ETV Bharat / bharat

গণপিটুনির শিকার তাবরেজ়, প্রতিশোধের পোস্ট টিকটকে, অভিযুক্ত 5 - Tiktok

টিকটকে তাবরেজ়ের হত্যার বদলা নেওয়ার বার্তা । তিন জনের অ্যাকাউন্ট সাসপেন্ড । দায়ের হয়েছে অভিয়োগ ।

টিম সেভেন
author img

By

Published : Jul 9, 2019, 12:08 PM IST

মুম্বই,9 জুলাই : ঝাড়খন্ডে গণপিটুনিতে মৃত তাবরেজ়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। এমনটাই পোস্ট করা হল সোশাল মিডিয়ায় । অভিযোগ, ভিডিয়োতে ছড়ানো হচ্ছে ধর্মীয় বিদ্বেষ । এই ভিত্তিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছেন শিবসেনার IT সেলের মুম্বই শাখার সভাপতি সৌরভ সোলাঙ্কি । 5 জনের নামে দায়ের হয়েছে অভিযোগ ।

তাঁর অভিযোগ, টিকটকে দুটি ভিডিয়ো পোস্ট করেছিল টিম 7 নামে 5 জনের একটি গোষ্ঠী । এতে রয়েছে ফাইজ়ল শেখ, হাসান খান , আদনান শেখ, ফৈয়জ বালুচ , সাধন ফারুকি। ভিডিয়োতে ঝাড়খণ্ডে গণপিটুনিতে মৃত তাবরেজ়ের নিয়ে বেশ কিছু বক্তব্য তুলে ধরেছেন তাঁরা। ভিডিয়োতে তাদের বলতে শোনা যায়, " নিরীহ তাবরেজ়কে হত্যা করা হয়েছে, এখন যদি তাবরেজ়ের ছেলে বড় হয়ে এর বদলা নেয় তখন তো তাঁকে আতঙ্কবাদী বলা হবে! "

শুধু তাই নয়, টিম 7-র সদস্যরা, এই ভিডিয়ো দুটি টুইটারেও আপলোড করে দেয় । সেখানে তাদের ভিডিয়োর কড়া সমালোচনা করেন অনেকেই । সেই সঙ্গে পুলিশের কাছেও অনুরোধ যায় টিম 7-এর সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে । আবার অনেকে ভিডিয়োগুলিও শেয়ারও করেন ।

সৌরভের অভিযোগ পেয়ে টিকটক কতৃপক্ষ ভিডিয়োটি সরিয়ে দেয় । সাসপেন্ড করা হয় টিম 7-র মেম্বারদের টিকটক অ্যাকাউন্ট । এদিকে সৌরভ বলেন ," শুধু ভিডিয়ো সরালে হবে না , যথাযথ ব্যবস্থা নিতে হবে । এঁদের অ্যাকাউন্ট সাসপেন্ড করা হোক। পোস্ট করার পর প্রায় লক্ষাধিক লোক ভিডিয়ো দেখেছে,হাজারের বেশি শেয়ার হয়েছে । টিম 7-র সমস্ত সদস্যদের ফলোয়ারের সংখ্যা প্রায় 4 কোটি । "

এদিকে টিকটক কতৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এমন কোনও বক্তব্য টিকটক সমর্থন করে না,যে ভিডিয়ো নিয়ে অভিযোগ ছিল ধর্মীয় বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তা সরিয়ে দেওয়া হয়েছে । এই ধরনের আচরণ কোনভাবেই বরদাস্ত করা হবেনা । তিন জনের অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে, তারা পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন ।

গত 23 জুন মোটরবাইক চোর সন্দেহে বছর চব্বিশের তাবরেজ়কে পিটিয়ে হত্যা করা হয় । তাঁর বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার সরাইকেল্লা-খরসোঁয়া এলাকার কারসোভাতে । জামশেদপুরে তিনি কাজ করতেন । ঘটনার দিন সন্ধ্যায় দুই বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন তাবরেজ় । বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে তাঁদের উপর হামলা হয় । একটি খুঁটির সঙ্গে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা চলে মারধর । ''জয়শ্রীরাম'' ও ''জয় হনুমান'' বলতে বাধ্য করা হয় তাঁকে । পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেয় জনতা ।

প্রাথমিক চিকিৎসার পর পুলিশ তাঁকে জেলা আদালতে তোলে । বিচারক তাবরেজ়ের জেল হেপাজতের নির্দেশ দেন । এর পর অসুস্থ অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় সদর হাসপাতালে । শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় বেসরকারি হাসপাতালে । সেখানে তাঁর মৃত্যু হয় ।

