ETV Bharat / bharat

"প্লাস্টিক দিন, গাছ নিন", হায়দরাবাদকে প্লাস্টিকমুক্ত করার প্রয়াস এক সফটওয়্যার ইঞ্জিনিয়রের - plastic copy

"প্লাস্টিক দিন, গাছ নিন" ৷ প্লাস্টিক বর্জ্য দিলে তার বিনিময়ে চারাগাছ দেন রামু ৷ তাঁর লক্ষ্য এভাবে শহরে সিঙ্গেল ইউজ় প্লাস্টিকের ক্রমবর্ধমান ব্যবহার কমিয়ে পরিবেশকে প্লাস্টিক দূষণ মুক্ত করা ৷

Dosapati Ramu
দসাপতি রামু
author img

By

Published : Feb 4, 2020, 8:23 AM IST

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি : প্লাস্টিক দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে প্রয়াস চালাচ্ছেন হায়দরাবাদের সফটওয়্যার ইঞ্জিনিয়র দসাপতি রামু ৷ তাঁর লক্ষ্য, সিঙ্গেল ইউজ় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে শহরকে প্লাস্টিকমুক্ত করা ৷

আর তাই তিনি একটি নতুন প্রোগ্রাম চালু করেছেন ৷ নাম দিয়েছেন "প্লাস্টিক দিন, গাছ নিন ৷" কেউ যদি প্লাস্টিক বর্জ্য জমা করেন, রামু তাঁকে বিনিময়ে চারাগাছ দেন ৷ এরজন্য ইস্ট গোদাবরী থেকে হাজার খানেক গাছের চারা আনিয়েছেন ৷ তবে কী পরিমাণ প্লাস্টিক জমা করলে গাছের চারা দেওয়া হবে, সে বিষয়ে কিছু নির্দিষ্ট করেননি রামু ৷ কেউ একটা চিপসের প্যাকেট জমা করলে তাঁকেও বিনিময়ে গাছের চারা দেন তিনি ৷

পরে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য পাঠানো হয় গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৷ সেখানে ওই বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করে অন্য কাজে লাগানো হয় ৷

"প্লাস্টিক দিন, গাছ নিন " অভিনব উদ্যোগ হায়দরাবাদের দসাপতি রামুর

শহরকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে পাশাপাশি আরও একটি প্রোগ্রাম চালু করেন রামু ৷ টিফিন বক্স চ্যালেঞ্জ ৷ কাঁচা মাছ, মাংস কিনতে বাজারে গেলে সঙ্গে টিফিন বক্স নিয়ে যান ৷ এইভাবেই জনগণকে পলিব্যাগের বদলে টিফিন বক্স ব্যবহারে উৎসাহিত করছেন ৷

এ বিষয়ে রামু বলেন, "হায়দরাবাদের সাধারণ মানুষ বিশেষ করে রবিবার প্রচুর পরিমাণে সিঙ্গেল ইউজ় প্লাস্টিক ব্যবহার করে থাকেন ৷ তাঁরা অন্তত কাঁচা মাংসের ক্ষেত্রে পলিব্যাগের পরিবর্তে স্টিলের টিফিন বক্স ব্যবহার করতে পারেন ৷ "

হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি : প্লাস্টিক দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে প্রয়াস চালাচ্ছেন হায়দরাবাদের সফটওয়্যার ইঞ্জিনিয়র দসাপতি রামু ৷ তাঁর লক্ষ্য, সিঙ্গেল ইউজ় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে শহরকে প্লাস্টিকমুক্ত করা ৷

আর তাই তিনি একটি নতুন প্রোগ্রাম চালু করেছেন ৷ নাম দিয়েছেন "প্লাস্টিক দিন, গাছ নিন ৷" কেউ যদি প্লাস্টিক বর্জ্য জমা করেন, রামু তাঁকে বিনিময়ে চারাগাছ দেন ৷ এরজন্য ইস্ট গোদাবরী থেকে হাজার খানেক গাছের চারা আনিয়েছেন ৷ তবে কী পরিমাণ প্লাস্টিক জমা করলে গাছের চারা দেওয়া হবে, সে বিষয়ে কিছু নির্দিষ্ট করেননি রামু ৷ কেউ একটা চিপসের প্যাকেট জমা করলে তাঁকেও বিনিময়ে গাছের চারা দেন তিনি ৷

পরে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য পাঠানো হয় গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৷ সেখানে ওই বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করে অন্য কাজে লাগানো হয় ৷

"প্লাস্টিক দিন, গাছ নিন " অভিনব উদ্যোগ হায়দরাবাদের দসাপতি রামুর

শহরকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে পাশাপাশি আরও একটি প্রোগ্রাম চালু করেন রামু ৷ টিফিন বক্স চ্যালেঞ্জ ৷ কাঁচা মাছ, মাংস কিনতে বাজারে গেলে সঙ্গে টিফিন বক্স নিয়ে যান ৷ এইভাবেই জনগণকে পলিব্যাগের বদলে টিফিন বক্স ব্যবহারে উৎসাহিত করছেন ৷

এ বিষয়ে রামু বলেন, "হায়দরাবাদের সাধারণ মানুষ বিশেষ করে রবিবার প্রচুর পরিমাণে সিঙ্গেল ইউজ় প্লাস্টিক ব্যবহার করে থাকেন ৷ তাঁরা অন্তত কাঁচা মাংসের ক্ষেত্রে পলিব্যাগের পরিবর্তে স্টিলের টিফিন বক্স ব্যবহার করতে পারেন ৷ "

Intro:Body:

Plastic story for February 4th



today's gfx, upload both english and unmix


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.