দিল্লি, ২৮ ফেব্রুয়ারি : পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় বায়ুসেনা অভিযান চালিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করার পর ভারতীয় আকাশসীমায় ঢুকেছিল পাকিস্তানের F-16 বিমান। তবে তা অস্বীকার করে পাকিস্তান। আজ ভারতীয় সেনার তিন বাহিনী প্রমাণ তুলে ধরে স্পষ্ট করে দেয়, পাকিস্তান মিথ্যা কথা বলছে। আজ সাউথ ব্লকে বিবৃতি দেন স্থল, বায়ু ও নৌসেনার আধিকারিকরা। সেখানে তাঁরা বলেন, আমরা সবরকম পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত।
বায়ুসেনা (এয়ার ভাইস মার্শাল আর জি কে কাপুর)
- আমরা খুশি, অভিনন্দনকে কালই ছেড়ে দেওয়া হবে
- বালাকোটে জঙ্গিঘাঁটি ধ্বংসের ক্ষেত্রে আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি
- F-16 থেকে ছোড়া মিজ়াইলের অংশ পাওয়া গেছে রাজৌরি সেক্টরে। এর থেকেই বোঝা যাচ্ছে পাকিস্তান F-16 ব্যবহার করেছে
- F-16 থেকে ছোড়া মিজ়াইলের অংশ পাওয়া গেছে
- পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা শান্তির অঙ্গ হিসেবে অভিনন্দনকে ছেড়ে দিচ্ছি। এই বিষয়ে এয়ার ভাইস মার্শাল আর জি কে কাপুর বলেন, আমরা অভিনন্দনের ছেড়ে দেওয়াকে জেনেভা চুক্তির অঙ্গ হিসেবে দেখছি।
- আমাদের কাছে তথ্য রয়েছে। তবে কতজন জঙ্গি মারা গেছে তা এখনই বলা সম্ভব নয়। আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি।
সেনা ( মেজ়র জেনারাল সুরেন্দ্র সিং মহল)
- আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। যতদিন পাকিস্তান এই জঙ্গিদের আশ্রয় দেবে ততদিন আমরা এই জঙ্গি ক্যাম্পগুলিকে টার্গেট করব।
- ১৪ ফেব্রুয়ারির পর সংঘর্ষবিরতি লঙ্ঘন বেড়ে গেছে। গত ২ দিনে ৩৫ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। আমরা এর জবাবও দিয়েছি।
- তবে পাকিস্তান কী চায় এখন সেটাই দেখার।
- পাকিস্তান প্ররোচনা দিলে আমরা তৈরি।
- আমরা প্রস্তুত যে কোনও পরিস্থিতির জন্য।
নৌসেনা ( রিয়ার অ্যাডমিরাল ডি এস গুজরাল)
- পাকিস্তানের যেকোনও পদক্ষেপের মোকাবিলা করতে আমরা প্রস্তুত
- দেশ এবং নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাই