ETV Bharat / bharat

ছত্তিশগড়ে এনকাউন্টার : খতম 4 মাওবাদী

ছত্তিশগড়ের ধামতারি জেলায় এনকাউন্টারে খতম 4 মাওবাদী । মৃতদের মধ্যে তিনজন মহিলা ।

বন্দুক
author img

By

Published : Jul 6, 2019, 12:26 PM IST

রায়পুর, 6 জুলাই : ছত্তিশগড়ের ধামতারি জেলায় এনকাউন্টারে খতম 4 মাওবাদী । মৃতদের মধ্যে তিনজন মহিলা ।

আজ সকালে খাল্লারি ও মেচকা গ্রামের মধ্যবর্তী এলাকার একটি জঙ্গলে মাওবাদী উপস্থিতির খবর পায় স্পেশাল টাস্ক ফোর্স (STF) । শুরু হয় মাওবাদী দমন অভিযান । কিছুক্ষণের মধ্যেই তিন মহিলাসহ চারজনকে খতম করা হয় । একথা জানান, রাজ্যের ডেপুটি ইন্সপেক্টর জেনেরাল (মাওবাদী দমন অভিযান) সুন্দররাজ পি ।

পুলিশ অধিকর্তা আরও বলেন, "গুলির লড়াই শেষ হলে চার মাওবাদীর দেহ উদ্ধার করা হয় । ঘটনাস্থান থেকে সাতটি বন্দুক উদ্ধার হয়েছে । এলাকায় এখনও চিরুনি তল্লাশি চলছে ।"

রায়পুর, 6 জুলাই : ছত্তিশগড়ের ধামতারি জেলায় এনকাউন্টারে খতম 4 মাওবাদী । মৃতদের মধ্যে তিনজন মহিলা ।

আজ সকালে খাল্লারি ও মেচকা গ্রামের মধ্যবর্তী এলাকার একটি জঙ্গলে মাওবাদী উপস্থিতির খবর পায় স্পেশাল টাস্ক ফোর্স (STF) । শুরু হয় মাওবাদী দমন অভিযান । কিছুক্ষণের মধ্যেই তিন মহিলাসহ চারজনকে খতম করা হয় । একথা জানান, রাজ্যের ডেপুটি ইন্সপেক্টর জেনেরাল (মাওবাদী দমন অভিযান) সুন্দররাজ পি ।

পুলিশ অধিকর্তা আরও বলেন, "গুলির লড়াই শেষ হলে চার মাওবাদীর দেহ উদ্ধার করা হয় । ঘটনাস্থান থেকে সাতটি বন্দুক উদ্ধার হয়েছে । এলাকায় এখনও চিরুনি তল্লাশি চলছে ।"

New Delhi, Jul 06 (ANI): Mango Festival has been organised by Delhi Tourism, in association with Government of Delhi at Dilli Haat, Janakpuri. More than 500 varieties of mangoes from across the country were displayed in the Festival. Some varieties of mangoes were named as 'Namo' and 'Amit Shah'. Delhi Deputy Chief Minister Manish Sisodia also attended the festival.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.