শ্রীনগর, ১৫ ফেব্রুয়ারি : চারবছরে জম্মু-কাশ্মীরে আত্মঘাতী জঙ্গি হামলা প্রাণ কেড়েছে অনেকের। সাধারণ মানুষের পাশাপাশি শহিদ হয়েছে বহু বীর জওয়ান। খতম হয়েছে অনেক জঙ্গিও।
একঝলকে দেখে নেওয়া যাক সেই খতিয়ান -
২০১৪ সাল :
হামলা হয়েছে একটি
শহিদ হয়েছেন তিন জওয়ান
প্রাণ গেছে পাঁচ ভারতীয় নাগরিকের
খতম হয়েছে চার জঙ্গি
২০১৫ সাল :
হামলা হয়েছে তিনটি
শহিদ হয়েছেন তিন জওয়ান
প্রাণ হারিয়েছেন দু'জন ভারতীয় নাগরিক
খতম হয়েছে চার জঙ্গি
২০১৬ সাল :
হামলা হয়েছে চারটি
শহিদ হয়েছেন ২৯ জন জওয়ান
খতম ১২ জন জঙ্গি
২০১৭ সাল :
হামলা হয়েছে তিনটি
শহিদ হয়েছেন পাঁচজন জওয়ান
খতম আট জঙ্গি
২০১৮ সাল :
হামলা হয়েছে চারটি
শহিদ হয়েছেন আটজন জওয়ান
প্রাণ হারিয়েছেন এক ভারতীয় নাগরিক
খতম হয়েছে পাঁচ জঙ্গি