলে । একথা নিজেই টুইট করে জানিয়েছিলেন সিদ্দারামাইয়া । এ পর্যন্ত ঠিকই ছিল । তবে, ইদের পার্টিতে তাঁর হাসিমুখে বিরিয়ানি খাবার ছবি সামনে আসার পর আমজনতার বিশ্বাস উড়ে গেছে ।

  • Twitter preacher @siddaramaiah has time to attend Biryani party at Congress MLC’s house
    But
    He doesn’t have time to visit flood effected Badami constituency

    If eating Biryani is over make some effort to visit your constituency & listen to plead of people who voted u pic.twitter.com/QY4pu4gMlA

    — BJP Karnataka (@BJP4Karnataka) August 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল টুইটে আক্রমণ শানায় BJP । লেখে, 'সিদ্দারামাইয়ার কংগ্রেস পরিষদীয় নেতার বাড়িতে বিরিয়ানি পার্টিতে যোগদানের সময় আছে । কিন্তু, বন্যাবিধ্বস্ত বাদামি বিধানসভা কেন্দ্রে যাওয়ার সময় নেই । বিরিয়ানি খাওয়া শেষ হলে নিজের কেন্দ্রে একটু যান । বন্যাদুর্গতদের কথা শুনুন । ওঁরাই তো আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে ।'

শুরুটা অবশ্য করেছিলেন সিদ্দারামাইয়াই । কর্নাটকে বন্যা পরিস্থিতি তৈরির দিন থেকেই টুইটে আক্রমণ করেছিলেন নয়া মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে । লিখেছিলেন, 'এই পরিস্থিতিতে রাজনীতির কোনও জায়গা নেই । ইয়েদুরাপ্পার একার পক্ষে পরিস্থিতি নজরে রাখা কঠিন । তাই, একটা ক্যাবিনেট গঠন করুন । প্রত্যেক জেলায় একজন MIC (মিনিস্টার ইন-চার্জ)-কে দেখভালের দায়িত্ব দিন ।'

কর্নাটকে বন্যা পরিস্থিতি ভয়াবহ । এখনও পর্যন্ত 42 জনের মৃত্যু হয়েছে । 12 জন নিখোঁজ । 17টি জেলার প্রায় 2700 গ্রাম ক্ষতিগ্রস্ত । 6 লাখ মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল ।

বেঙ্গালুরু, 13 অগাস্ট : নিজের বিধানসভা কেন্দ্র বন্যাবিধ্বস্ত । চোখে ছানি অপারেশন হওয়ার 'অজুহাতে' তিনি যেতে পারেননি । তবে, কংগ্রেস পরিষদীয় নেতার দেওয়া ইদের পার্টিতে মধ্যমণি কর্নাটকের কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া । এই ছবি সামনে এনেছে কর্নাটক BJP-র সোশাল মিডিয়া পেজ । সেখানে সিদ্দারামাইয়াকে কটাক্ষও করা হয়েছে । তবে, এর কোনও জবাব দেননি তিনি ।

সম্প্রতি চোখে ছানি অপারেশন হয়েছে সিদ্দারামাইয়ার । তাই তিনি নাকি বাড়ির বাইরে বেরোতে পারছেন না । এমন কী, বিধানসভা কেন্দ্র বাদামিতেও যেতে পারেননি । বন্যাবিধ্বস্ত এলাকা ঘুরে দেখছেন তাঁর ছেলে । একথা নিজেই টুইট করে জানিয়েছিলেন সিদ্দারামাইয়া । এ পর্যন্ত ঠিকই ছিল । তবে, ইদের পার্টিতে তাঁর হাসিমুখে বিরিয়ানি খাবার ছবি সামনে আসার পর আমজনতার বিশ্বাস উড়ে গেছে ।

  • Twitter preacher @siddaramaiah has time to attend Biryani party at Congress MLC’s house
    But
    He doesn’t have time to visit flood effected Badami constituency

    If eating Biryani is over make some effort to visit your constituency & listen to plead of people who voted u pic.twitter.com/QY4pu4gMlA

    — BJP Karnataka (@BJP4Karnataka) August 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল টুইটে আক্রমণ শানায় BJP । লেখে, 'সিদ্দারামাইয়ার কংগ্রেস পরিষদীয় নেতার বাড়িতে বিরিয়ানি পার্টিতে যোগদানের সময় আছে । কিন্তু, বন্যাবিধ্বস্ত বাদামি বিধানসভা কেন্দ্রে যাওয়ার সময় নেই । বিরিয়ানি খাওয়া শেষ হলে নিজের কেন্দ্রে একটু যান । বন্যাদুর্গতদের কথা শুনুন । ওঁরাই তো আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে ।'

শুরুটা অবশ্য করেছিলেন সিদ্দারামাইয়াই । কর্নাটকে বন্যা পরিস্থিতি তৈরির দিন থেকেই টুইটে আক্রমণ করেছিলেন নয়া মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পাকে । লিখেছিলেন, 'এই পরিস্থিতিতে রাজনীতির কোনও জায়গা নেই । ইয়েদুরাপ্পার একার পক্ষে পরিস্থিতি নজরে রাখা কঠিন । তাই, একটা ক্যাবিনেট গঠন করুন । প্রত্যেক জেলায় একজন MIC (মিনিস্টার ইন-চার্জ)-কে দেখভালের দায়িত্ব দিন ।'

কর্নাটকে বন্যা পরিস্থিতি ভয়াবহ । এখনও পর্যন্ত 42 জনের মৃত্যু হয়েছে । 12 জন নিখোঁজ । 17টি জেলার প্রায় 2700 গ্রাম ক্ষতিগ্রস্ত । 6 লাখ মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকারী দল ।

New Delhi, Aug 13 (ANI): Former Prime Minister Manmohan Singh said that the outcome of revoking Article 370 from Jammu and Kashmir is not to the liking of many people of our country. "Its outcome is not to the liking of many people of our country and Its important that voices of all these people be heard and It is only by raising our voice that we can ensure that in the long run, the idea of India prevails," former prime minister further added.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.