তিরুবনন্তপুরম, 4 অক্টোবর : সোশাল মিডিয়ায় মহিলার বিকৃত ছবি শেয়ার করার অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে । তাদের মধ্যে একজন পেশায় চিকিৎসক এবং একজন টিভি অভিনেতাও রয়েছে । ফোর্ট পুলিশ স্টেশনের তরফে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেডিকেল কলেজের ডাক্তার সুবু, সিরিয়াল অভিনেতা জসমীর খানকে গ্রেপ্তার করা হয় । অন্যদিকে সুবুর সহকারী চিকিৎসক সৃজিতকে ভুয়ো সিম কার্ড এনে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ।
ভরকালার বাসিন্দা ওই মহিলার ছবি বিকৃত করে তাঁর আত্মীয় ও স্বামীর মোবাইলে পাঠানো হয় বলে অভিযোগ । অভিযুক্তরা ক্রমাগত ওই মহিলার নামে অপমানজনক কথা লিখে জাল ঠিকানা থেকে চিঠি পাঠাচ্ছিল ।
সিরিয়াল অভিনেতা জসমীর খান মহিলার বিকৃত ছবি বানাতে অভিযুক্ত চিকিৎসককে সাহায্য করে । ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত চলাকালীন জসমীরকে গ্রেপ্তার করা হয় । জানা যায়, সুবু অভিযোগকারীর আত্মীয় । সে মহিলার সম্মানহানির চেষ্টা করছে । পুলিশ জানিয়েছে, মহিলার সঙ্গে সঙ্গে পালটা অভিযোগ দায়ের করেছে সুবুও । এদিকে আগেও একাধিক অভিযোগ রয়েছে জসমীরের বিরুদ্ধে ।