ETV Bharat / bharat

কারগিল যুদ্ধের সময় জওয়ানদের পাশে, ছবি পোস্ট মোদির - mamata

কারগিল বিজয় দিবস উপলক্ষ্যে শহিদ জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কারগিল যুদ্ধের সময় জওয়ানদের সঙ্গে দেখা করার স্মৃতিও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ৷

নরেন্দ্র মোদি- ফাইল ছবি
author img

By

Published : Jul 26, 2019, 10:53 AM IST

দিল্লি, 26 জুলাই : কারগিল যুদ্ধের সময় জওয়ানদের সঙ্গে দেখা করেছিলেন তিনি ৷ সেদিনের ঘটনা তুলে ধরে কারগিল বিজয় দিবসে জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ টুইটে তিনি লেখেন, "আমি সৌভাগ্যবান যে, 1999-র কারগিল যুদ্ধচলাকালীন সেখানে যেতে পেরেছিলাম ৷ কারগিল সফর ও জওয়ানদের সঙ্গে আলাপচারিতা আমার স্মৃতিতে উজ্জ্বল ৷"

কয়েকটি ছবি পোস্ট করে টুইটে তিনি আরও লেখেন, "বীর জওয়ানদের সংহতি চাক্ষুস করতে পেরেছিলাম ৷ কারগিল সফর ও জওয়ানদের সঙ্গে আলাপচারিতা কোনওদিন ভুলব না ৷ " আরও একটি টুইটে তিনি লেখেন, "ভারতের বীরপুত্রদের অন্তর থেকে বন্দনা করছি ৷ কারগিল বিজয় দিবস দেশের জওয়ানদের সাহস, শৌর্য ও সমর্পণকে মনে করায় ৷ ভারতের পরাক্রমী বীর যোদ্ধাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি ৷ যাঁরা নিজেদের সর্বস্ব দিয়ে মাতৃভূমিকে রক্ষা করেছেন ৷ জয় হিন্দ ৷"

Kargil
কারগিলে জওয়ানদের সঙ্গে মোদি

কারগিল বিজয় দিবস উপলক্ষ্যে শহিদ জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করে আজ সকালে একটি টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ টুইটে রাষ্ট্রপতি লেখেন, "কারগিল বিজয় দিবসে দেশের বীর জওয়ানদের শ্রদ্ধা জানাই ৷ যাঁরা ভারতকে রক্ষা করেছেন, সেইসব জওয়ানদের বীরত্ব ও সাহসিকতাকে আমরা স্যালুট জানাই ৷ শহিদ জওয়ানদের প্রতি আমারা চিরঋণী ৷ জয় হিন্দ ৷ " পরে রাষ্ট্রপতি জম্মু-কাশ্মীরের কারগিলে গিয়ে শহিদ জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধা জানাবেন ৷

Kargil
কারগিলে জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় নরেন্দ্র মোদি

আরও পড়ুন : 21 তম কারগিল বিজয় দিবস : ফিরে দেখা বীর জওয়ানদের লড়াই

অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কারগিল দিবস উপলক্ষ্যে শহিদ জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ মমতা টুইটে লেখেন, "কারগিল বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাই ৷ দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, সেই বীর শহিদদের সশ্রদ্ধ প্রণাম ৷ ভারতীয় সেনার গরিমা উত্তরোত্তর বৃদ্ধি পাক, এই কামনা করি ৷ জয় হিন্দ ৷ "

দিল্লি, 26 জুলাই : কারগিল যুদ্ধের সময় জওয়ানদের সঙ্গে দেখা করেছিলেন তিনি ৷ সেদিনের ঘটনা তুলে ধরে কারগিল বিজয় দিবসে জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ টুইটে তিনি লেখেন, "আমি সৌভাগ্যবান যে, 1999-র কারগিল যুদ্ধচলাকালীন সেখানে যেতে পেরেছিলাম ৷ কারগিল সফর ও জওয়ানদের সঙ্গে আলাপচারিতা আমার স্মৃতিতে উজ্জ্বল ৷"

কয়েকটি ছবি পোস্ট করে টুইটে তিনি আরও লেখেন, "বীর জওয়ানদের সংহতি চাক্ষুস করতে পেরেছিলাম ৷ কারগিল সফর ও জওয়ানদের সঙ্গে আলাপচারিতা কোনওদিন ভুলব না ৷ " আরও একটি টুইটে তিনি লেখেন, "ভারতের বীরপুত্রদের অন্তর থেকে বন্দনা করছি ৷ কারগিল বিজয় দিবস দেশের জওয়ানদের সাহস, শৌর্য ও সমর্পণকে মনে করায় ৷ ভারতের পরাক্রমী বীর যোদ্ধাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি ৷ যাঁরা নিজেদের সর্বস্ব দিয়ে মাতৃভূমিকে রক্ষা করেছেন ৷ জয় হিন্দ ৷"

Kargil
কারগিলে জওয়ানদের সঙ্গে মোদি

কারগিল বিজয় দিবস উপলক্ষ্যে শহিদ জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করে আজ সকালে একটি টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ টুইটে রাষ্ট্রপতি লেখেন, "কারগিল বিজয় দিবসে দেশের বীর জওয়ানদের শ্রদ্ধা জানাই ৷ যাঁরা ভারতকে রক্ষা করেছেন, সেইসব জওয়ানদের বীরত্ব ও সাহসিকতাকে আমরা স্যালুট জানাই ৷ শহিদ জওয়ানদের প্রতি আমারা চিরঋণী ৷ জয় হিন্দ ৷ " পরে রাষ্ট্রপতি জম্মু-কাশ্মীরের কারগিলে গিয়ে শহিদ জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধা জানাবেন ৷

Kargil
কারগিলে জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় নরেন্দ্র মোদি

আরও পড়ুন : 21 তম কারগিল বিজয় দিবস : ফিরে দেখা বীর জওয়ানদের লড়াই

অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কারগিল দিবস উপলক্ষ্যে শহিদ জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ মমতা টুইটে লেখেন, "কারগিল বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাই ৷ দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, সেই বীর শহিদদের সশ্রদ্ধ প্রণাম ৷ ভারতীয় সেনার গরিমা উত্তরোত্তর বৃদ্ধি পাক, এই কামনা করি ৷ জয় হিন্দ ৷ "

New Delhi, July 26 (ANI): About 50 per cent of young drinkers are unaware of health messages on alcohol packaging, recent findings suggest. According to the latest study, just half of 11 to 19-year-old drinkers recall seeing health messages or warnings on alcohol packaging -- despite being an important target market for this information. Published in the Journal of Public Health, the research, the study investigated to what extent 11-19 year olds in the UK were aware of product information, health messaging or warnings on alcohol packaging during the previous month. The research team found that of those who identified themselves as 'current drinkers', just half had recalled seeing such information, and that fell to just one-third of the entire age group, regardless of their current drinking status. The study used data from the 2017 Youth Alcohol Policy Survey -- a cross-sectional, YouGov-conducted survey with 11 to 19-year-olds across the UK. Participants were asked whether they had seen any product information, health messages or warnings on alcohol packaging in the past month and, if so, what messages they recalled. According to researchers, this age group is particularly important, as exposure to clear and effective messaging during their formative drinking experiences may have a sustained impact on alcohol-related knowledge, attitudes, and behaviour. Only a third of 11-19-year-olds recalled seeing product information, health messages or warnings on alcohol packaging in the past month. In particular, only around half of current drinkers were aware of such messaging, despite being an important target market for this information, the study concluded.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.