ETV Bharat / bharat

আগামীকাল পদ্ম সম্মানের মনোনয়নের শেষ দিন - online nominations for the 2021 Padma awards

অনলাইনে মনোনয়ন বা সুপারিশ জমা দেওয়ার শেষ দিন 15 সেপ্টেম্বর । কেবলমাত্র "https://padmaawards.gov.in/" ওয়েবসাইটের মাধ্যমেই পদ্ম সম্মানের জন্য মনোনয়ন বা সুপারিশ জমা দেওয়া যাবে ।

পদ্ম সম্মান
পদ্ম সম্মান
author img

By

Published : Sep 14, 2020, 7:54 PM IST

দিল্লি, 14 সেপ্টেম্বর : 2021 সালের পদ্ম সম্মানের জন্য অনলাইন মনোনয়ন প্রক্রিয়া আগামীকাল পর্যন্ত চালু থাকবে । বিবৃতি প্রকাশ করে জানাল স্বরাষ্ট্র মন্ত্রক । বিভিন্ন জগতে বিশিষ্ট, ব্যতিক্রমী কোনও কাজ এবং পরিষেবা দেওয়ার জন্য পদ্ম সম্মান দেওয়া হয় ।

স্বরাষ্ট্রমন্ত্রকের ওই বিবৃতিতে বলা হয়েছে, "কেবলমাত্র "https://padmaawards.gov.in/" ওয়েবসাইটের মাধ্যমেই পদ্ম সম্মানের জন্য মনোনয়ন বা সুপারিশ জমা দেওয়া যাবে । অনলাইনে মনোনয়ন বা সুপারিশ জমা দেওয়ার শেষ দিন 15 সেপ্টেম্বর ।"

পদ্ম সম্মান অর্থাৎ, পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী – দেশের সবথেকে বড় নাগরিক সম্মানগুলির মধ্যে অন্যতম । বিগত কয়েক বছরে কেন্দ্র, এমন অনেক মানুষকে পদ্ম সম্মানে ভূষিত করেছে, যাঁরা সারাজীবন নেপথ্যে থেকে সমাজের জন্য কাজ করে গেছেন ।

1954 সাল থেকে এই সম্মান দেওয়ার প্রথা চালু হয় । প্রতিবছর সাধারণতন্ত্র দিবসে এই সম্মানে ভূষিত করা হয়ে থাকে ।

আরও পড়ুন : জাতীয় ক্রীড়া সম্মান প্রদান অনুষ্ঠান

শিল্প, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, সামাজিক কাজ, বিজ্ঞান ও প্রযুক্তি, সিভিল সার্ভিস, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরষ্কার দেওয়া হয়ে থাকে । জাতি, পেশা, লিঙ্গ নির্বিশেষে সমস্ত নাগরিক এই পুরষ্কারের জন্য যোগ্য । তবে চিকিৎসক ও বিজ্ঞানী ছাড়া অন্যান্য সরকারি কর্মীরা পদ্মের জন্য মনোনীত হতে পারেন না।

পদ্ম সম্মানের জন্য কাউকে মনোনয়ন বা সুপারিশ করার পাশপাশি, কেউ নিজেও নিজেকে মনোনীত করতে পারেন । মনোনয়ন বা সুপারিশগুলির সময়ে পোর্টালের নির্দিষ্ট স্থানে 800 শব্দের মধ্যে যে ব্যতিক্রমী কাজ বা পরিষেবা দিয়েছেন, সে বিষয়ে বর্ণনা দিতে হবে ।

দিল্লি, 14 সেপ্টেম্বর : 2021 সালের পদ্ম সম্মানের জন্য অনলাইন মনোনয়ন প্রক্রিয়া আগামীকাল পর্যন্ত চালু থাকবে । বিবৃতি প্রকাশ করে জানাল স্বরাষ্ট্র মন্ত্রক । বিভিন্ন জগতে বিশিষ্ট, ব্যতিক্রমী কোনও কাজ এবং পরিষেবা দেওয়ার জন্য পদ্ম সম্মান দেওয়া হয় ।

স্বরাষ্ট্রমন্ত্রকের ওই বিবৃতিতে বলা হয়েছে, "কেবলমাত্র "https://padmaawards.gov.in/" ওয়েবসাইটের মাধ্যমেই পদ্ম সম্মানের জন্য মনোনয়ন বা সুপারিশ জমা দেওয়া যাবে । অনলাইনে মনোনয়ন বা সুপারিশ জমা দেওয়ার শেষ দিন 15 সেপ্টেম্বর ।"

পদ্ম সম্মান অর্থাৎ, পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী – দেশের সবথেকে বড় নাগরিক সম্মানগুলির মধ্যে অন্যতম । বিগত কয়েক বছরে কেন্দ্র, এমন অনেক মানুষকে পদ্ম সম্মানে ভূষিত করেছে, যাঁরা সারাজীবন নেপথ্যে থেকে সমাজের জন্য কাজ করে গেছেন ।

1954 সাল থেকে এই সম্মান দেওয়ার প্রথা চালু হয় । প্রতিবছর সাধারণতন্ত্র দিবসে এই সম্মানে ভূষিত করা হয়ে থাকে ।

আরও পড়ুন : জাতীয় ক্রীড়া সম্মান প্রদান অনুষ্ঠান

শিল্প, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, সামাজিক কাজ, বিজ্ঞান ও প্রযুক্তি, সিভিল সার্ভিস, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরষ্কার দেওয়া হয়ে থাকে । জাতি, পেশা, লিঙ্গ নির্বিশেষে সমস্ত নাগরিক এই পুরষ্কারের জন্য যোগ্য । তবে চিকিৎসক ও বিজ্ঞানী ছাড়া অন্যান্য সরকারি কর্মীরা পদ্মের জন্য মনোনীত হতে পারেন না।

পদ্ম সম্মানের জন্য কাউকে মনোনয়ন বা সুপারিশ করার পাশপাশি, কেউ নিজেও নিজেকে মনোনীত করতে পারেন । মনোনয়ন বা সুপারিশগুলির সময়ে পোর্টালের নির্দিষ্ট স্থানে 800 শব্দের মধ্যে যে ব্যতিক্রমী কাজ বা পরিষেবা দিয়েছেন, সে বিষয়ে বর্ণনা দিতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.