ETV Bharat / bharat

দেশে কোরোনায় আক্রান্ত আরও 3, সংখ্যা বেড়ে 34 - ভারতে কোরোনা

কোরোনা আক্রান্ত হলেন আরও তিনজন । লাদাখে যে দুজন কোরোনা আক্রান্ত তাঁরা ইরান গিয়েছিলেন বলে জানা গিয়েছে । তামিলনাড়ুর আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ওমানে গিয়েছিলেন । স্বাস্থ্যমন্ত্রকের তরফে আজ এই তিন কোরোনা আক্রান্তের কথা জানানো হয়েছে । বিশ্বে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তে মৃত্যু হয়েছে 3515 জনের ।

corona
corona
author img

By

Published : Mar 7, 2020, 9:16 PM IST

দিল্লি, 7 মার্চ : ভারতে আরও তিন কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল। সবমিলিয়ে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 34 । লাদাখে দু'জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিশ মিলেছে । অন্যদিকে তামিলনাড়ুতে কোরোনা আক্রান্ত হয়েছেন একজন । স্বাস্থ্যমন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। এদিকে এই উদ্বেগজনক পরিস্থিতিতে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী । ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকরও।

লাদাখে যে দু'জন কোরোনা আক্রান্ত হয়েছেন তাঁরা ইরান গেছিলেন। তামিলনাড়ুর ব্যক্তি সম্প্রতি ওমানে ছিলেন । আজ সকালেই আরও এক ব্যক্তির শরীরে কোরোনার সন্ধান পাওয়া গেছিল। তিনি পঞ্জাবের গুরুনানক দেব হাসপাতালে ভরতি । তিনি গত সপ্তাহে ইট্যালি থেকে ফিরেছেন ।

এদিকে অসমে 127 জনকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা কোরোনা ভাইরাসে আক্রান্ত অ্যামেরিকার নাগরিকের সংস্পর্শে এসেছিলেন ৷ কাল ভুটান সরকারের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এক অ্যামেরিকান পর্যটক কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ আক্রান্ত অ্যামেরিকান পর্যটক ভুটানে যাওয়ার আগে অসমে ঘুরতে এসেছিলেন ৷ তিনি অসমের জোরহাটে যে রিসর্টে ছিলেন, তা চিহ্নিত করা হয়েছে ৷ রিসর্টের কর্মীদের আলাদাভাবে রাখা হয়েছে ৷

পঞ্জাবে কোরোনা ভাইরাসে আক্রান্ত 1, আজ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

এপর্যন্ত বিশ্বে মোট 94 টি দেশে এক লাখের বেশি মানুষ কোরোনা আক্রান্ত হয়েছেন । চিনের বাইরে এই সংখ্যাটা 20,290 । মৃত্যু হয়েছে 414 জনের ।

দিল্লি, 7 মার্চ : ভারতে আরও তিন কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল। সবমিলিয়ে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 34 । লাদাখে দু'জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিশ মিলেছে । অন্যদিকে তামিলনাড়ুতে কোরোনা আক্রান্ত হয়েছেন একজন । স্বাস্থ্যমন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। এদিকে এই উদ্বেগজনক পরিস্থিতিতে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী । ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকরও।

লাদাখে যে দু'জন কোরোনা আক্রান্ত হয়েছেন তাঁরা ইরান গেছিলেন। তামিলনাড়ুর ব্যক্তি সম্প্রতি ওমানে ছিলেন । আজ সকালেই আরও এক ব্যক্তির শরীরে কোরোনার সন্ধান পাওয়া গেছিল। তিনি পঞ্জাবের গুরুনানক দেব হাসপাতালে ভরতি । তিনি গত সপ্তাহে ইট্যালি থেকে ফিরেছেন ।

এদিকে অসমে 127 জনকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা কোরোনা ভাইরাসে আক্রান্ত অ্যামেরিকার নাগরিকের সংস্পর্শে এসেছিলেন ৷ কাল ভুটান সরকারের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এক অ্যামেরিকান পর্যটক কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ আক্রান্ত অ্যামেরিকান পর্যটক ভুটানে যাওয়ার আগে অসমে ঘুরতে এসেছিলেন ৷ তিনি অসমের জোরহাটে যে রিসর্টে ছিলেন, তা চিহ্নিত করা হয়েছে ৷ রিসর্টের কর্মীদের আলাদাভাবে রাখা হয়েছে ৷

পঞ্জাবে কোরোনা ভাইরাসে আক্রান্ত 1, আজ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

এপর্যন্ত বিশ্বে মোট 94 টি দেশে এক লাখের বেশি মানুষ কোরোনা আক্রান্ত হয়েছেন । চিনের বাইরে এই সংখ্যাটা 20,290 । মৃত্যু হয়েছে 414 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.