ETV Bharat / bharat

সৈকত থেকে বালি তুলেছিলেন দুই পর্যটক, জানতেন না কী বিপদ অপেক্ষা করছে

ওই দু'জন পর্যটক জানিয়েছেন, স্মৃতিস্বরূপ নিজেদের কাছে রাখার জন্য সমুদ্র সৈকত থেকে বালি সংগ্রহ করেছিলেন ৷ ওই সৈকত থেকে বালি সংগ্রহ করা যে অপরাধ সেই বিষয়টি তাঁরা জানতেন না ৷

ছবি সৌজন্যে pixabay
author img

By

Published : Aug 21, 2019, 2:58 PM IST

ইতালি, 21 অগাস্ট: নেহাতই সামান্য জিনিস ! সমু্দ্র সৈকতের বালি ! আর তা সংগ্রহ করার খেসারত দিতে হল গ্রেপ্তার হয়ে ৷ দুই পর্যটক ভ্রমণের স্মৃতিস্বরূপ ইতালির সার্দিনিয়ার সাউদার্ন কোস্টের চায়না সমু্দ্র সৈকত থেকে সংগ্রহ করেছিলেন বালি ৷ আর এরপরেই তাঁদের দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

স্থানীয় খবর অনুসারে, দুই ফরাসি পর্যটক চায়না সমুদ্র সৈকত থেকে 90 পাউন্ড বালি সংগ্রহ করার অপরাধে গ্রেপ্তার হন ৷ 14 বোতল বালি সংগ্রহ করেছিলেন তাঁরা ৷ সেই বালি একটি ফ্রান্সগামী ফেরিতে করে নিয়ে যাচ্ছিলেন ৷ পোর্ট টরেজে বিষয়টি নজরে আসে ইতালির পুলিশের৷ এরপরেই তাঁদের গ্রেপ্তার করা হয় ৷

ওই দু'জন পর্যটকের দাবি, ভ্রমণের স্মৃতিস্বরূপ তাঁরা সমুদ্র সৈকত থেকে বালি সংগ্রহ করেছিলেন ৷ জানতেন না বিষয়টি অপরাধ ৷ ভূমধ্য দ্বীপের আইন ভঙ্গের অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয় ৷ ওই দু'জনের এক বছর দু'মাসের জেল হতে পারে ৷

2017 সালের কার্যকর হওয়া একটি আইন অনুসারে সার্দানিয়ান সমুদ্র সৈকত থেকে বালি, পাথর, ঝিনুক সংগ্রহ করা অপরাধ ৷

ইতালি, 21 অগাস্ট: নেহাতই সামান্য জিনিস ! সমু্দ্র সৈকতের বালি ! আর তা সংগ্রহ করার খেসারত দিতে হল গ্রেপ্তার হয়ে ৷ দুই পর্যটক ভ্রমণের স্মৃতিস্বরূপ ইতালির সার্দিনিয়ার সাউদার্ন কোস্টের চায়না সমু্দ্র সৈকত থেকে সংগ্রহ করেছিলেন বালি ৷ আর এরপরেই তাঁদের দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

স্থানীয় খবর অনুসারে, দুই ফরাসি পর্যটক চায়না সমুদ্র সৈকত থেকে 90 পাউন্ড বালি সংগ্রহ করার অপরাধে গ্রেপ্তার হন ৷ 14 বোতল বালি সংগ্রহ করেছিলেন তাঁরা ৷ সেই বালি একটি ফ্রান্সগামী ফেরিতে করে নিয়ে যাচ্ছিলেন ৷ পোর্ট টরেজে বিষয়টি নজরে আসে ইতালির পুলিশের৷ এরপরেই তাঁদের গ্রেপ্তার করা হয় ৷

ওই দু'জন পর্যটকের দাবি, ভ্রমণের স্মৃতিস্বরূপ তাঁরা সমুদ্র সৈকত থেকে বালি সংগ্রহ করেছিলেন ৷ জানতেন না বিষয়টি অপরাধ ৷ ভূমধ্য দ্বীপের আইন ভঙ্গের অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয় ৷ ওই দু'জনের এক বছর দু'মাসের জেল হতে পারে ৷

2017 সালের কার্যকর হওয়া একটি আইন অনুসারে সার্দানিয়ান সমুদ্র সৈকত থেকে বালি, পাথর, ঝিনুক সংগ্রহ করা অপরাধ ৷

Bengaluru (Karnataka), Aug 20 (ANI): While addressing a press conference in Bengaluru, the Indian Space Research Organisation (ISRO) Chief K Sivan said, "Next major event will happen on 2nd September, when the lander will be separated from the orbiter. On 3rd September, we will have a small maneuver for about 3 seconds to ensure that the systems of the lander are running normally. On 7th September, at 1:55 am, lander will land on the moon." Earlier in the day, Chandrayaan-2 was successfully placed in the moon's orbit.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.