শ্রীনগর, ২ মার্চ : পাকিস্তানের সেনার ছোড়া মর্টার শেলের আঘাতে কৃষ্ণাঘাটির সালোত্রি গ্রামে প্রাণ হারাল দুই শিশু ও এক মহিলা। মৃত শিশুদের একজনের বয়স পাঁচ বছর, অপরজনের নয় মাস। পুলিশ জানিয়েছে, মৃত মহিলা ওই দুই শিশুর মা। গতকাল সীমান্তের একাধিক সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। সাধারণ নাগরিক ও জওয়ান মিলে মোট চারজন আহত হন।
গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ মেনধর, রাজৌরির কৃষ্ণাঘাটি ও পুঞ্চে গুলি চালায় পাকিস্তানি সেনা। এর আগে গতকাল বিকেল ৪টা ১৫ নাগাদ রাজৌরির নৌসেরায় বিনা প্ররোচনায় মর্টার শেল ছোড়ে পাকিস্তানি জওয়ানরা। এছাড়াও উরির গহলান, কিকার, কাথি একাধিক জায়গায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে তারা। পালটা জবাব দেয় ভারতও। এই নিয়ে লাগাতার ৮ দিন ধরে রাজৌরি ও পুঞ্চে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনা।
এদিকে গতকতাল সন্ধ্যায় কাশ্মীরের কুপওয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়। ২ জঙ্গি নিকেশ করে নিরাপত্তারক্ষীরা। শহিদ হয়েছেন ৪ নিরাপত্তারক্ষী।
প্রসাশন রাজৌরি ও পুঞ্চ জেলায় LoC থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি স্থানীয়দের বাড়ি থেকে বেরোতেও মানা করা হয়েছে।