ETV Bharat / bharat

FIR নিতে দেরি, হায়দরাবাদে ধর্ষণের ঘটনায় সাসপেন্ড 3 পুলিশকর্মী

হায়দরাবাদে ধর্ষণের ঘটনায় FIR নিতে দেরি হয়েছে । তার জেরে সাসপেন্ড হলেন তিন পুলিশকর্মী ।

ছবি
ছবি
author img

By

Published : Nov 30, 2019, 11:42 PM IST

Updated : Nov 30, 2019, 11:55 PM IST

হায়দরাবাদ, 30 নভেম্বর : FIR নিতে দেরি । কর্তব্যে গাফিলতি রয়েছে । আজ পূর্ণাঙ্গ তদন্তের পর উঠে এল এমনই তথ্য । আর এর জেরেই শামশাবাদ পুলিশ স্টেশনের SI রবি কুমার, রাজীব গান্ধি বিমানবন্দর পুলিশ স্টেশনের হেড কনস্টেবল পি ভেনুগোপাল রেড্ডি ও এ সত্যনারায়ণ গৌড়কে সাসপেন্ড করা হল । আজ একথা জানিয়ে দিলেন সাইবারাবাদের পুলিশ কমিশনার ভি সি সজ্জানার ।

গতকাল সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার বলেন, "বুধবার রাত সাড়ে 10 টা পর্যন্ত যুবতি বাড়ি না ফেরায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় ৷ রাত 3টা নাগাদ অভিযোগ দায়ের হয় । ভোর পাঁচটা পর্যন্ত আশপাশের সমস্ত স্কুটার মেরামতের দোকানে তল্লাশি চালায় পুলিশ । পরদিন (বৃহস্পতিবার, 28 নভেম্বর) সকাল 7 টা নাগাদ দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয় তার । ঘটনার মোড় এখানেই । আজ কমিশনার জানান, 27 নভেম্বরের রাতে পরিবারের তরফে শামশবাদ পুলিশ স্টেশনে যে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল । সেই ডায়েরি নিতেই দেরি করা হয়েছে । আর কর্তব্যের গাফিলতির জেরেই পরবর্তী নির্দেশ পর্যন্ত সাসপেন্ড থাকবেন তিন পুলিশকর্মী ।

আরও পড়ুন : হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণে অভিযুক্তদের 14 দিনের বিচারবিভাগীয় হেপাজত

বুধবার নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদবাসী সাতাশ বছরের ওই যুবতি পশু চিকিৎসক ৷ শাদনগর থেকে 30 কিলোমিটার দূরত্বে একটি আন্ডার পাসের ভিতর থেকে বৃহস্পতিবার সকালে তাঁর দগ্ধ মৃতদেহ উদ্ধার হয় ৷ ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে খুন করা হয় তাঁকে ৷ এই ঘটনায় মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাদের 14 দিনের বিচার বিভাগীয় হেপাজতের নির্দেশ দেয় আদালত ।

হায়দরাবাদ, 30 নভেম্বর : FIR নিতে দেরি । কর্তব্যে গাফিলতি রয়েছে । আজ পূর্ণাঙ্গ তদন্তের পর উঠে এল এমনই তথ্য । আর এর জেরেই শামশাবাদ পুলিশ স্টেশনের SI রবি কুমার, রাজীব গান্ধি বিমানবন্দর পুলিশ স্টেশনের হেড কনস্টেবল পি ভেনুগোপাল রেড্ডি ও এ সত্যনারায়ণ গৌড়কে সাসপেন্ড করা হল । আজ একথা জানিয়ে দিলেন সাইবারাবাদের পুলিশ কমিশনার ভি সি সজ্জানার ।

গতকাল সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার বলেন, "বুধবার রাত সাড়ে 10 টা পর্যন্ত যুবতি বাড়ি না ফেরায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় ৷ রাত 3টা নাগাদ অভিযোগ দায়ের হয় । ভোর পাঁচটা পর্যন্ত আশপাশের সমস্ত স্কুটার মেরামতের দোকানে তল্লাশি চালায় পুলিশ । পরদিন (বৃহস্পতিবার, 28 নভেম্বর) সকাল 7 টা নাগাদ দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয় তার । ঘটনার মোড় এখানেই । আজ কমিশনার জানান, 27 নভেম্বরের রাতে পরিবারের তরফে শামশবাদ পুলিশ স্টেশনে যে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল । সেই ডায়েরি নিতেই দেরি করা হয়েছে । আর কর্তব্যের গাফিলতির জেরেই পরবর্তী নির্দেশ পর্যন্ত সাসপেন্ড থাকবেন তিন পুলিশকর্মী ।

আরও পড়ুন : হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণে অভিযুক্তদের 14 দিনের বিচারবিভাগীয় হেপাজত

বুধবার নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদবাসী সাতাশ বছরের ওই যুবতি পশু চিকিৎসক ৷ শাদনগর থেকে 30 কিলোমিটার দূরত্বে একটি আন্ডার পাসের ভিতর থেকে বৃহস্পতিবার সকালে তাঁর দগ্ধ মৃতদেহ উদ্ধার হয় ৷ ধর্ষণের পর গলায় ফাঁস দিয়ে খুন করা হয় তাঁকে ৷ এই ঘটনায় মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাদের 14 দিনের বিচার বিভাগীয় হেপাজতের নির্দেশ দেয় আদালত ।

Lohardaga (Jharkhand), Nov 30 (ANI): Total voter turnout for the first phase of assembly elections in Jharkhand was 62.87%. Process of packing Electronic Voting Machines (EVMs) and VVPATs began in Lohardaga after the first phase concluded. First phase of polling in 13 constituencies began on November 30. The elections in Jharkhand will be held in five phases and the results will be out on December 23.

Last Updated : Nov 30, 2019, 11:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.