ETV Bharat / bharat

কোরোনা মাস্ক কিনতে দোকানে মহিলা, চুরি হল অলঙ্কার - চোরেরা চুরি করল অলঙ্কার

কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক কিনতে গিয়েছিলেন মহিলা। এই সুযোগে তাঁর বাড়ির দরজা ভেঙে বহুমূল্য সোনার অলঙ্কার ও নগদ 6 হাজার টাকা চুরি করল কয়েকজন দুষ্কৃতী ।

corona mask
চোরেরা চুরি করল অলঙ্কার
author img

By

Published : Mar 13, 2020, 11:02 PM IST

পুনে, 13 মার্চ : কোরোনার আতঙ্কের সুযোগ নিল চোরেরা । কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক কিনতে গিয়েছিলেন এক মহিলা । সেই সুযোগে বাড়ির দরজা ভেঙে তাঁর বহুমূল্য সোনার অলঙ্কার ও নগদ 6 হাজার টাকা চুরি করল কয়েকজন দুষ্কৃতী । ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে ।

25 বছর বয়সি মহিলা কোরোনা সংক্রমণ থেকে রক্ষা পাবার জন্য মাস্ক কিনতে বেরিয়েছিলেন । সেই সময় এই ঘটনা ঘটে । পুনের হাদাপসার এলাকায় এক হাউজ়িং সোসাইটিতে বৃহস্পৃতিবার সন্ধ্যার ঘটনা ৷ শুক্রবার পুলিশ জানায়, মহিলার 40 হাজার মূল্যের সোনার অলঙ্কার ও 6 হাজার টাকার নগদ চুরি হয়ে যায় ।

ঘরে তালা লাগিয়ে বেরিয়েছিলেন মাস্ক কিনেতে । সেই সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর বাড়ির মূল দর়জা ভেঙে ঘরে ঢোকে । তাঁর ঘরের বেডরুমের আলমারি ভেঙে অলঙ্কার ও নগদ টাকা চুরি করে ।

পুনেতে ইতিমধ্যে 10 জন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । গোটা শহর জুড়ে আতঙ্ক । প্রত্যেকে মাস্ক কিনছেন ভাইরাস হানা থেকে রক্ষা পেতে । যদিও সরকারের পক্ষ থেকে আতঙ্কিত হতে মানা করা হয়েছে । রোগীদের সংস্পর্শে যাঁরা আসছেন, তাঁদের মাস্ক কিনতে পরামর্শ দিয়েছে প্রশাসন ৷

পুনে, 13 মার্চ : কোরোনার আতঙ্কের সুযোগ নিল চোরেরা । কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক কিনতে গিয়েছিলেন এক মহিলা । সেই সুযোগে বাড়ির দরজা ভেঙে তাঁর বহুমূল্য সোনার অলঙ্কার ও নগদ 6 হাজার টাকা চুরি করল কয়েকজন দুষ্কৃতী । ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে ।

25 বছর বয়সি মহিলা কোরোনা সংক্রমণ থেকে রক্ষা পাবার জন্য মাস্ক কিনতে বেরিয়েছিলেন । সেই সময় এই ঘটনা ঘটে । পুনের হাদাপসার এলাকায় এক হাউজ়িং সোসাইটিতে বৃহস্পৃতিবার সন্ধ্যার ঘটনা ৷ শুক্রবার পুলিশ জানায়, মহিলার 40 হাজার মূল্যের সোনার অলঙ্কার ও 6 হাজার টাকার নগদ চুরি হয়ে যায় ।

ঘরে তালা লাগিয়ে বেরিয়েছিলেন মাস্ক কিনেতে । সেই সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর বাড়ির মূল দর়জা ভেঙে ঘরে ঢোকে । তাঁর ঘরের বেডরুমের আলমারি ভেঙে অলঙ্কার ও নগদ টাকা চুরি করে ।

পুনেতে ইতিমধ্যে 10 জন কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । গোটা শহর জুড়ে আতঙ্ক । প্রত্যেকে মাস্ক কিনছেন ভাইরাস হানা থেকে রক্ষা পেতে । যদিও সরকারের পক্ষ থেকে আতঙ্কিত হতে মানা করা হয়েছে । রোগীদের সংস্পর্শে যাঁরা আসছেন, তাঁদের মাস্ক কিনতে পরামর্শ দিয়েছে প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.