বেঙ্গালুরু( কর্নাটক ), 22 সেপ্টেম্বর : দীর্ঘ 12 বছর পর 2008-এ বেঙ্গালুরু বিষ্ফোরণের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল বেঙ্গালুরুর অ্যান্টি টেররিজ়ম সেল । তাঁকে কেরালা থেকে গ্রেপ্তার করা হয়েছে । কেন্দ্রীয় ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট কমিশনার সন্দিপ পাটিল একথা জানান আজ ।
সন্দিপ পাটিল জানান, 2008-এর বেঙ্গালুরু বিষ্ফোরণের পর থেকেই মূল অভিযুক্ত শোয়েব পলাতক ছিল । গত বছর শোয়েবের খবর পেয়ে গত অক্টোবর থেকে কেন্দ্রীয় সংস্থার সহযোগিতায় তিরুবনন্তপুরমে কড়া নজর রাখা হয় । শোয়েবের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করা হয় তখন থেকে । গতকাল তাঁকে ত্রিবান্দ্রাম বিমান বন্দরে গ্রেপ্তার করে বেঙ্গালুরুর অ্যান্টি টেররিজ়ম সেল ।
উল্লেখ্য, 2008 সালের 25 জুলাই বেঙ্গালুরু শহরে নয় বিষ্ফোরণ ঘটে । এতে একজন মারা যান এবং আট জন গুরুতর আহত হয় ।