ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে ট্রাক উলটে মৃত 3, আহত 7 - Madhya Pradesh truck accident

মধ্যপ্রদেশের ছতরপুরে ট্রাক উলটে মৃত্যু হল তিন জনের। আহত 7। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

Chhatarpur road accident
মধ্যপ্রদেশে ট্রাক উলটে মৃত ৩
author img

By

Published : Jun 10, 2020, 6:16 PM IST

ছতরপুর, 10 জুন, মধ্যপ্রদেশের ছতরপুরে ট্রাক উলটে মৃত্যু হল তিন জনের। গুরুতর আহত সাত জন। আজ দুপুর তিনটে নাগাদ অন্ধ্রপ্রদেশগামী গমের বস্তা বোঝাই ট্রাকটি ছতরপুরে 34 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন শাহগড় থানার স্টেশন ইনচার্জ রবীন্দ্র বাগরি এবং হিরাপুর থানার আউটপোস্ট ইনচার্জ কবিতা দুবে। এরপর আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়। সেখান থেকে গুরুতর আহত 5 জনকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিন জনের মৃত্যু হয়। তাঁদের দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ট্রাকটি দ্রুত গতিতে আসছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। প্রসঙ্গত, 16 মে মধ্যপ্রদেশের সাগর জেলায় ট্রাক উলটে চার জন মহিলা-সহ 6 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল।

ছতরপুর, 10 জুন, মধ্যপ্রদেশের ছতরপুরে ট্রাক উলটে মৃত্যু হল তিন জনের। গুরুতর আহত সাত জন। আজ দুপুর তিনটে নাগাদ অন্ধ্রপ্রদেশগামী গমের বস্তা বোঝাই ট্রাকটি ছতরপুরে 34 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন শাহগড় থানার স্টেশন ইনচার্জ রবীন্দ্র বাগরি এবং হিরাপুর থানার আউটপোস্ট ইনচার্জ কবিতা দুবে। এরপর আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়। সেখান থেকে গুরুতর আহত 5 জনকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিন জনের মৃত্যু হয়। তাঁদের দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ট্রাকটি দ্রুত গতিতে আসছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। প্রসঙ্গত, 16 মে মধ্যপ্রদেশের সাগর জেলায় ট্রাক উলটে চার জন মহিলা-সহ 6 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.