দিল্লি, 24 মে : জঙ্গি কার্যকলাপ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নয়াদিল্লির । জামাত -উল-মুজাহিদিন বাংলাদেশ বা জামাত -উল-মুজাহিদিন ইন্ডিয়া বা জামাত -উল-মুজাহিদিন হিন্দুস্থানের মতো জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ বলে ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক । ভোটের আগেই নরেন্দ্র মোদি জঙ্গি কার্যকলাপ প্রতিরোধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন । আর ক্ষমতায় এসেই কড়া পদক্ষেপ জঙ্গিদের বিরুদ্ধে । ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে ।
জামাত-উল-মুজাহিদিন হিন্দুস্থানের শীর্ষ নেতা বোমারু মিজান। বোমারু মিজান ওরফে কওসর এই মুহূর্তে রয়েছে প্রেসিডেন্সি জেলে । গত অগাস্টে কর্নাটকের রামগড় থেকে ধরা পড়ে কওসর । তখন সে মনিরুল ছদ্মনামে ছিল । মনিরুল ভারতে কাজ করছিল জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়া (JMI)-র প্রধান হিসাবে ।
জামাত-উল-মুজাহিদিনের প্রধান সালাউদ্দিন বিস্ফোরক বিশেষজ্ঞ মিজানকে দায়িত্ব দিয়েছিল সংগঠনের ভারতীয় শাখার । কর্নাটকের কোলারের একটি টেকনোলজি ইন্সটিটিউটে চাকরি নিয়ে গোপনে চালিয়ে যাচ্ছিল সংগঠনের মডিউল তৈরির কাজ । কিন্তু শেষ রক্ষা হয়নি । NIA-এর হাতে ধরা পড়ে সে । তার গ্রেপ্তারির খবর পেয়েই তৎপর হয় কলকাতা পুলিশের STF । সেই সূত্রেই তাকে আনা হয় কলকাতায় ।
এই মুহূর্তে সারা ভারতের প্রায় সবকটি গোয়েন্দা সংস্থা খোঁজ চালাচ্ছে সালাউদ্দিনের । জামাত-উল-মুজাহিদিন পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরায় তৈরি করে ফেলেছে বেশ কিছু মডিউল । এই খবর প্রথম প্রকাশ করি আমরাই । খবর ছিল স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে । তার পর এই পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের ।