ETV Bharat / bharat

সামান্য বাড়ল কোরোনা আক্রান্তের সংখ্যা

author img

By

Published : Jan 27, 2021, 12:55 PM IST

দেশে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1 কোটি 6 লাখ 89 হাজার 527 ৷ মৃত্যু হয়েছে 1 লাখ 53 হাজার 724 জনের ৷

India corona
ভারত কোরোনা

দিল্লি, 27 জানুয়ারি : গতকালের তুলনায় আজ কিছুটা বাড়ল দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ শেষ 24 ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্ত হয়েছেন 12 হাজার 689 জন ৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 13 হাজার 320 জন ৷ শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 137 জনের ৷ অপরদিকে, এখনও পর্যন্ত মোট 20 লাখ 29 হাজার 480 টি ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1 কোটি 6 লাখ 89 হাজার 527 ৷ যার মধ্যে অ্যাকটিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 76 হাজার 498 জন ৷ ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 1 কোটি 3 লাখ 59 হাজার 305 জন ৷ দেশে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1 লাখ 53 হাজার 724 জনের ৷

আরও পড়ুন : দীপ সিধুর সঙ্গে কোনও সম্পর্ক নেই, স্পষ্ট করলেন সানি

প্রসঙ্গত, এবছরের শুরুর দিকেই দেশে কোরোনা ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র দেয় ভারত সরকার ৷ ভারত বায়োটেক ও সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয় ৷ গত 16 তারিখ থেকে দেশের বিভিন্ন প্রান্তে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ উল্লেখ্য, এরপর থেকেই কোরোনা আক্রান্তের সংখ্যা কমতে থাকে দেশজুড়ে ৷

দিল্লি, 27 জানুয়ারি : গতকালের তুলনায় আজ কিছুটা বাড়ল দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ শেষ 24 ঘণ্টায় দেশে কোরোনা আক্রান্ত হয়েছেন 12 হাজার 689 জন ৷ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 13 হাজার 320 জন ৷ শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 137 জনের ৷ অপরদিকে, এখনও পর্যন্ত মোট 20 লাখ 29 হাজার 480 টি ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

এখনও পর্যন্ত দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1 কোটি 6 লাখ 89 হাজার 527 ৷ যার মধ্যে অ্যাকটিভ কোরোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 76 হাজার 498 জন ৷ ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 1 কোটি 3 লাখ 59 হাজার 305 জন ৷ দেশে কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1 লাখ 53 হাজার 724 জনের ৷

আরও পড়ুন : দীপ সিধুর সঙ্গে কোনও সম্পর্ক নেই, স্পষ্ট করলেন সানি

প্রসঙ্গত, এবছরের শুরুর দিকেই দেশে কোরোনা ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র দেয় ভারত সরকার ৷ ভারত বায়োটেক ও সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয় ৷ গত 16 তারিখ থেকে দেশের বিভিন্ন প্রান্তে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ উল্লেখ্য, এরপর থেকেই কোরোনা আক্রান্তের সংখ্যা কমতে থাকে দেশজুড়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.