যোধপুর, 3 জুলাই : রাজস্থানের প্রতাপনগরে একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার হল । পুলিশের প্রাথমিক অনুমান, ছেলে এবং স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে ব্যক্তি ৷ তবে, ঘটনাস্থানে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি ।
ACP নিরজ শর্মা বলেন, দরজা ভেঙে ঘরে ঢুকতেই বাড়ির মালিক রাজেন্দ্রর দেহ সিলিং ফ্যানের থেকে ঝুলতে দেখা যায় ৷ তাঁর স্ত্রী ইন্দ্রা এবং ছেলে নীতিনের দেহ বিছানায় পড়ে ছিল । রাজেন্দ্র তাঁর ছেলে ও স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে । রাজেন্দ্র ভোপালগড়ের বাসিন্দা । কাজের সূত্রে প্রতাপনগরে থাকতেন ।
মৃত্যুর খবর পেয়ে সেখানে আসেন রাজেন্দ্রর বাবা-মা ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চলছে ।