ETV Bharat / bharat

24 ঘণ্টায় 195, একদিনে কোরোনায় রেকর্ড মৃত্যু দেশে - ভারতে কোরোনা ভাইরাস

বিগত 24 ঘণ্টায় দেশে কোরোনায় মৃত্যু 195 জনের । নতুন করে সংক্রমিত হয়েছেন 3900 জন ।

COVID 19
ছবি
author img

By

Published : May 5, 2020, 9:26 AM IST

Updated : May 5, 2020, 10:39 AM IST

দিল্লি, 5 মে : বিগত 24 ঘণ্টায় দেশে কোরোনায় মৃত্যু 195 জনের । নতুন করে সংক্রমিত হয়েছেন 3900 জন । দেশে এখনও পর্যন্ত এটিই একদিন সর্বাধিক মৃত্যু ও সংক্রমণ । এই নিয়ে এখনও পর্যন্ত মোট 46433 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । মোট মৃত্যু হয়েছে 1568 জনের ।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত সর্বশেষ রিপোর্ট বলছে, দেশে এখন কোরোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার হার 27.4 শতাংশ । এদিকে গতকাল থেকে শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন । চলবে 17 মে পর্যন্ত । তবে তৃতীয় দফায় লকডাউনে শিথিল হয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা ।

  • 3900 #COVID19 cases & 195 deaths have been reported in the last 24 hours, the largest spike till now in both: Ministry of Health and Family Welfare https://t.co/Wi2KQBflAr

    — ANI (@ANI) May 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল লকডাউন শিথিল হতে না হতেই সকাল থেকে মদের দোকানগুলির বাইরে ছিল উপচে পড়া মানুষের ভিড় । বেশ কিছু ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানা না হলেও, চূড়ান্ত অবহেলার ছবি সামনে এসেছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে । রাজ্যে রাজ্যে মদের দোকানের সামনে ভিড়কে নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্টই বেগ পেতে হয়েছিল । আশঙ্কার মেঘ তখন থেকেই জমতে শুরু করেছিল । আজ স্বাস্থ্যমন্ত্রকের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে সেই আশঙ্কাই কার্যত সত্যি হল ।

লকডাউনের তৃতীয় দফায় গোটা দেশে মদের দোকান খুললেও, একমাত্র কেরালাতেই বন্ধ ছিল মদের দোকান । গতকাল দেশজুড়ে প্রায় চার হাজারের কাছাকাছি মানুষের শরীরে ভাইরাসের হদিস মিললেও সংক্রমণমুক্ত ছিল কেরালা । বিগত 48 ঘণ্টায় কেরালায় নতুন করে কোনও সংক্রমণ নেই । সবমিলেয়ে 500 জন সংক্রমিতের মধ্যে সুস্থ হয়েছে 462 জন । এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে চলাই কোরোনা মোকাবিলার একমাত্র উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ ।

দিল্লি, 5 মে : বিগত 24 ঘণ্টায় দেশে কোরোনায় মৃত্যু 195 জনের । নতুন করে সংক্রমিত হয়েছেন 3900 জন । দেশে এখনও পর্যন্ত এটিই একদিন সর্বাধিক মৃত্যু ও সংক্রমণ । এই নিয়ে এখনও পর্যন্ত মোট 46433 জনের শরীরে মিলল ভাইরাসের হদিস । মোট মৃত্যু হয়েছে 1568 জনের ।

স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত সর্বশেষ রিপোর্ট বলছে, দেশে এখন কোরোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার হার 27.4 শতাংশ । এদিকে গতকাল থেকে শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন । চলবে 17 মে পর্যন্ত । তবে তৃতীয় দফায় লকডাউনে শিথিল হয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা ।

  • 3900 #COVID19 cases & 195 deaths have been reported in the last 24 hours, the largest spike till now in both: Ministry of Health and Family Welfare https://t.co/Wi2KQBflAr

    — ANI (@ANI) May 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল লকডাউন শিথিল হতে না হতেই সকাল থেকে মদের দোকানগুলির বাইরে ছিল উপচে পড়া মানুষের ভিড় । বেশ কিছু ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানা না হলেও, চূড়ান্ত অবহেলার ছবি সামনে এসেছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে । রাজ্যে রাজ্যে মদের দোকানের সামনে ভিড়কে নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্টই বেগ পেতে হয়েছিল । আশঙ্কার মেঘ তখন থেকেই জমতে শুরু করেছিল । আজ স্বাস্থ্যমন্ত্রকের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাতে সেই আশঙ্কাই কার্যত সত্যি হল ।

লকডাউনের তৃতীয় দফায় গোটা দেশে মদের দোকান খুললেও, একমাত্র কেরালাতেই বন্ধ ছিল মদের দোকান । গতকাল দেশজুড়ে প্রায় চার হাজারের কাছাকাছি মানুষের শরীরে ভাইরাসের হদিস মিললেও সংক্রমণমুক্ত ছিল কেরালা । বিগত 48 ঘণ্টায় কেরালায় নতুন করে কোনও সংক্রমণ নেই । সবমিলেয়ে 500 জন সংক্রমিতের মধ্যে সুস্থ হয়েছে 462 জন । এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে চলাই কোরোনা মোকাবিলার একমাত্র উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ ।

Last Updated : May 5, 2020, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.