মুম্বই,9 জুলাই : ঝাড়খন্ডে গণপিটুনিতে মৃত তাবরেজ়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। এমনটাই পোস্ট করা হল সোশাল মিডিয়ায় । অভিযোগ, ভিডিয়োতে ছড়ানো হচ্ছে ধর্মীয় বিদ্বেষ । এই ভিত্তিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছেন শিবসেনার IT সেলের মুম্বই শাখার সভাপতি সৌরভ সোলাঙ্কি । 5 জনের নামে দায়ের হয়েছে অভিযোগ ।

তাঁর অভিযোগ, টিকটকে দুটি ভিডিয়ো পোস্ট করেছিল টিম 7 নামে 5 জনের একটি গোষ্ঠী । এতে রয়েছে ফাইজ়ল শেখ, হাসান খান , আদনান শেখ, ফৈয়জ বালুচ , সাধন ফারুকি। ভিডিয়োতে ঝাড়খণ্ডে গণপিটুনিতে মৃত তাবরেজ়ের নিয়ে বেশ কিছু বক্তব্য তুলে ধরেছেন তাঁরা। ভিডিয়োতে তাদের বলতে শোনা যায়, " নিরীহ তাবরেজ়কে হত্যা করা হয়েছে, এখন যদি তাবরেজ়ের ছেলে বড় হয়ে এর বদলা নেয় তখন তো তাঁকে আতঙ্কবাদী বলা হবে! "

শুধু তাই নয়, টিম 7-র সদস্যরা, এই ভিডিয়ো দুটি টুইটারেও আপলোড করে দেয় । সেখানে তাদের ভিডিয়োর কড়া সমালোচনা করেন অনেকেই । সেই সঙ্গে পুলিশের কাছেও অনুরোধ যায় টিম 7-এর সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে । আবার অনেকে ভিডিয়োগুলিও শেয়ারও করেন ।

সৌরভের অভিযোগ পেয়ে টিকটক কতৃপক্ষ ভিডিয়োটি সরিয়ে দেয় । সাসপেন্ড করা হয় টিম 7-র মেম্বারদের টিকটক অ্যাকাউন্ট । এদিকে সৌরভ বলেন ," শুধু ভিডিয়ো সরালে হবে না , যথাযথ ব্যবস্থা নিতে হবে । এঁদের অ্যাকাউন্ট সাসপেন্ড করা হোক। পোস্ট করার পর প্রায় লক্ষাধিক লোক ভিডিয়ো দেখেছে,হাজারের বেশি শেয়ার হয়েছে । টিম 7-র সমস্ত সদস্যদের ফলোয়ারের সংখ্যা প্রায় 4 কোটি । "

এদিকে টিকটক কতৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এমন কোনও বক্তব্য টিকটক সমর্থন করে না,যে ভিডিয়ো নিয়ে অভিযোগ ছিল ধর্মীয় বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তা সরিয়ে দেওয়া হয়েছে । এই ধরনের আচরণ কোনভাবেই বরদাস্ত করা হবেনা । তিন জনের অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে, তারা পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন ।

গত 23 জুন মোটরবাইক চোর সন্দেহে বছর চব্বিশের তাবরেজ়কে পিটিয়ে হত্যা করা হয় । তাঁর বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার সরাইকেল্লা-খরসোঁয়া এলাকার কারসোভাতে । জামশেদপুরে তিনি কাজ করতেন । ঘটনার দিন সন্ধ্যায় দুই বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন তাবরেজ় । বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে তাঁদের উপর হামলা হয় । একটি খুঁটির সঙ্গে বেঁধে ঘণ্টার পর ঘণ্টা চলে মারধর । ''জয়শ্রীরাম'' ও ''জয় হনুমান'' বলতে বাধ্য করা হয় তাঁকে । পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেয় জনতা ।

প্রাথমিক চিকিৎসার পর পুলিশ তাঁকে জেলা আদালতে তোলে । বিচারক তাবরেজ়ের জেল হেপাজতের নির্দেশ দেন । এর পর অসুস্থ অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় সদর হাসপাতালে । শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় বেসরকারি হাসপাতালে । সেখানে তাঁর মৃত্যু হয় ।

England (UK), July 08 (ANI): Men in Blue flexed muscles to face New Zealand in semi finals on Tuesday. The game will be played at Old Trafford stadium in England. India led the points table with 15 points in league stage. New Zealand was fourth with 11 points.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.